নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

আমার দেশ

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০


সবুজ ঘাস,
ফুলের বাস,
মেঘের রাশ
জুড়ায় মন

ফুলের ঘায়
অবশ হায়!
গহীন কোন
নিবিড় বন!

পাখির সার—
ধূসর হার;
কোথায় তার
থামার রেশ!

বাতাস বয়
মধুর লয়;
সবুজ-ময়
আমার দেশ।
পথের পাশ,
পাতার রাশ—
রূপের ফাঁস
জড়ায় মন।

মধুর বায়
নীরব ধায়;
নীরব পায়
মাড়ায় বন!

সকাল-সাঁঝ
জলের মাঝ
স্রোতের ভাঁজ
বাজায় সুর।

শীতল কোন
শিথিল মন
না রয় কাছ,
না যায় দূর!

ফুলের ভার
হাজার বার
ছড়ায় তার
আতর-বাস।

অধীর বায়
মদির তাই,
মদির হায়!
পাথর-ঘাস!

রোদের আঁচ
মাতায় গাছ,
পাতায় নাচ
লাগায় জোর।

রূপের তাঁত
ঝরায় পাত;
জাগায় রাত,
জাগায় ভোর!
নদীর জল
বাজায় মল,
ছলাৎ ছল
ভেজায় তীর!

আকাশ-তল
অচঞ্চল;
মেঘের দল
বেজায় ধীর!

আশার ঢিপ
উষার দীপ;
লালিম টিপ
সবুজ বেশ।

বিপুল তার
রূপের ভার
কোথায় আর
‎এরূপ দেশ!


—আমার দেশ
স্নিগ্ধ মুগ্ধতা
‎১৭ অক্টোবর,২০১৭।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন+++


শুভ কামনা রইল ।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, নিজেকে যদি আমি কবি বলে দাবি করি, তাইলে তো আপনি আমার!কারণ, আপনি যে, কবির!শাহরিয়ার কবির! :p

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ বেশ লাগল।
অনেক শুভ কামনা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ, ভাইজান।পাশে থাকুন এবং আশেপাশে থাকুন!

৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! বেশ !!! বেশ!!!


কেউ আমাকে দাবী করলে আমি তার হয়ে যাবো, তাতে আমার কোন সমস্যা নেই ।। :)


আামকে দত্তক নিতে পারেন ।। :)

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আয়রে আমার বুড়োখোকা
আয়রে দেখি মোর কোলে
বিছানা-বালিশ ভিজিয়ে দিয়ে
কাঁদবি মহা সোরগোলে!

(ভাই,বেশি ফাজলামি হয়ে গেলে ক্ষমাপ্রার্থী।)

৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লিখেছেন । :)

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভালো বলেছেন।

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাগ্নেদের দিকে একটু খেয়াল রাখবেন, মামা।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

অনিক_আহমেদ বলেছেন: কবিতার প্রস্থ এত কম ক্যান?
.
.
মজা করলাম। :)
খুব সুন্দর লিখেছেন। পড়ে ভাল লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, এই জিরো ফিগারের যুগে,হলিউডি ফ্যাশনের যুগে কবিতা যদি স্থূলদেহী হয় তাহলে চলবে?

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ভালো লেগেছে, শুভেচ্ছা জানবেন ভাই

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান তো দেখি বনে-বাদাড়ে ঘুরে বেড়ান।বিভূতিভূষণের ফ্যান নাকি?
শুভেচ্ছা আপনাকেও।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: নোলা সকসক করছে!খাবো।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

অনিক_আহমেদ বলেছেন: হা হা একেবারে ঠিক বলেছেন! @লেখক

৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সুন্দর বলেছেন।ধন্যবাদ।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা ও ছবি যেন সুন্দরে সুন্দরে পাল্লা।

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সরকার ভাই, আরও ভালো কবিতা লিখতে চাই।সরকারি অনুদানের কোনও ব্যবস্থা করা যায়?

১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখুন
প্রশংসা পাবেন
কিন্তু কোন অনুদান নয়।

হা হা হা.................................

ভাল থাকুন।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সেইদিন কি আসবে, যেদিন মানুষ বলবে—লেখ আমার ময়না,তুই পয়সা পাবি রে?

১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

ফয়সাল রকি বলেছেন: ভাল লিখেছেন।

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আশ্বস্ত হলুম।থ্যাংকু।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: ছবি আর লেখা মিলে সুন্দর

১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেন বোন, ছবি বাদ দিলে শুধু লেখাটাকে কি সুন্দর বলা যাবে না?

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: চমৎকার

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অমত কার?

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




বেশ লম্বাটে ছড়া । তবে ভাল লেগেছে । ছান্দনিক লেখা ।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটা ভাই, আরবি কবিতার একটা ছন্দ।প্রথম বাংলায় আনেন সত্যেন্দ্রনাথ দত্ত।তারপর নজরুল,সুনির্মল বসু।এই ছন্দে কবিতা লেখা আমার অনেক দিনের শখ।
মনের কথাটা বলেই ফেললাম।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

নতুন নকিব বলেছেন:



ভেবেছিলুম, অফলাইনে থেকেই একটু ঢুঁ মেরে দেখে চলে যাব। কিন্তু, সেটা আর পারলুম কোথায়! অন্ততঃ একটু ধন্যবাদ দেয়ার লোভ সামলাতে পারলাম না যে! সাইন ইন করতেই হলো শেষমেষ। এমন 'স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা' ছড়ালে বুঝি অফলাইনে থাকা যায়!

প্রিয় স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা ,
দারুন লিখছেন। হাত ভাল। লিখে যান। অনেক অনেক শুভ কামনা।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান, আপনার মন্তব্যে একটা জিনিস ভালো করে বুঝলাম—আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কেন এত খুশি হন।
আমি সত্যিই অভিভূত!

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: আয়রে আমার বুড়োখোকা
আয়রে দেখি মোর কোলে
বিছানা-বালিশ ভিজিয়ে দিয়ে
কাঁদবি মহা সোরগোলে!



হা হা হা ..... আমি কিছু মনে করিনি !!!! আর কেউ যদি আমারে ঘর জামাই রাখে..... তাইলে যোগাযোগ করে ...কেমন !!! :) =p~ একটু ঘরজামাই থাকার শখ !!!! :-B =p~



১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওই জেগেছে পাগলি মায়ের সু-বীর ছেলে কবির ভাই
শ্বশুর বাড়ি সোর উঠেছে আয়রে ঘরে ঘর জামাই!

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: এত অল্প কথায় দেশের রূপটা প্রকাশিত দেখে ভাল লাগলো।।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপা,আমি গতকালও ভাবতাম এখনকার পাবলিকে কবিতা “খায়” না।কিন্তু আজকে আমার মনে হচ্ছে—ওটা পাঠকের ব্যর্থতা নয়।বরং আমরা, এখনকার কবিরা,(নিজেকে কবি বলার ধৃষ্টতা দেখিয়েই ফেললাম) কবিতাকে সুস্বাদু করতে পারি নি।
রেসিপি ঠিক থাকলে,পাত্র-পাত্রী পরিষ্কার থাকলে,পরিবেশন পরির মতো সুন্দর হলে পাবলিক “খেতে” বাধ্য।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: না।কিন্তু আজকে আমার মনে হচ্ছে—ওটা পাঠকের ব্যর্থতা নয়। হাইলাইট করে দিলাম।
স্যরি, আমি ভাই।। যা হয়েছে, ছদ্মনামের বিভ্রাট।। ধন্যবাদ।।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ছদ্ম নামই শেষ পর্যন্ত আমাকে হদ্দ করে ছাড়ল!
এর আগেও কিন্তু আপনাকে বোন বলে ডেকেছি!
ভুল!সবই ভুল!

২০| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: =p~ =p~ ছদ্মনামের বিভ্রাট। ব্লগের পাতায়, পাতায়..।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

পার্থ তালুকদার বলেছেন: বাহ !!

শুভকামনা ।

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ধন্যবাদ, পার্থদা।

২২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ওয়াও!পরিরা পর্যন্ত চলে এসেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.