নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
আঁধার-ঘেরা বাঁধার প্রাচীর ধাঁধার মতোই সামনে আজ
আজ প্রয়োজন সেই সে জনের যার অফুরান দিল দরাজ
যার হৃদয়ে রবির কিরণ জ্বলছে সদাই অন্তহীন
কণ্ঠে বাণী মন্ত্রমধুর লক্ষ্য দ্বিধা -দ্বন্দ্বহীন
পাহাড়প্রমাণ অটল ঈমান লক্ষ্যে ছোটে মরণপণ
চায় পৃথিবী সেই সে জনের -তাঁর প্রয়োজন চিরন্তন
ডাগর চোখে সাগর-সমান অসীম আশার বইছে স্রোত
কোথায় গো সেই খোদার গোলাম শান্তিবাহক শ্বেতকপোত
ওমর সমান সাহস যে তাঁর,চরিত্র তাঁর ইউসুফের
ভাঙন -ভরা এই ধরাতে জ্বলবে আগুন ওই রূপের
সময় এ নয় ভাবনা ভাবার,সময় এ নয় মগ্নতার
আসছে সে প্রাণ, আসছে তুফান--নেই বাকি সেই লগ্ন আর
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্যের নোটিফিকেশন পেয়ে নিজের কবিতা নিজেই কয়েকবার পড়লাম। আমার নিজের কাছেও বেশ ভালোই লাগল।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
মনিরা সুলতানা বলেছেন: আপনার প্রথম পোষ্ট এ মন্তব্য রেখে যাচ্ছি ....
লেখা ভালো লেগেছে অবশ্যই
দেখা যাক কতদিনে প্রতীক্ষার অবসর হয় ।