নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

বইপাগলা যারা

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২০

যারা বইপোকা, বই গেলা ছাড়া কিছুই বোঝে না তাদের খাবার নিয়ে একটা কবিতা (?)



"বইপোকা"



বইখেকো পোলাপান

করে কোকাকোলা পান,

পানি খায়, কলা খায়,

জোরে কানমলা খায়,

গরু খায়,হাতি খায়,

পুলিশের লাথি খায়,

চানাচুর,ছোলা খায়,

কামানের গোলা খায় ,

আরও কত কিছু ভাই

কপ্ করে তারা খায়--

এই সবই মিথ্যে।

ছেঁড়া বই, ফাটা বই,

ইঁদুরের কাটা বই,

পোকাদের চাটা বই,

কাঁচি দিয়ে ছাঁটা বই,

ইয়া বড় মোটা বই,

ছোট একফোঁটা বই,

নখ দিয়ে খোঁটা বই,

মোটাদের ঘোঁটা বই,

যেখানেই তারা পায়

কোৎ করে গিলে খায়--

খুশিভরা চিত্তে!

--স্নিগ্ধ মুগ্ধতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.