নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
জীবহত্যা যে মহাপাপ— এটা বলে গেছ তুমি বুদ্ধ;
তোমার নীতিই আগাগোড়া মেনে আরাকান হলো শুদ্ধ!
তোমার রাজ্যে সব জীবই সুখী—কারও নেই কোনও কষ্ট।
মুসলিম কোনও জীব নয় —এটা অবশেষে হলো পষ্ট!
—রোহিঙ্গা
স্নিগ্ধ মুগ্ধতা
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
করুণাধারা বলেছেন: মাত্র চার লাইনের এক স্তবকে এত চমৎকার ভাবে কঠিন সত্য তুলে ধরেছেন- খুব ভাল লাগল।সত্যি, এরা মুসলিমদের মানুষ দূরে থস্ক, কোন জীব বলেই মনে করে না।
ভাল থাকুন, আরো এমন কবিতা লিখুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৬
এম আর তালুকদার বলেছেন: উহ ! হে আল্লাহ আর কত নিযাতন সইতে হবে? এবার রক্ষা কর।