নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
আড়ালে অন্তরালে
রং পাল্টায় সন্তের চরিত্র,
লালায়িত লাল হয় প্রদীপ শিখা
ছায়ার নাচন নাচে নর্তকীর আঁচল,
দূর বনে হাসে শেয়ালের দল—
এমনই রাত্তির রয় সাক্ষী হয়ে
থোকা থোকা কত্থকের
তছনছে বিছানার চাদরে ।
আর সব ধুয়ে যায় একটি গোসলে
সূর্যোদয়ের আগের সকালে
গঙ্গা লাগে না তাতে
একটি গেরুয়া আর এক খোঁচা আতরে
আড়ালে অন্তরালে
রং পাল্টায় সন্তের চরিত্র !
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২০
ডার্ক ম্যান বলেছেন: সন্ত মানে কি???
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫
জীয়ন আমাঞ্জা বলেছেন: সাধু বা সন্ন্যাসী
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
এহসান সাবির বলেছেন: বেশ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
ইমিনা বলেছেন: লেখাটার থিম ধরতে পারছি না
একটু সহজ করে বুঝিয়ে বলবেন প্লিজ?
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩
জীয়ন আমাঞ্জা বলেছেন: আসলে কবি কবিতা লিখেই ক্ষান্ত হন, অনুধাবন করার কাজ পাঠকের আর থিম কিংবা ভাববস্তু বিশ্লেষণের কাজ সমালোচকের ।
আপনি পাঠক, আমার এই কবিতা যদি আপনার মনে কোন অনুভূতি সৃষ্টি না করতে পারে তবে এই কবিতা ব্যর্থ ।
এখন ভেবে বলুন, কবিতাটিকে ব্যর্থ করে দেবেন ? :-D
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
ইমিনা বলেছেন: জ্বী, কবিতাটি একদম ব্যর্থ
...
কবিতাটি পড়ে আমার ভাবনায় অনেকগুলো অর্থবহ দৃশ্যপট চলে এসেছে। যার ফলে আমি কনফিউজড। আমি ঠিক বুঝতে পারছি না কোন দৃশ্যপট কে বাছাই করে মেনে নিব
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
জীয়ন আমাঞ্জা বলেছেন: এই বেছে নেওয়ার দায়িত্বটাই আপনার । :-D
৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯
জীয়ন আমাঞ্জা বলেছেন: কয়েকদিন আগে লিখেছিলাম, সন্ন্যাসীদের কোন চরিত্র হয় না, তাঁরা হন নিশ্চরিত্র ।
সুতরাং এই সন্ন্যাসী এবং সেই সন্ন্যাসীর পার্থক্যটা আশা করি পাঠকগণ খুঁজে নেবেন ।
৮| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৭
মশিকুর বলেছেন:
"লালায়িত লাল হয় প্রদীপ শিখা
ছায়ার নাচন নাচে নর্তকীর আঁচল" -অন্তরালে সন্ন্যাসীর চরিত্র খুঁজে দেখি সন্ন্যাসী চরিত্রহীন।
কবিতা সার্থক।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:০১
জীয়ন আমাঞ্জা বলেছেন: কৃতার্থ বোধ করছি । অজস্র ধন্যবাদ আপনাকে :-)
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর