নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
জুলফি চেঁছে গরুর সাথে সেলফি দিলি তিনটে দিন;
খড় খাওয়ানোর, চড় খাওয়ানোর পোস্ট দিলি যে অন্তহীন।
হাঁক ছেড়ে তুই করলি প্রচার এই গরু তোর লাখ টাকার।
হায়! বেটা তোর চাপার জোরেই পড়ল চাপা ডাকটা তার।
লোক-দেখানোর ঝোঁক দেখানো— করলি এমন লক্ষ ভুল,
এরপরও তুই আশায় থাকিস কুরবানি তোর হোক কবুল?
যা-হোক হলেই করবে কবুল—এমনই কি ক্লীব রাহিম?
বৃথাই তবে পুত্রশোকের ত্যাগ শেখালেন ইবরাহিম।
ফি-বছরই এক রকমই গরুর সাথে পোজটা দিস।
তুই ব্যাটা যে আস্ত বলদ তার কখনও খোঁজ রাখিস?
অন্ধকারে একলা ঘুরে যার গেল রাত ঘুম-বিহীন
সেই উমরের উম্মাহ হয়ে গুমর দেখাস রাত্রি-দিন?
আর কতকাল ঢং দেখাবি, রইবি মেরু-মজ্জা-ক্ষীণ
দু-কানকাটা আর কত তুই রইবি বেকুব লজ্জাহীন?
আর কতকাল গরুই শুধু, কুরবানি হ এবার তুই
আয় তাকওয়ার রক্ত দিয়ে তরবারিটা এবার ধুই।
—কুরবানি
স্নিগ্ধ মুগ্ধতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সংক্ষেপে অনুভূতি প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন!
ছন্দে ছন্দে, আঁতে আর রন্ধ্রে
দিয়েছেন সত্যের কষে চাপর
যদিও হবেনা হুশ অজ্ঞান অন্ধে
আত্মায় দেহে ভোগের গন্ডার চামড়!!!
++++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক অভিবাদন গ্রহণ করুন।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
বিষাদ সময় বলেছেন: চমৎকার! ছন্দ ও ভাব দুটোই অসাধারণ। +++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অসাধারণ কোনও কিছু বুঝতে হলে পাঠককেও অসাধারণ হতে হয়ে।অসাধারণ আপনাকে আমার পক্ষ থেকে সাধারণ ধন্যবাদ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২
রাফিন জয় বলেছেন: ফেসবুকে শেয়ার মারলাম!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শেয়ার মারার সময় দয়া করে লেখকের নাম সুস্পষ্ট করে লিখবেন।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
আমি পোলাপাইণ বলেছেন:
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: চমৎকার।
ঈদ মোবারক।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লাগল
ঈদ মোবারক
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার উপস্থাপনা
ঈদের শুভেচ্ছা জানবেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জানলাম, এবং আপনাকেও ফিরতি শুভেচ্ছা জানালাম।ঈদ মোবারক।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: যা-হোক হলেই করবে কবুল—এমনই কি ক্লীব রাহিম?
বৃথাই তবে পুত্রশোকের ত্যাগ শেখালেন ইবরাহিম। আমার ভল লাগার অংশটুকু।।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আয় তাকওয়ার রক্ত দিয়ে তরবারিটা এবার ধুই।
এবারে আর খুক খুক হাসি না। হা, হা, হা করে হেসে ফেললাম!!!
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
রুরু বলেছেন: ভালো লাগলো