নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
আমড়াপাড়ার দামড়া ছেলে কুমড়ো কিনে আনে,
কোত্থেকে এক কুত্তা এসে গোত্তা মারে ডানে!
বাইয়ে ছিল ছাইয়ে ভরা ময়লা ইটের গাঁদা—
সেথায় পড়ে কুমড়োখানা দুমড়ে হলো কাদা।
—কুমড়ো-কাহিনী
স্নিগ্ধ মুগ্ধতা।
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন:
হলোই বা সে তাগড়া জোয়ান,
ভীষণ রকম দামড়া, তো?
কুমড়ো-হাতে করত কী সে
কুত্তা যদি কামড়াতো?
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: দামড়া ছেলেও তাহলে কুত্তার কাছে হেরে গেল!!?? প্রতিবাদ।।