নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
আরাকান তোর নিশ্বাসে জ্বলে অবিশ্বাসের বিষ—
চোখ খুলে দেখ মানবতা কেঁদে মরছে অহর্নিশ।
করাল থাবায় দাবানল জ্বেলে সব কিছু করে গ্রাস
পোড়ালি যাদের তাদেরই আবার ট্যাগ দিলি সন্ত্রাস!
আরাকান ওরে, নিষ্ঠুর ওরে, বিষধর লোভী সাপ,
আরাকান,তোর কান কি শোনে না অসহায় অভিশাপ?
দুধের শিশুরা কেঁদে কেঁদে, শোন, আর তো কাঁদে না আর—
অতটুক দেহ সইতে পারে কি এতটা বেদনা-ভার?
আরাকান তুই শুনতে কি পাস স্বজন-হারানো শোক?
অপরাধী, বল বিনা-অপরাধে লাশ হবে কতো লোক?
আর কতো বোন ধর্ষিতা হলে তোর চিতা হবে ছাই,
আর কতো কাল কাঁদবে একাকী বোনকে হারানো ভাই?
বিশ্বে এখন নিঃস্বেরা কাঁদে, দর্শক বাকি সব—
আরাকান, তুই ভেবেছিস বুঝি তাদের মতোনই রব?
মাজলুমদের আকুতি যে ওই আরশে দিয়েছে টান,
কিছুকাল শুধু সবুর করে যা ভয়হীন শয়তান!
মাজলুমদের অভিশাপে তুই হয়ে যাবি খান খান।
জানোয়ার, তোকে জানোয়ার বলা পশুদের অপমান!
—আরাকান
স্নিগ্ধ মুগ্ধতা
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮
blogermassud বলেছেন: ভালো লাগল ।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৬
খালিদ হাসান মিলু বলেছেন: সত্যি কথাই বলেছেন। ওদেরকে পশু বললেও পশুদের অপমান করা হবে।