![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
ওয়াদি বেইশে দারূণভাবে মাছ ধরার পর সবার হাত আবারো নিশপিশ করতে লাগল। আযম ভাই, সাইফুল্লাহ ভাই, ইসরাফিল ভাই ও আমি শয়নে স্বপনে খালি মাছ ধরা দেখি। ইসরাফিল ভাইয়ের সাথে দেখা হলেই উনি চারপাশ মাছময় করে তোলেন, মনে হয় এখনি ছিপ/বড়শি নিয়ে মাছ ধরায় নেমে যাই।
কিন্তু মাছ ধরতে হলে অনেক দূর যেতে হয়, তাই উইকেন্ডের জন্য অপেক্ষা না করে উপায় নাই। ফেব্রুয়ারির মাঝমাঝি এক শুক্রবার বিকালে আমাদের একটি প্রোগ্রাম ছিল। প্রথম সেশন শেষে সাইফুল্লাহ ভাই আযম ভাইকে মেসেজ পাঠালেন, “আবহা লেকে মাছ ধরতে যাবেন?”। আযম ভাই আমার দিকে তাকালেন-“ভাই, যাবেন?” আমি রাজী হতে একটুও দেরী করলাম না। মূহুর্তেই সিদ্ধান্ত হলো পরের সেশনে আর থকব না, আগে মাছ ধরা হোক। পাশেই মাহমুদ ভাই ছিলেন। উনিও ইংরেজি ডিপার্টমেন্টে আছেন। উনি প্রায়ই আমাদের সাথে মাছ ধরতে যেতে চান, কিন্তু আমরা এত হুটহাট সিদ্ধান্ত নেই যে আমাদের সাথে কখনো যেতে পারেননি। আজ রাজী হয়ে গেলেন।
আমাদের বাড়ীর পাশেই “আবহা লেক”। বিভিন্ন সময় এখানে আড্ডা দিয়েছি, সময় কাটিয়েছি। লেকে প্রচুর মাছ আছে, খোলা পানিতে পানকৌড়িরা প্রায়ই সাঁতরে বেড়ায়। কিন্তু এখানে মাছ ধরা নিষেধ, লেকের চারপাশ বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। তারপরও দু/একজন লোককে গোপনে মাছ ধরতে দেখেছি। আমরা কখনো সাহস করিনি।
মাগরিবের নামাজ শেষে আমরা সবাই আবহা লেক পৌছে গেলাম। আমাদের মাছ ধরার কথা শুনে আরো অনেকেই এসেছে। লেকে প্রবেশের এক জায়গায় ভাঙ্গা পাওয়া গেল। যারা চুপিচুপি মাছ ধরে তারাই এটা তৈরি করেছে। আমি, মাহমুদ ভাই, সুমন ভাই, ইসরাফিল ভাই, আবুল হাসান ভাই, আবু সাঈদ ভাই বহু কসরত করে ভেতরে ঢুকলাম। বাকীরা তীরে মাদুর বিছিয়ে আড্ডা দিতে থাকলেন।
আমার মাছ ধরার প্রথমেই বিভিন্ন ঝামেলা তৈরি হয়। হয়তো দেখা যাবে বড়শি কোথাও আটকে গেছে, কিংবা ছিড়ে গেছে। আজ শুরুতেই বড়শির সুতা কঠিনভাবে প্যাচ খেয়ে গেল। এদিকে মাহমুদ ভাইয়ের বড়শিতে মাছ ধরতে শুরু করেছে। বড়শি ফেলেন আর মাছ উঠে যায়। মনে হয় যেন বড়শিতে সুপারগ্লু মেখে নিয়েছেন। লেকের শেষ মাথায় একটি বাঁধ আছে, সেখানেই আমরা মাছ ধরছি। লাইটের আলোয় স্বচ্ছ পানিতে মাছ দেখা যাচ্ছে। মাহমুদ ভাই দেখে দেখে নির্মমভাবে মাছ শিকার করেই যাচ্ছেন। আমার তখনো বড়শিই ফেলা হয়নি। আমি যখন প্রথম মাছটি ধরলাম, মাহমুদ ভাই ততক্ষনে ১০টির বেশী মাছ ধরে ফেলেছেন। প্রতিটি মাছ ধরার সাথে সাথে ইসরাফিল ভাই খুশীতে চিৎকার দিয়ে উঠছেন। মাছগুলি কার্প মাছ জাতীয়। এ্যাকুরিয়ামের মাছ, বিভিন্ন রংয়ের মাছ উঠছে। পানির নীচে টকটকে লাল মাছ দেখা গেল, আমি একটাকে ধরলাম।
আজ সত্যিকার অর্থেই মাহমুদ ভাইয়ের দিন। উনি এমন গতিতে মাছ ধরতে লাগলেন, চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই। আমি বড়জোড় ১০টি মাছ ধরেছি। আধা ঘন্টার মতো মাছ ধরতে পারলাম। সাইফুল্লাহ ভাই আমাদের উঠে যেতে বললেন। আমাদের চিৎকার চেচামেচিতে পুলিশ এসে যেতে পারে। যেভাবে মাছ উঠছিল, এখনি উঠতে মন চাচ্ছিল না। কিছুটা অতৃপ্তি নিয়েই ফেরত এলাম।
ঠান্ডা বাতাস বইছে। সাইফুল্লাহ ভাই বাসা হতে মুড়ি, চানাচুর, আচার নিয়ে এসেছেন। সেখানেই বাংলাদেশ হতে আনা ঘ্রাণ লেবু সহযোগে মুড়ি মাখানো হল। আমরা পরবর্তী মাছ মারার প্ল্যান করতে করতে সুস্বাদু মুড়িমাখা খেলাম। যেন বাংলাদেশেই আছি।
(মাছ ধরা চলবে)
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
মধুমিতা বলেছেন: চলবে ....
২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে! পুলিশের কাছে ধরা খাইলে কি শাস্তি হইত, আগে সেটা কন। তাইলে উত্তেজনাটা পুরো বুঝতে পারব।
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
মধুমিতা বলেছেন: ধরতে পারলে ১ থেকে ৩ দিনের জেল অথবা জরিমানা হত। অথবা শুধুমাত্র বকাঝকা করে ছেড়ে দিত। যাই করুক না কেন সন্মান নিয়ে টানাটানি ছিল।
কিন্তু তারপরেও কিন্তু আরেকদিন দিনের বেলায় গিয়েছিলাম।
৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: ইন্টারেস্টিং।
++++
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
মধুমিতা বলেছেন: অবশ্যই।
৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর অভিজ্ঞতা
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
আবু শাকিল বলেছেন: মাছ ধরা চলুক
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
মধুমিতা বলেছেন: চলছে এবং চলবে। ধন্যবাদ।
৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
হামিদ আহসান বলেছেন: যাই করেন ভাই ধরা খাইয়েন না ......
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
মধুমিতা বলেছেন: অদ্ভুত নেশা ভাই। তাই পাহারাদার নিয়োগ করে যাই।
৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৪
যুগল শব্দ বলেছেন:
দারুণ মাছ ধরার অভিজ্ঞতা ।
আমারও ইচ্ছে করছে +
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
মধুমিতা বলেছেন: মাছ ধরে বিলিয়ে দেই। ধরাটাই একটা নেশার মত।
৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৫
ইমরান আশফাক বলেছেন: চলুক মাছধরা, এটা একটা নেশার মত। আমার মাছ ধরার নেশা বহু কষ্টে ছাড়ানো হয়েছে। আমি এই গ্যারান্টি দিতে পারি যে আপনাকে এখানে বারবার ছুটে আসতে হবে।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪
মধুমিতা বলেছেন: নেশাটা মনে হচ্ছে পেয়ে বসেছে। উইকেন্ড হলেই সবাই বেরিয়ে পড়ছি। তবে ভালো একটা নেশা। ধৈর্যের পরীক্ষা হয়।
৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৩৯
মোঃমোজাম হক বলেছেন: মাছ শিকারে দেখছি নেশাই লেগে গেল
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫
মধুমিতা বলেছেন: সেই তো হল, কিন্তু বড্ড দেরীতে।
১০| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: চুরি করে মাছ ধরা মন্দ না
ভাগ্যভাল পুলিশের কাছে ধরা পড়েননি।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
মধুমিতা বলেছেন: আলাদা থ্রিল আছে .... আরবি বলতে পারলে পুলিশের কাছ থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের দলে ভালো আরবি জানা লোক আছে।
১১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৩
অন্তঃপুরবাসিনী বলেছেন: পানির নিচে টকটকে লাল মাছ!! ওয়াও!!
মাছগুলোর সুখে শান্তিতে বসবাস, আপনাদের জন্য বোধ হয় আর হবে না।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
মধুমিতা বলেছেন: কেউ হয়তো একটা এ্যাকুরিয়ামের মাছ ছেড়েছিল, তা এখন বেড়ে অনেক হয়ে গেছে।...... এতদিন বহু সুখে ছিল, এখন আমাদের দিন।
পড়ার জন্য ধন্যবাদ।
১২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস মনে করিয়ে দিলেন, আমিও ছোটবেলা বড়শি দিয়ে কত মাছ ধরেছি, এটা আশলে নেশার মত === আর যদি একটা মাছ বড়শিতে ধরে যায় তাহলে আর যায় কোথা, আরো মাছ ধরার ভুত মাথায় চেপে যায় ---
“মাছ ধরার নেশা আমার কাটে না
ছোটে না ঘোর লাগা বড়শি
মাছ ধরার নেশা আমার কাটে না”
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭
মধুমিতা বলেছেন: আনন্দময় নেশা। কিভাবে যে সময় কেটে যায়, টেরও পাইনা। ছোট বেলায় আমিও মাছ ধরেছি, অনেক আনন্দের ছিল সেই দিনগুলি।
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আহা !!!
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯
মধুমিতা বলেছেন:
১৪| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাছ ধরা চলুক, চলতে থাক.........
ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
মধুমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৫| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
শরাফত বলেছেন: আর মাছ কই ভাই?
আপনার এই আরব ডায়রির সবগুলো পর্ব গত মাস খানেক ধরে পড়ে এই শেষ পর্বে এসে কমেন্ট করলাম।
নতুন লেখা চাই ।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
মধুমিতা বলেছেন: আমি হচ্ছি আলসে লোক, মাসে ১ টি করে পোস্ট দেই। অনেক কথা আছে, কিন্তু লেখার ভয়ে ব্লগে আসিনা। সময় করে লিখব।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাছ ধরা অনেক মজার । আমিও প্রতি বৃহষ্পতিবার রাতে সারা রাত মাছ ধরি। তাও অাবার বীচে-লোহিত সাগরের বীচে । কোন দিন অনেগুলো পেয়ে যাই , সুর, নাজেল এই টাইপের। আপনার মৎ শীকারী পোষ্প পড়ে ভাল লাগল।
উল্লেখ্য, ইয়ান্বু সৌদি আরব ।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১
মধুমিতা বলেছেন: আমদের এখানেও রেড সি। মাছ ধরার যে নেশা, যারা ধরে তারা বুঝে।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: রোমাঞ্চকর অভিজ্ঞতা!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪২
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৬
মেহেদী হাসান ১১ বলেছেন: ভাল লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
ফয়সাল রকি বলেছেন: মাছ ধরা চালিয়ে যান।