![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
১ম পর্ব
গ্র্যান্ড ক্যানিয়নের কথা বললেই চোখের সামনে এ্যারিজোনা’র গ্র্যান্ড ক্যানিয়ন আর বয়ে চলা মোহময়ী কলোরাডো নদীর ছবিই ভেসে উঠে। তার কাছে ওয়াদি লাজাবতো নস্যি। কিন্তু আরব উপদ্বীপ, কেউবা বলেন পুরো মিডল ইস্টে এটাই সবচেয়ে বড় গিরিখাত। এটাই এ অঞ্চলের গ্র্যান্ড ক্যানিয়ন।
ওয়াদি লাজাব জিজান শহরের ১২০ কিমি উত্তরে অবস্থিত। এর একপাশে “কাহার” ও অপরপাশে “জাহওয়ান” পাহাড়দ্বয় অবিচলভাবে দাঁড়িয়ে আছে। দুই পাহাড়ের মাঝখানের ওয়াদি লাজাব প্রকৃতির এক বিষ্ময়। বিভিন্ন সবুজ গাছগাছালি, পাথরের মাঝ দিয়ে প্রবাহমান পানি, ছোট ছোট লেক, পানির কুলকুল শব্দ সবকিছু কেমন যেন আরবের চিরচেনা রুক্ষতার সাথে মেলে না।
আমরা নিশ্চিত ছিলাম না গাড়ী নিয়ে ঠিক কতদূর ভেতরে যাওয়া যাবে। ভেজা ও পাথুরে রাস্তাটি মোটেও ১০ ফিটের বেশী নয়। ১ টি গাড়ী কোনমতে ঢুকতে পারবে। আমাদের দু’পাশে আগ্নেয় শিলায় গঠিত পাহাড়ের দেয়াল উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও তা ৩০০-৮০০ মিটার পর্যন্ত উঁচু। কিছু কিছু জায়গায় পাথর চুইয়ে পানি বের হতে দেখলাম। অনেক ঠান্ডা ও নির্জন একটা পরিবেশ। আস্তে আস্তে রাস্তার প্রশস্ততা বড়তে লাগল। বিপরীত দিক থেকে একটি গাড়ী আসলে আমরা কোলাহলের অস্তিত্ব টের পেলাম। প্রায় ২/৩ কিমি পথ চলার পর অনেক প্রশস্ত এক জায়গায় পৌছে গেলাম। আরো গাড়ী সেখানে পার্ক করা ছিল। জায়গাটি চওড়ায় ১০০ ফিটের মতো হবে। গাড়ী হতে নামতেই ফারুক ভাই সহ জিজান ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষকদের সাথে সাক্ষাৎ ঘটল।
জায়গাটির পাশ দিয়ে পাথুরে একটি পানিধারা বয়ে গেছে। আশেপাশে আযম ভাইকে দেখলাম না। পানি প্রবাহের উৎসমুখের খোঁজে এগিয়ে যেতেই ছোট একটি ঝর্ণাধারা পেলাম। সাথে সাথে আযম ভাইও কোথা থেকে উপস্থিত। তিনি জানালেন ভেতর দিকে আরো বিষ্ময় আছে। আরেকটু এগিয়ে যেতেই আরো বড় একটি ঝর্ণা পেলাম, নীচেই ছোট একটি লেকের মতো তৈরি করেছে। অনেকেই আরো ভেতরে ট্রেকিং এ গেল। কিন্তু আজকের জন্য আমাদের তেমন প্রস্তুতি ছিল না। ভেতরে যে আরো অনেক বিষ্ময় ও সৌন্দর্য্য অপেক্ষা করছিল তা আরেকদিনের জন্য রেখে দিলাম। আযম ভাই ও আমি ঠিক করলাম খুব শীঘ্রই অনেককে সাথে নিয়ে ফ্যামিলি ছাড়া ঘুরে যাব। যতদূর ভেতরে সম্ভব ট্রেকিং করব।
আমদের গাড়ীতে দুপুরের সব খাবার ছিল। আমি ও আযম ভাই এসেই জিজান দলের খাবারে ভাগ বসিয়েছি। ওদিকে “ওয়াদি বেইশে” যারা মাছ ধরছিল তারা ক্ষুধায় অস্থির। আমরা ফিরতি পথ ধরলাম। সাথে ফারুক ভাইকে নিয়ে নিয়েছি, আমাদেরকে মাছ ধরার গোপন পদ্ধতি শেখাবেন।
পথে আমরা বরফ কিনে নিয়েছি। “ওয়াদি বেইশে” পৌছে সবার মুখে ক্লান্তির ছাপ দেখতে পেলাম। মাছ তেমন ধরতে পারেননি। প্রচন্ড রোদ ও ক্ষুধায় সবাই কাহিল। সাথে সাথে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হল। ওদিকে ফারুক ভাই পৌছেই মাছ ধরতে লেগে গেছেন। আমি বড়শি ফেলতেই ছিপে টান লাগল। ভাবলাম বড় মাছ উঠেছে নিশ্চয়ই। কিন্তু নাহ, কোন কিছুতে বড়শি আটকে তা ছিড়েই গেল। শুরুতেই ভেজাল!
এদিকে ফারুক ভাই বড় বড় মাছ ধরতে শুরু করেছেন। অনেকটা আমাদের দেশের গ্রাসকার্প মাছের মতোই দেখতে। বড়শি ঠিক করে পানিতে ফেলতেই আমার ছিপে মাছ ধরতে শুরু করল। আমি বড়শি ফেলেছি পাড়ের কাছে, তাই মাছের সাইজ ফারুক ভাইয়ের তুলনায় অনেক ছোট। কিন্তু আমার ছিপে নিয়মিত বিরতিতে মাছ ধরছে। ফারুক ভাই লেকের মাঝে বড়শি ফেলছেন ও কিছুটা সময় নিয়ে বড় মাছ পাচ্ছেন।
মজা পেয়ে গেলাম। আমার আশে পাশে অনেকেই মাছ ধরছে কিন্তু তাদের বড়শিতে মাছ নেই। ইসরাফিল ভাই একবার এদিকে আরেকবার ওদিকে বড়শি ফেলেন, মাছ আর ধরে না। সাইফুল ভাইও বিরক্ত হয়ে গেছেন। আযম ভাই চেষ্টা করেই যাচ্ছেন, মাছ উঠে না। লেকের কিনারে আযম ভাইয়ের মেজ মেয়ে হানিন বাবার দিকে তাকিয়ে আছে – কখন বাবা একটা মাছ ধরতে পারবে।
এদিকে আমার আজকে মাছের দিন। লেকে মাছ বোঝাই। কোন পরিশ্রম ছাড়াই আমার বড়শিতে মাছ ধরে যাচ্ছে। মনে হল বড়শি উঠানো দরকার, কোন মাছ হয়তো বড়শির পাশ দিয়ে যাচ্ছিল, মাছের পেটে বড়শি লেগে আটকে গেল। আবার আমি বড়শি ফেলে পাশে তাকিয়েছি, মাছ এমনি এমনি আটকে আছে। দেখতে দেখতে ৩০ টির বেশী মাছ ধরে ফেললাম। আযম ভাই প্রথম মাছটি ধরার সাথে সাথে হানিনের সেকি খুশী। আমার আশে পাশে অন্যান্য শিকারীরাও জড় হয়েছে, তারা আমার জায়গাতেই বড়শি ফেলতে চায়। আমি না করিনি। কিন্তু আলহামদুলিল্লাহ কোন কারনে মাছ আমার বড়শিতেই ধরা পড়ে। সাইফুল ভাই ও ইসরাফিল ভাই বিরক্ত হয়ে আবহার পথ ধরলেন।
আবুল হাসান ভাই একসাথে ২ টি মাছ ধরে ফেললেন। আমি মাছ ধরলেই সবাই তা গুনতে শুরু করেছে। সন্ধ্যা হয়ে আসছিল, ফিরতে হবে। শেষ পর্যন্ত মাত্র ২ ঘন্টায় ৪১টি মাছ ধরতে পেরেছিলাম। ২ টি মাছ ছিল বড়, বাকীগুলি মাঝারি ও ছোট সাইজের। আমার মাছ ধরা জীবনে এটাই সেরা দিন। আযম ভাই ৪ টি মাছ ধরেছিলেন। ফারুক ভাই ১০ টির মত বড় মাছ ধরেছিলেন। সবাই মিলে প্রায় ১০ কেজি মাছ ধরেছিলাম।
মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ছবি তোলার কথা ভাবিনি। রান্না করা মাছের ছবিটি সবার প্রত্যাশা মেটাবে আশা করি। মাছ ধরা শেষে ফারুক ভাইকে জিজান শহরে নামিয়ে দিলাম। কিন্তু ফারুক ভাই সাথে সাথেই ছাড়তে নারাজ। রাতের খাবার খেয়ে ফিরতে হল। বলাবাহুল্য রাতের খাবারে ওয়াদি বেইশের তাজা মাছ ছিল। স্বাদ অসাধারণ।
জিজান হতে রওনা দিয়ে রাত ১২টায় বাসায় ফিরলাম। শেষ হলো আমার জন্য মাছময় একটি দিনের। সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আবার সারাদিন মাছ মারব। মণখানেক মাছ নিয়ে বাসায় ফিরব।
(শীঘ্রই আবারো ট্রেকিং এবং মাছ ধরতে যাব। তখন এই লেখা আবারো চলবে)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ!! মাছ তো দেখি পুরাই দেশি স্টাইলে ভুনা করতেছেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
মধুমিতা বলেছেন:
তা আবার বলতে হবে?
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
জসিম বলেছেন: ডায়েরি তো অনেক পৃষ্টা লেখা হয়ে গেছে. আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো.
ভাল লাগলো ভ্রমণ.
ধন্যবাদ.
শুভকামনা.
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
মধুমিতা বলেছেন: সম্পূর্ণ ডায়েরি অনেক পর্বের হলেও তা খণ্ড খন্ড বিভাগে ভাগ করা। স্বয়ংসম্পূর্ণ পর্বও আছে। যেখান থেকেই শুরু করেন না কেন, বুঝতে সমস্যা হবে না।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক বেশি অপেক্ষা না কারনো জন্য ধন্যবাদ
এরাবিয়ান গ্রান্ড ক্যানিয়ন আর গ্রান্ড মৎস শিকারীর মাৎস ধরার আনন্দে- মাছের দাওয়াত না পলেও খুশি...
প্রকৃতির সন্তান বলেই কি আমরা প্রকৃতিতে গেলে এত আনন্দ পাই? হয়তো।
++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মধুমিতা বলেছেন: ভার্চুয়াল দাওয়াত নিয়ে নেন। প্রকৃতিতেই সুখ, প্রকৃতিতেই আনন্দ।
ভালো থাকবেন।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আবু শাকিল বলেছেন: পোষ্ট পড়েই বোঝা যাচ্ছে।দারুন মজা করেছেন।
আমরাও পোষ্ট উপভোগ করলাম ।
ধন্যবাদ ভাইয়া।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
মধুমিতা বলেছেন: দারূণ মজা হয়েছিল। সবাই আবার যেতে চাচ্ছে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ । মাছ ধরা বিষয়টা আসলেই অনেক মজার । ভাল লাগছে ভ্রমণ আবিষ্কার ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
মধুমিতা বলেছেন: মাছ ধরাটা নেশার মত। মাছ উঠতে থাকলেতো কথাই নেই। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
ফেরদৌসা রুহী বলেছেন: মাছ ধরার বর্ণনা দিয়েছেন খুব ভাল।
মাছ রান্নার রঙ দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
মধুমিতা বলেছেন: হা হা হা ... ঘ্রাণটাও নিশ্চয়ই পেয়ে গেছেন।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মাছ ভূনাটা মনে হয় বেশ সুস্বাদু হইছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
মধুমিতা বলেছেন: ব্যাপক স্বাদ হইয়েছিল। ঘ্রাণটাও ছিল জব্বর।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: দারুন পোস্ট।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
বনমহুয়া বলেছেন: তাজা মাছময় পোস্ট। দারুন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
মধুমিতা বলেছেন: হুম। খেতে ও গন্ধে দারূণ ছিল।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
মোঃমোজাম হক বলেছেন: অনেকদিন পর ঢু মেরেই আপনার লেখা পড়লাম।আর মনে পড়ে গেল দেশ থেকে ঝাকি জাল এনেও মাছ ধরেছি।
যদিও জাল দিয়ে মাছ ধরা এদেশে নিষেধ।তবে লাইসেন্স করে ধরা যায়। তখন সিঙ্গেল ছিলাম তাই আইন অমান্য করতে পেড়েছিলাম।
এখন অবশ্য অনেকেই বড়শী দিয়ে মাছ শিকার করে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
মধুমিতা বলেছেন: দেশ থেকে ফিরেছেন তাহলে?
মাছ ধরা নেশার মত। আমাদের এখানে অনেকেরই নিজস্ব জাল আছে। সমুদ্রে গিয়ে বড় চিংড়ি মাছও ধরে। তবে ওয়াদি বেইশে পাথর থাকায় কেউ জাল ব্যবহার করতে পারেনি।
সামনে আরেকটি বড়শি অভিযান হবে।
ভালো থাকবেন।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
ইমরান আশফাক বলেছেন: অপেক্ষায় থাকলাম পরবর্তী মাছ শিকারের ছবির জন্যে। ভাল কথা, আপনার কোন পর্বই আমি মিস করি না কারন আপনাকে অনুসরন করছি অনেক আগে থেকেই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
মধুমিতা বলেছেন: অনেক অনেক ভালোলাগা। আবারো শীঘ্রই মাছ ধরতে যাব।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য। এই প্রথম আপনার ব্লগ পড়লাম এবং পরের পর্বের জন্য প্রতীক্ষাও শুরু করে দিলাম। অনেক শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
গ্রিন জোন বলেছেন: নতুন কিছু জানা গেল.........