নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
মহাকাল তুমি মহা-থাল এক ধরিয়ে দিয়েছ হাতে
টাকা-টাকা করে হাহাকার করে দাঁত লেগে গেল দাঁতে!
কোথা আরও দুটো বেশি টাকা পাই
সারাক্ষণ শুধু এই খাই-খাই
এক পাই যদি কম পড়ে হায়! ঘাই লেগে যায় আঁতে!
টাকাকড়ি যদি কমে যায় তাই ভেবে মরি দিনে-রাতে।
অথচ তুমি পাকড়েছ খোদা একেবারে হাতেনাতে!
ইনকাম-ট্যাক্স দিতে হবে হায়!
সেই সাথে এল যাকাতের ব্যয়
এত এত দান! কী হবে উপায়!
দড়ি দিয়ে গলে ঝুলে পড়ি তাই সিলিং ফ্যানের সাথে!
দড়ির খরচা পড়ে নি তো বেশি—বানিয়ে নিয়েছি হাতে!
—স্নিগ্ধ মুগ্ধতা
১০জুন,২০১৭
©somewhere in net ltd.