নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিমুখর রাতে

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৩

বৃষ্টিমুখর গভীর নিশীথ আকাশ কালো মেঘে
কোন সুদূরের পরশে বায়ু আছড়ে পড়ে বেগে!
মুষলধারায় দিগ্বিদিক
আজ ভুলেছে ঠিক-বেঠিক
বিবশ ধরা কিসের নেশায় জড়ের মতোন জেগে!

চমকে জেগে থমকে গেলাম আজকে গভীর রাতে
হয়নি দেখা কতটা দিন তোমার আমার সাথে
হারিয়ে গেছে গোধূলি ভোর
পেরিয়ে গেছে মাস-বছর
আবেগের নদ পথহারা আজ গহীন গিরিখাতে ।

না জানি আজ কোন কারণের মোহন আবাহনে
উছলে উঠে হৃদয় টুটে যায় যে ক্ষণে-ক্ষণে
সেই আঁখিজল—অন্তরের
আজ কি আবার আসবে ফের?
নাইবা আসুক—দাঁড়িয়ে গেলাম গভীর সঙ্গোপনে
আজকে না হয় কাটবে এ রাত অশ্রু বিসর্জনে।

—বৃষ্টিমুখর রাতে।
স্নিগ্দ্ধ মুগ্ধতা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:


বর্ষনমুখর রাত্রি ঘুমের জন্য খুব ভাল !

কবিতা ভাল লেগেছে, স্নিগ্ধ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.