নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

শিয়া-সুন্নি বিতর্ক

১২ ই জুন, ২০১৭ সকাল ৭:২৮

আমি কত বড় ধর্মপরান,আল্লাহ তালার বান্দা
তুই গাধা তাঁর বুঝবিরে কিছু? ওরে রাস্কেল,আন্ধা
তুই বেয়াদব,বদমাশ তুই—"শিয়া" বলি সেই জন্যই
তুই উন্মাদ, মুনাফিক—নোস মুসলিম বলে গণ্যই!
সারাটি জনম ভণ্ডামি করে লাভ পেলি কয় বস্তা?
দুটো দাঁড়ি রেখে মুসলিম হবি—দুনিয়াটা অত সস্তা?
ইমানের বলে বলীয়ান আমি—শিয়া নই আমি "সুন্নি"
হৃদয় আমার একেবারে ফ্রেশ —বলে ওপাড়ার মুন্নি!
খুব তো নবীর বাণী কপচাস, ঘোরাস জ্ঞানের চরকি!
মুন্নির মতো ধর্মপ্রাণা গার্লফ্রেন্ড আছে তোর কি?
দিনে পাঁচবার সিজদা দিয়েই হোস যদি “নাবীর উম্মাহ!”
আমিও তবে কম কোন দিকে — হোক সেটা শুধু জুম্মা।
ভাবসাব তুই দেখাস যতই— আল্লাহ পাকের বান্দা।
রহমান জানে—সবকিছু তোর লোক-দেখানোর ধান্দা।
যতই রোজা, নামায দেখাস, যতই করিস পুণ্যি !
শিয়ারা সবাই হাবিয়ায় যাবে—জান্নাতে যাবে সুন্নি।


—শিয়া-সুন্নি বিতর্ক
স্নিগ্ধ মুগ্ধতা


আবূ হুরায়রা (রাঃ) বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন কেউ তার মুসলিম ভাইকে ‘হে কাফির’ বলে ডাকে, তখন তা তাদের দু’জনের কোন একজনের উপর বর্তায়।(আধুনিক প্রকাশনী- ৫৬৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৬০)


সহিহ বুখারী, হাদিস নং ৬১০৩
হাদিসের মান: সহিহ হাদিস


মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ইসলামের মুল জিনিস নিয়েকোন মতভেদ নাই, অতিরিক্ত জিনিসগুলো নিয়ে আমরা হানাহানিতে লিপ্ত, ব্যাপারটা খুবই দুঃখজনক

২| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৭

বেঙ্গল রিপন বলেছেন: আনা মুসলিমুন... আমি মুসলিম!

৩| ১২ ই জুন, ২০১৭ দুপুর ১:১১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সাদা মনের মানুষ ঠিক বলেছেন।নিজেরা আমরা নামাজ-রোজার ধার ধারি নে,অন্যের আকিদা নিয়ে টানাটানিতে ব্যস্ত।

৪| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বক্তব্য যাই হোক কবিতা ভাল হয়েছে।

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমার বক্তব্য ক্লাসিক্যাল মুসলিম স্ক্লারদের বিপক্ষে যায় জেনেই আমি কলম ধরেছি ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: একটু হিজবুত হিজবুত গন্ধ পাচ্ছি।

কিন্তু, আপনি বেশ ছড়া লেখেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আমি যদ্দুর জানি, হিজবুত তো পুরোপুরি সুন্নি মতাদর্শের একটা দল। কিন্তু আমি তো এখানে শিয়াদের পক্ষেই কথা বললাম!

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছাগল-বান্ধব ছড়াকার আরেকজনকে বলে ছাগল!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, রাগ করেন কেন? ছাগলের ফাজলামিকে সিরিয়াসলি নিতে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.