নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
অতঃপর আমরা সবাই হেঁটে চলেছি, শেষ বিকেলের পথে ।
পথের ধূলো আকাশে উড়িয়ে,
বুক দিয়ে ঠেলে— বাতাসের কণা,
ফণা হয়ে ওঠা ক্লান্তি যত,
এগিয়ে এসেছি এতটা দূর
দু'হাতে ছোঁ'ব বলে
গোধুলির শান্ত অরুণিমা !
আমরা অতঃপর, দেখেছি শিরীষ পাতার ফাঁকে
সূর্যের লজ্জিত হাসি
বিদায় নেবার আগে তার বিনীত গ্লানিমুখ
সারা দিনের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে ওঠে !
আমরা পুলকিত হই তাতে ।
সেই রাত পোহাবার প্রথম প্রহর হতে
কাকসন্ধ্যার শেষ অবধি
যতখানি অবদান তার এ বিশ্ব জগতের প্রতি
সব ভুলে গিয়ে কেবল একটি কথাই বাজে—
ওহে ! হে দিনের দাতা, হে সারাটা পথের সাথী,
এতখানি পথ ভরসা যুগিয়ে এখনই দিচ্ছ ফাঁকি ?
জ্বলে জ্বলে নিজে বিলিয়ে সে আলো লজ্জিত হয় শেষে
একটি সূর্যের জীবন পুড়িয়েও জগত নিয়ম দোষে
হল না কিছুই, ফুরাল না পথ, আরও ছিল কত কাজ
শেষ হল না সবটুকু করা অমনি নেমেছে সাঁঝ ।
প্রতিদিন চলে এই ছেলেখেলা নিত্য পথিকের সাথে
দিনের সত্য মিছে হয়ে যায় শেষ বিকেলের পথে ।
এ হল সূর্যের দর্শন, সবকিছুরই তো সীমা আছে; আলোরও সীমা মহানীলে, ঘরের চালে কিংবা দেয়ালে ।
সব জেনেও
অতঃপর আমরা হেঁটে চলেছি শেষ বিকেলের পথে
সব অবদান বিস্মৃত হয়ে,
আরক্ত ঘোমটা টানা নববধুর মতো
সলাজে মিলিয়ে যাওয়া দিনপতিকে
ঠেসে ধরে গোধুলির শেষ মাথাটায়
করতে হত্যা ঘোমটা উজার করে দর্শনে, ধর্ষণে ।
পারি না হয়ত । তবু—
সে বধুর হাহাকার রাত্রি ছাওয়ার পরেও দিগন্তে ভেসে রয় পর্দা ছেঁড়া রক্তের ছোপ ছোপ লাল দাগ হয়ে ।
আমরা সন্তান কোলে করে
সে দাগ দেখিয়ে বলি, ঐ দেখ বাছা,
চিনতে ভুল করিসনে যেন, সন্ধ্যার অরুণিমা
শেষ বিকেলের পথে !
যুগের সন্তান মনে মনে ভাবে, গোধূলীরও কি অরুণিমা হয় ?
এভাবেই চলছে মহাকাল ।
বিশাল অশেষ জিজ্ঞাসা
থমকে দাঁড়ায় এসে
ফের প্রতি রোজ শেষ বিকেলের পথে ।
#Zeonic পঙ্ক্তিমালা
২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
সেল ইউজার হলে , ব্লগ ভিউ মোবাইল ভার্শন থেকে ফুলভার্শন করে নিন। তারপর সব কিছু পিসি ইউজার দের মতোই করতে পারবেন ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫০
জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ, পিসি দিয়ে যে সুবিধা পাওয়া যায় তা কি মোবাইল দিয়ে পিসি ভার্সন করার পরেও পাওয়া সম্ভব হবে ?
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
জীয়ন আমাঞ্জা বলেছেন: আসলে আমি ফাংশানগুলো বুঝতে পারছি না । তাই জিজ্ঞেস করা ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
হুম, পাওয়া যাবে !
মোবাইল থেকে পিসি ভার্শন করে নিলে সব কিছু পিসির মতো করেই করতে পারবেন
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
জীয়ন আমাঞ্জা বলেছেন: অশেষ ধন্যবাদ । দেখি চেষ্টা করে ।
৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
জীয়ন আমাঞ্জা বলেছেন: আমি এখনও প্রথম পাতায় অনুমোদন পাইনি । আর কতদিন লাগবে ?
৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর কবিতা।
ভালো লাগা রেখে গেলাম
৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
জীয়ন আমাঞ্জা বলেছেন: অজস্র ধন্যবাদ । :-)
১০| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
এহসান সাবির বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
জীয়ন আমাঞ্জা বলেছেন: নিবিষ্ট মনোযোগের অভাবে কবিতাটিতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে । সংশোধিত কবিতাটি পাবেন এখানে Click This Link
১২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
জীয়ন আমাঞ্জা বলেছেন: এহসান সাবির, আপনার প্রোফাইলে বানান সচেতনতা নিয়ে একটি লেখা দেখতে পেলাম আরজুপলি লিখিত । আমি সেটা ক্লিক করেও লেখাটিতে যেতে পারছি না অজ্ঞাত কারণে । আপনি কি আমায় লেখাটি পড়তে সাহায্য করতে পারেন ?
উল্লেখ্য, ফেইসবুকে আমার নিজেরও অনেক আগে হ্রস্ব-ই এবং দীর্ঘ-ঈ সংক্রান্ত জটিলতা নিয়ে লেখা আছে । আমি একটু মিলিয়ে দেখতে চাই ।
ধন্যবাদ ।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
নুসরাতসুলতানা বলেছেন: কবিতা ভাল হয়েছে।
১৪| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
জীয়ন আমাঞ্জা বলেছেন: এখনও অন্যদের লেখায় মন্তব্য করার অনুমতি পেলাম না ।
ব্লগের এই নিয়মটা আমার জন্য বেশ ভারী পড়ে যাচ্ছে । :-)
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৩
জীয়ন আমাঞ্জা বলেছেন: ব্লগে আমি যে কোনদিন সাধারণ আইডির মর্যাদা পাব সে প্রত্যাশা এখন পুরোপুরি ছেড়ে দিয়েছি ।
এত দিন ধরে অপেক্ষা করছি । মৌলিক লেখা দিতে বলা হয়েছে, দিয়েছিও । পরিচালনা পরিষদের একজন এ আইডি দেখেও গিয়েছেন দুইবার । তারপরেও বন্দী হয়ে আছি !
নিয়ম অনেক সময় শৃঙ্খলা বিধানের চেয়ে ভোগান্তিই বেশি ঘটায় ।
১৬| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০২
জীয়ন আমাঞ্জা বলেছেন: আচ্ছা, ইদানিং অনুচ্ছেদ (প্যারা) করে করে লেখা দেয়া যাচ্ছে না কেন ?
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
জীয়ন আমাঞ্জা বলেছেন: ড্রাফ্ট অটো ড্রাফট ইত্যাদির কিছুই বুঝতে পারছি না । ড্রাফটে লেখা আছে অথচ তা ব্যাবহারও করতে পারছি না ।
এডিক করতে গেলে Disallowed, undefined ইত্যাদি আসছে । :-(