নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা আর "অরণ্যে বসিয়া রোদন" করার মধ্যে ন্যুনতম তফাতও নেই । কিছু বলতে যাওয়াও নিজের গুরুত্বহীনতার পুনরোপলব্ধি বৈ আর কিছু নয় ।
আমরাই সংখ্যাগরিষ্ঠ, আমরা জাগলেই জাগবে বাংলাদেশ— এ কথাগুলোকে এখন নিরেট ধাপ্পাবাজি মনে হয় ।
আমরা রাস্তাঘাটে আগুনে গুলিতে মরি, কারও কিছুই যায় আসে না । আমরা অনুরোধ করি, হাত পা ধরি, এমনকি টিভি চ্যানেলের দর্শক জরিপ আর ফেইসবুকের স্ট্যাটাসে প্রকাশ্যে ধিক্কারও জানাই ! তাতেও বা কী হচ্ছে ? কে পাত্তা দিচ্ছে আমাদের ?
এসব নেতাগণ সাধারণের প্রতিনিধি নামেমাত্রই । এঁদের কাছে সাধারণ মানুষের কোন কিছুই পৌঁছয় না । কুকুর বেড়ালের সম্মানটুকুও জনগণ পায় না এঁদের কাছ হতে । আমরা এই নেতাসমাজ চাই না, আমরা চাই না এই অপরাজনীতি ।
আমি এখন জানি যে, আমার এই কথাগুলো কোন দলের কাছে পাত্তা পাবে না । তবুও বলি, বিরোধী দল আর সরকারী দল, আপনারা ক্ষমতার লোভে লড়াই, অবরোধ, আর চেয়ার আকড়ে ধরার যে খেলায় মেতেছেন, তাতে জনগণের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে— সে বিবেচনা তো আপনারা কোনদিনই করবেন না, তবুও আমার এই মুহূর্তে মনে হচ্ছে রাজনীতি আপনাদের চেয়ে আমিই ভালো বুঝি ।
একজন ভয়ে আছেন যে একবার ক্ষমতা ছাড়লে এদেশের শাসনভার পাওয়ার আর কোন সম্ভাবনাই নেই । আর অপরজন ভয়ে আছেন যে অবরোধ অব্যাহত না রাখলে সরকার হটানো সম্ভব হবে না, আর শাসনও পাওয়া যাবে না ।
কেই এখানে ছাড় দিতে ইচ্ছুক নন । এতই ক্ষমতার লোভ, আর এতই বিবেচনাহীন নিষ্ঠুর অপকৌশল আপনাদের ।
জানি, বৃহদাকার কোন হস্তক্ষেপ না আসা পর্যন্ত এ ছিনিমিনি খেলা চলতেই থাকবে । অবরোধও চলবে, আগ্রাসনও চলবে । কিছুই এমনি এমনি থামবে না । তো চলবেই যখন, একটু অনুরোধ করি, আপনারা অবরোধ দিন আর যাই করুন, আমাদের বেশি না, অল্প কয়েকটা জিনিসের নিশ্চয়তা দিন ।
অবরোধ দিচ্ছেন, গাড়ি চলতে দেবেন না ভালো কথা, কিন্তু রোগী বহনকারী এম্বুলেন্সের ক্ষেত্রে কি এই অবরোধ জারি না করলে হয় না ? একটা মানুষের বাঁচার অধিকারকে কেন নষ্ট করছেন ??
আমি মনে করি, সমস্ত হরতাল অবরোধে, যেকোন প্রতিবন্ধকতাময় পরিস্থিতিতে এম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচল করতে দেওয়া উচিত ।
আরেকটা বিষয়, পেয়াজের কেজি এখন ১৮০ টাকা, আগামি মঙ্গলবার নাগাদ এই দর ২৮০তে চড়ার ব্যপক লক্ষণ উঁকি দিচ্ছে । অবরোধে পণ্য পরিবহণ বন্ধ, ছোট্ট এক আঁটি লালশাক এখন চল্লিশ টাকা ।
কাদের ওপর প্রতিশোধ নিচ্ছেন আপনারা ? কাদেরকে ভাতে মারার নীল নকশা ফেঁদেছেন আপনারা ? কোথায় জনগণের স্বার্থ ? কোথায় আমাদের কল্যাণ আজ ?
উত্তরবঙ্গের ফিলিং স্টেশানগুলো এখন সব তেলশূন্য । যাও একটু ভটভটি-নসীমন চলত, সেটাও এখন বন্ধ হবার উপক্রম । লিটারপ্রতি মূল্য যে কততে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে কি ?
রাজনৈতিক মাথামোটা আপনারা, কূটনীতি, রাষ্ট্রনীতি, শেয়ার বাজার আর অর্থনীতি বোঝেন আপনারা, জনগণের কষ্ট বোঝেন না ??
জনগণ কিসে খুশি হয় আর কিসে বিরক্ত হয় বোঝেন না আপনারা ??
আমরা ভাত চাই, আমরা জীবনের নিশ্চয়তা চাই । আপনাদের দোহাই লাগে আপনারা পণ্যবাহী গাড়িগুলোকে চলাচল করতে দিন । প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাপক ফলন হওয়া সত্ত্বেও পরিবহনের অভাবে সেগুলো আড়তে পঁচছে । ওদিকে চাষী মরছে, আর এদিকে আমরা মরছি । আপনারা এই খেলা বন্ধ করুন । বিরোধী দল যদি পণ্য পরিবহনের এই গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়, তবে সরকারকে বলি, আপনারা পুলিশ স্কোয়াড দিয়ে হলেও এই পরিবহন নিশ্চিত করুন । জনগণের ভালো তো কেই চান না, তবে জনগণের কাছে ভালো সাজার এই চালটি অন্তত আপনারা কেউ একজন অনুসরণ করুন ।
আমরা শান্তি চাই । শান্তি চাই । রাজনীতি চাই না, দু'বেলা খেয়েপরে বাঁচতে চাই । হ্যাঁ, খাওয়ার কথাই বলছি । গরু ছাগলের মতো খাওয়া আর ঘুমানো ছাড়া আর কোন সুযোগ তো আমাদের জন্য আপনারা রাখেননি । তাই অন্তত এই জৈবিক চাহিদাটুকু মেটাবার সুযোগ আমাদের দিন ।
¤
©somewhere in net ltd.