নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

চ্যাম্পিয়নস ট্রফি

১৫ ই জুন, ২০১৭ রাত ২:০৮

আজ সিরিয়ার আকাশ কাঁপে,বুকের কাঁপন লেগে!
ইরাক-ইরান বিরান হলো, অশ্রু ঝরে বেগে!
মৃত্যু-জরার আর্তনাদে আকাশ-বাতাস ভারি
হে দয়াময়, আর কত হায় সইতে বলো পারি!
দুহাত তুলে দুচোখ মুছে— সঙ্গে নিয়ে কফি
তাইতো খোদা, দেখতে বসি “চ্যাম্পিয়নের ট্রফি”!

ফিলিস্তিনের বাস্তুহারা মায়ের কবর খোঁড়ে
রোহিঙ্গাদের দুধের শিশু কাদায় থাকে পড়ে।
চতুর্দিকে ফতুর বুকের রুদ্ধশ্বাসের জ্বালা
কাতর হয়ে করছে মাতন— বাঁচাও খোদাতালা।
ওই হাহাকার শুনলে যখন হৃদয় ওঠে ক্ষেপে
দায় সেরে যাই ফেসবুকেতে “স্যাড”-এর বাটন চেপে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ রাত ২:১৪

টু-ইমদাদ বলেছেন: সুন্দর হয়েছে . ,

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বন্ধুর তরে সুন্দর লেখা দিলেম তবে সঁপে
প্রশংসাতে ভেবো না আবার মাছ বেঁধেছে টোপে!

২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৫১

কলাবাগান১ বলেছেন: জামায়াত নেতা কামারুজ্জামানের কথা মনে পড়ে গেল?

"নতুন করে আবার ,জানি, সেই সোনা-যুগ আসবে ফিরে।"

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: জানি আসবেই।তবে কত দেরিতে সেটা নিয়েই সংশয়।

৩| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: গুরুজনের প্রশংসা আসলেই উপাদেয়।উৎসাহ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

কলাবাগান১ বলেছেন: সোনা-যুগ বলতে কি রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের রক্তস্নাত পতাকা উড়া কে বুঝেন? ধিক...

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার আপন চাচা মুক্তিযোদ্ধা।পাকবাহিনীর প্রত্তুত্তর করায় বাবাকে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে।আপনার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা আর আমার কাছে মুক্তিযুদ্ধের সংজ্ঞা এক নয়।আমার কাছে মুক্তিযুদ্ধ ন্যায় বিচারের প্রতীক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.