![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
নীরা, আমি ভালো নেই
নীরা, তুমি কেমন আছ?
তোমার মনে আছে?
আমরা গিয়েছিলাম কপোতাক্ষ তীরে
তুমি বিষণ্ণ ছিলে
শীর্ণ, ক্ষীণ নদের ভীড়ে।
তুমি চেয়েছিলে সবুজ মেঠোপথে
শিশিরে জড়াবে আলতায় রাঙ্গানো
দুটি পা,
জ্যোৎস্না রাতে শুনবে ঝিঁ ঝিঁ ডাক
হাওড়ে হাওড়ে খুঁজে বেড়াবে পরিযায়ী পাখির ঝাঁক
এবং নিঃস্তব্ধ নীরবতা।
তুমি চেয়েছিলে তোমাকে নিয়ে একটি
কবিতা লিখতে হবে
শব্দের বুননে থাকবে তোমার
হাসির ধ্বনি
অবাক চাহনি
কিংবা কাঁচের চুড়ির রিনিঝিনি।
হয়ে উঠেনি অনেক কিছুই
কবিতার কয়েকছত্রও লেখা হয়ে উঠেনি-
নীল আকাশে তাকিয়ে থাকি
মেঘদূতেরা উড়ে বেড়ায়
তুমি নেই,
নীরা, আমি ভালো নেই।।
শামাসান, আবহা
23/10/2013
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নীরা নামটি বেশ সুন্দর
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
মধুমিতা বলেছেন: হ্যাঁ, ধন্যবাদ। সুনীল লিখেছিলেন।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুনীলের কথা মনে করিয়ে দিলেন। সুন্দর।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
মহিদুল বেস্ট বলেছেন: ভাল নেই...
ভাল লেগেছে! এর পর থেকে ভাল থাকুক নীরা
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
মধুমিতা বলেছেন: ধন্যবাদ। নীরারা ভালো থাকেনা।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
মধুমিতা বলেছেন: ধন্যবাদ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ!! আপনি কবিতাও লিখেন!! দারুন তো।
ভালো লাগলো। নিয়মিত ছিলাম না দেখে আপনার ব্লগে আসা হয় নাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
মাহবু১৫৪ বলেছেন: এটা কি কবিতা?