![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
পেছনের কথাঃ
জুনে ৩ মাসের গ্রীষ্মের ছুটি শুরু হল। ওদিকে শাকিলাও অস্ট্রেলিয়া হতে ৬ মাসের জন্য রিসার্চের কাজে ঢাকা আসছে। মনে মনে কোথাও বেড়াবার একটা প্ল্যান করে ফেললাম।
মনের গোপন কোনে ভুটান যাবার একটা ইচ্ছা সুপ্ত অবস্থায় ছিল। আমি আগে ঢাকায় যেখানে চাকুরি করতাম, তার এক ডিরেক্টর ঈদের ছুটিতে ভুটান বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ভুটানের অনেক গল্প করেন- এর মত শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল দেশ নাকি হয় না। সুযোগ পেলে আমাদেরকেও ভুটান ঘুরে আসতে বলেন। সে থেকেই মনে পুষে রেখেছি-“যাব একদিন।”
আমার ভুটান বেড়াতে যাবার কথা মিলন ও লিজাকে জানাই। তারা খুব আগ্রহ দেখায়। আমরা ঈদের ১০ দিন আগে ঢাকা পৌছলাম, শাকিলাও ঈদের ৪ দিন আগে অস্ট্রেলিয়া হতে চলে আসল। আমি খোঁজ নিতে থাকলাম কিভাবে ভালো একটা ট্যুর হয়।
আমাদের উত্তরাতেই একটি ট্যুর কোম্পানি পেয়ে যাই। শাকিলা ও আমি এক বিকালে তাদের অফিসে চলে গেলাম। তাদের সাথে কথা বলে ভালো লাগল। আমার নানা যখন জানলেন আমরা ভুটানে বেড়াতে যাচ্ছি, তিনিও আমাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরলেন। আমি পড়লাম উভয়সংকটে। ‘না’ বলতে পারছি না, আবার ‘হা’ বললেও বিপদ। উনার বয়স ৮০’র উপরে। যদিও শাররীকভাবে অনেক ভালো অবস্থায় আছেন, কিন্তু অল্পতেই অস্থির হয়ে যান। তবে উনি ঘুরতে খুব পছন্দ করেন।
শেষ পর্যন্ত নানাকে আমাদের দলে ভিড়ালাম। মিলন ও লিজার সাথে আলাপ করে ৫দিন ৪ রাতের একটি প্যাকেজ কনফার্ম করে ফেললাম। প্যাকেজে সব খরচ অন্তর্ভূক্ত ছিল- বিমান ভাড়া, হোটেল, ৩ বেলা খাওয়া, সারাদিন মাইক্রোতে করে সাইট সিয়িং। খরচ পড়ল জনপ্রতি ৪২, ০০০ টাকা।
দ্রুক এয়ার উভয়দিকে সপ্তাহে শুধুমাত্র ৩ দিন বিমান পরিচালনা করে- সোম, বুধ এবং শুক্রবার। আমরা সোমবার রওনা হয়ে শুক্রবার ফিরে আসব। আমাদের ইচ্ছা তাড়াহুড়ো না করে সময় নিয়ে এবং উপভোগ করে ভুটান ঘুরে দেখা। আর সম্পূর্ণ একটা দিন রেখে দিয়েছি Tiger’s Nest এর জন্য।
বজ্র ড্রাগনের দেশ ভূটান-২
(চলবে)
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৩
মধুমিতা বলেছেন: সময় পেলেই ঘুরে আসবেন। এত কাছে এত সুন্দর একটা দেশ, মিস করা ঠিক হবে না।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৯
জুন বলেছেন: আমার দেখা সুন্দর একটি দেশের ভেতর ভুটান অন্যতম ।
চলুক সাথে আছি ।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪
মধুমিতা বলেছেন: ঠিক বলেছেন। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
পুলহ বলেছেন: এই পর্বটাই আরেকটু বড় করতে পারতেন ভাই। এনিওয়ে, ভালো লেগেছে। আশা করি সাথে থাকতে পারবো।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৭
মধুমিতা বলেছেন: আমার ওয়াইফ বলেছ- কি ছাতা লেখ, পড়তে গেলেই শেষ। লিখতে তো চাই, কর্ম ব্যস্ততার কারনে বড় করে লিখতে পারিনি।
৪| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ক্লে ডল বলেছেন: আপনার বর্ণনা এত সুন্দর যে মনে হয় পড়া শুরু করতে করতেই শেষ হয়ে গেল।
আপনার নানার কথা জেনে খুব ভাল লাগল।
আশা করি আগামী পর্বে সুন্দর সব ছবি দেখতে পারব শান্ত ভূটানের।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮
মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সামনের পর্বগুলোতে অনেক ছবি থাকবে।
৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এ বছর যাওয়ার কথা ছিলো।।। যাইহোক আশাকরি সামনে হবে। শুনতে চাই আরো গল্প।।।। ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২
মধুমিতা বলেছেন: এত কাছে এত সুন্দর একটা দেশ, মিস করা ঠিক হবে না। আমার গল্প চলবে ....
৬| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৪
রক্তিম দিগন্ত বলেছেন:
ভ্রমণের বর্ণনা পড়া শুরুর আগেই তো শেষ।
শুরু হল - ভুটানের যাত্রা। অপেক্ষায় রইলাম।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৩
মধুমিতা বলেছেন: সামনের পর্বগুলো আশা করি বড় করে লিখতে পারব।
৭| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩০
আমি ইহতিব বলেছেন: আরেকটু বড় করলে ভালো লাগত, মনে হল শুরুর আগেই যেন শেষ হয়ে গেলো।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫
মধুমিতা বলেছেন: আপনাদের আগ্রহ বুঝি। সামনের পর্বগুলো আশা করি বড় করে লিখতে পারব।
৮| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
শোভন শামস বলেছেন: চমৎকার পোস্ট।যাবার ইচ্ছা আছে
ভাল থাকবেন, আরও লিখে ফেলুন
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭
মধুমিতা বলেছেন: ধন্যবাদ। সুযোগ পেলেই ঘুরে আসুন। গল্প লিখতে থাকব ....
৯| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: অনেক চমৎকার একটা দেশই নয় শুধু, ঐ দেশের মানুষগুলোর ব্যবহারও মনে রাখার মতো, লিখে যান আছি সাথে।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
মধুমিতা বলেছেন: মনুষগুলো শান্ত ও অসাধারণ ।
ধন্যবাদ আপনাকে।
১০| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট, আরো বেশি করে লিখুন উপভোগ করতে দিন আপনার চোখ দিয়ে দেখার সুন্দরগুলো।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
মধুমিতা বলেছেন: ২য় পর্ব লিখে ফেলেছি। পড়ে ফেলুন-
১১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৮
অতঃপর হৃদয় বলেছেন: ভুটানের এত প্রশংসা শুনে যাওয়ার ইচ্ছে হচ্ছে! যেখা যাক কতদূর কি করতে পারি।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩
মধুমিতা বলেছেন: ঘুরে আসুন। মিস করবেন না। ফ্যামিলি না থাকলে বাই রোডেও যেতে পারেন।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল ভ্রমন কাহিনী ।
ধন্যবাদ ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
মধুমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: শুরুটা খুব ভাল লাগল, লিখতে থাকুন!!
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬
খায়রুল আহসান বলেছেন: আমরা চার বন্ধু মিলে সস্ত্রীক যাচ্ছি ইন শা আল্লাহ আগামী ১৫ই মে ২০১৭ তারিখ সকালে। তাই বেশ আগ্রহভরে আপনার এ পোস্টটা পড়ে নিলাম। পোস্টটা "প্রিয়"তেও রাখলাম।
আর সম্পূর্ণ একটা দিন রেখে দিয়েছি Tiger’s Nest এর জন্য। - Tiger’s Nest টা কী?
অস্থিরচিত্ত হওয়া সত্তেও ৮০ বছরের নানাকে ভ্রমণসঙ্গী হিসেবে গ্রহণ করার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। + +
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: যাবার ইচ্ছা আছে। ভাল থাকবেন।