নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

নেতার ঈদ

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

ঈদের দিনে গরিব-ধনী সকল লোকই সমান,
চাইলে যে কেউ অমনি দেব হাদিস থেকে প্রমাণ।
নেই কোনও ভেদ,নেই কোনও খেদ—এক কাতারে সবাই,
বছর ঘুরে এদিনটাতে পশুত্ব হয় জবাই।
নিয়মমতোই সব ছিল ঠিক ঈদগাহ যখন গেলাম
কোত্থেকে এক চাষার ছেলে করল এসে সেলাম;
ময়লা দেহে ময়লা পোশাক— ছোপ লেগেছে কাদায়
ওসব পরেই পড়ল পায়ে কত্ত বড় গাধাই!
ময়লা-মাটি লাগল পায়ে, খিঁচড়ে গেল মেজাজ
থাবড়া দিয়ে ভাগিয়ে দিয়ে দেখিয়ে দিলাম তেজ আজ!
ভ্যাবলা ধাঁচের গ্রামের মানুষ এমনি কি সব গোঁয়ার?
ক্যান যে এরা বাইরে থাকে!—রাষ্ট্রে কি নেই খোঁয়াড়?
খানিক বাদেই,নামাজ যখন,কোত্থেকে যে আবার
ময়লা জামার ছ্যামড়া এল—কম্ম দেখি কাবার!
আসবি তো আয়, অমনি এসে দাঁড়িয়ে গেল পাশেই!
সকাল-সকাল ঈদগাহ এসে ক্যান যে পেলাম বাঁশ এই!
খুতবা শেষে পড়ল যে ডাক— ছোট্ মিয়া দ্যাও ভাষণ
নাদান এরা—তারপরও দেয় সম্মানের এই আসন!
কী আর করা,মাইকটা ধরে সামনে গিয়ে সবার
মন জুড়ানো বক্তৃতা দিই, আজকে মানুষ হবার—
"আজকে হলো সাম্যবাদের কাম্য ঈদের দিবস,
ও ভাই, এদিন পাপের হাতে থাকতে আছে কি বশ?
আসুন সবাই এক হয়ে যাই—আসুন সবাই আসুন
মনটা খুলে সবাইকে ভাই, আজকে ভালোবাসুন।"

—নেতার ঈদ
স্নিগ্ধ মুগ্ধতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.