নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
দিবস তোদের বশ করেছে দিবস নিয়েই থাকিস
দিবসটাকে সবাই মিলে মাথায় তুলে রাখিস।
একুশ এলেই ঊর্ধ্বশ্বাসে যাস যে শহিদ মিনার
অন্য সময় ছাগল চরে—রাখিস কি তার কিনার?
বৈশাখ এলেই অমনি তো চাস পান্তাভাতে ইলিশ
অন্য সময় সকাল-বিকাল কেএফসিতে গিলিস!
মে দিবসে “শ্রমিক-শ্রমিক” এই তো তুলিস কোরাস
দুদিন বাদেই রাগের মাথায় তাদের গাড়িই পোড়াস!
মা দিবসে “ম্যা ম্যা” করে খুবতো ফেনা তুলিস
পরের দিনই বউয়ের গুঁতোয় মা হয়ে যায় পুলিশ!
ডেইলি তোদের দিবস থাকে—তাই কি তোরা ভাবিস—
দিবস পালন না করে যে ওল্ড, ব্যাকোয়ার্ড, রাবিশ?
ওরে আমার নতুন যুগের আল্ট্রামডার্ন নবাব
তোর কাছে আজ প্রশ্ন করি—দে দেখি তুই জবাব
দিবস যদি এতই জরুর, এতই মডার্ন, ভালোই
“বাবা” দিবসের আব্বা কি হয় অন্য সময় তালৈ?
—স্নিগ্ধ মুগ্ধতা।
১৯ শে জুন, ২০১৭ সকাল ৭:২৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার ভালো লাগল জেনে আমারও ভালো লাগল।
২| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৩০
কলাবাগান১ বলেছেন: দিনের বেলায় ৭১ এর চেতনার কথা বলিস
রাতের বেলায় রাজাকারের টাকায় ফূর্তি করিস
১৯ শে জুন, ২০১৭ সকাল ৭:২৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আসসালামু আলাইকুম ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: পড়ার পর ভাল লাগলো খুব।। এটাই বর্তমান সমাজের চেতনা।!! এযেন মানুষের মাানবিক মূল্যবোধ নিয়েও তামাাশা!!