নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০


চারদিকে মিশকালো রাত্রি গহীন
কণ্ঠায় ক্ষুধিতের কণ্ঠ যে ক্ষীণ!
আগুনের ফুলকিরা জ্বলে না তো আর
তারাহীন কালো বুক নীল চাঁদোয়ার!

জেগে তোরা উঠলেই কাটবে গো রাত
খুন মেখে লাল হবে দজলা-ফোরাত
ফাগুনের রং-মাখা আগুনের ফুল
মরা ডালে ফুটবেই,দুলবে দোদুল।

মরা-গাঙ ভেসে যাবে আসবে জোয়ার
ভেঙে যাবে জালিমের ঢাল-তলোয়ার
দৈবের বুক চিরে বইবে তুফান
শোষকেরা গেয়ে যাবে সাম্যের গান!

বিষাদের মাটি হবে,মিটে যাবে শোক
হুহু বায়ে উড়ে যাবে পাখির পালক।
শ্মশানের মাঝখানে প্রাণ পাবে লাশ
পঁচা-পাঁকে ফুল ফুটে বিলাবে সুবাস।

—পরিবর্তন
স্নিগ্ধ-মুগ্ধতা
‎১৪ অক্টোবর,২০১৭

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন: সুন্দর হয়েছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সবাই দেখি সৌন্দর্যের পূজারী!

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দ ভালো লাগছে

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার ব্যক্তিগত অভিমত হলো,এই ছন্দে কবিতা লেখা সবচেয়ে সহজ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। পোস্টে প্লাস।

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই,অনেকেই “পোস্টে প্লাস” লিখে মন্তব্য করেন।এটা বলতে আসলে কী বুঝায়?

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

জেন রসি বলেছেন: ইউটোপিয়া?






১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বুঝলুম না।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: থ্যাংকু।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

অনিক_আহমেদ বলেছেন: ভালো লাগল। আমিও কবিতা লেখার চেষ্টা করেছিলাম, ব্যর্থ হয়েছি। এত সুন্দর কবিতা দেখে তাই একই সাথে হিংসা এবং ভাল লাগা কাজ করছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই,আপনার কথা শুনে কিছুদিন আগে দেখা midnight in paris মুভিটার কথা মনে পড়ে গেল।একজন নতুন ঔপন্যাসিক প্যারিসে বেড়াতে এসে সময়ের গোলযোগে পড়ে ৭০-৮০ বছর আগের প্যারিসে পৌঁছে যান।সেখানে তার বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ের সাথে দেখা হয়ে যায়।পরদিন তিনি তার নতুন লেখা উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে আবার হাজির হন হেমিংওয়ের কাছে।
হেমিংওয়ে বললেন—তোমার উপন্যাস ভালো হয় নি!
লেখক আশ্চর্য হয়ে বললেন—কিন্তু,আপনি তো এখনও পড়েনই নি!
হেমিংওয়ে বললেন—পড়ে যদি দেখি খারাপ তাহলে তো আমার কথা ঠিকই আছে।আর যদি দেখি,ভালো হয়েছে — আমার হিংসা হবে।তখন সেটা আরও খারাপ লাগবে!
তাই আপনার হিংসা লেগেছে মানেই বুঝা যাচ্ছে সাহিত্যের প্রতি আপনার ভালোবাসা গভীর।
যে-বৈধ বিষয়ের প্রতি আপনার ভালোলাগা কাজ করে সেটার পিছনে লেগে থাকুন।আপনার পরিশ্রমই আপনাকে সাফল্য এনে দেবে।
(আপনার মন্তব্যে আমার মনটা ভরে গেছে।এই কারণে এত বড় প্রত্যুত্তর দিলাম।)

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

অনিক_আহমেদ বলেছেন: সাহিত্যের প্রতি ভালবাসা থাক বা না থাক ওটা আমার কাছে বড় কথা নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হল আপনি অনেক কষ্ট করে বিরাট কমেন্ট টাইপ করেছেন, ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.