নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

বিতর্ক সমাচার

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯

মানুষ যতগুলো কাজ করে, তার মধ্যে সবচেয়ে অকাজের, সবচেয়ে ব্যর্থ কাজটি হল তর্ক । তর্ক- বিতর্কের কোন ফায়দা নেই ।

তর্ক দিয়ে, হাজার অকাট্য যুক্তি দিয়েও কখনও কারও বিশ্বাস বা চিন্তাধারা পরিবর্তন করানো যায় না ।



বিশ্বাস, চেতনা ইত্যাদি মূলতই উপলব্ধির ব্যাপার । কেউ যতক্ষণ না কোন ব্যাপার নিজে মন থেকে উপলব্ধি করবে, ততক্ষণ তাকে জোর করে হাজার যুক্তি গেলালেও লাভ নেই । বরং তা উল্টো কোন্দলে পরিণত হয় ।



আমি তাই এই তর্ককে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি । কেউ যদি বলে, সূর্য দক্ষিণে ওঠে, আমি একবার সঠিক তথ্যটি দেই যে, সবার মতে, সূর্য পুবে ওঠে ।

এরপরও যদি সে আমাকে বলে যে, আমি ভুল বলেছি, আমাকে হেয় করতে চায়, কিংবা আমাকে আরো খোঁজ খবর নিয়ে তারপরে কথা বলার পরামর্শ দেয়, তাহলে আমি নিরবে ঐ বিতর্ক বর্জন করি ।



আরে, ওর সূর্য দক্ষিণে ওঠে মনে করাতে তো দুনিয়া উল্টে যাবে না । আর আমারই বা এমন কি দায় পড়েছে যে, ওকে আমার স্বীকার করাতেই হবে ?



পৃথিবীতে কিছু জঞ্জাল তো থাকবেই । পৃথবীর প্রয়োজনেই এগুলো পয়দা হয় ।



পুনশ্চ ১: বিতর্কের মধ্যে সবচেয়ে ভয়ানক হল, রাজনৈতিক তর্ক । এটি বড়ই নাশকতা ঘটন পটিয়সী ।



পুনশ্চ ২: সবচেয়ে নিরর্থক তর্কটি হল ধর্ম নিয়ে তর্ক ।



পুনশ্চ ৩: আর সবচেয়ে নির্বুদ্ধিতার বিতর্ক হল, নারীর সঙ্গে বিতর্ক । এখানে পুরুষের আর মানসম্মান বাঁচে না ।



পুনশ্চ ৪: আমাদের তবুও অন্যায়ের প্রতিবাদ করতে হয়, না করলে দুনিয়া টেকে না । অন্তত, যে অনাচারগুলো দেশ ও দশের ক্ষতি করে- সেগুলোর বিরুদ্ধে ।



পুনশ্চ ৫: মতান্তর হতেই পারে । না বুঝলে জিজ্ঞাসা করা যায় । প্রয়োজনে প্রতিবাদও করা যায় । তবে সেটা বিনয়ের সাথে নয় কেন ??



আমি Tone of speaking কে অত্যন্ত গুরুত্ব দেই । ভদ্রতা এখানটাতেই ।



ধন্যবাদ ।



Repost, fist posted on March 10, 2013

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

জীয়ন আমাঞ্জা বলেছেন: কবে যে মূল পাতায় অনুমোদন পাব ! :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.