নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
কতদিন বলা হয়নি তোমায়,
"ভালোবাসি !"
উষ্ণ নিঃশ্বাস ঠেলে,
সর্বাঙ্গে রোঁয়া ওঠা শিহরণে
শুনতে পাই না উত্তর—
"আমিও ।"
দেখ, আজ এতটা পথ এসে,
ভাগাভাগি করে শতকোটি নিঃশ্বাস
গ্রীষ্ম-বর্ষা- শীতে,
পরম আস্থার একান্ত নির্ভরতায়
চাপিয়ে দিয়ে সব কষ্টের ভার
আজ শুনি, তার সবই ছিল অবিচার
তোমার প্রতি আমার ।
স্বর্ণলতা, এভাবে চাইনি আমি ।
সুখ চাইতে গিয়ে তোমারে দিয়েছি দুঃখ,
আমায় ক্ষমা করো ।
দূরে গিয়েই বুঝতে পারি আবার—
কী তুমি আমার !
প্রেম কত বড়ো !
হারিয়ে ফেলেই মর্ম বুঝি,
পাহমের মতো রক্ত ঢেকুর তুলে
ফিরে আসি দম ফুরাবার আগে
সারাটা দিনের শেষে ।
দুয়ার খোলো স্বর্ণু, আমি বড়ো ক্লান্ত,
ঘরে তুলে নাও এ'বে,
প্রেমেই নাহয় নিও
প্রতিশোধ যা নেবে ।
#অলখের_কবিতাবলি
©somewhere in net ltd.