নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন নতুন কিছু শেখার এবং দেখার, ভ্রমণ করতে পছন্দ করি।

নূর সজিব

আমি নূর। বিভিন্ন দেশের ভাষা ও সস্কৃতিকে জানার অদম্য স্পৃহা এবং ভ্রমনপ্রেমী। লেখার প্রতি আগ্রহ আছে কিন্তু তেমন লিখতে জানি না শেখার স্পৃহা থেকেই সামুতে আগমণ।

নূর সজিব › বিস্তারিত পোস্টঃ

এই বর্বরতার শেষ কোথায়? মেধাবী শব্দটা স্রেফ একটা অভিসম্পাত হিসেবে আখ্যা পেল!

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৪



এই বর্বরতার শেষ কোথায়? মেধাবী শব্দটা স্রেফ একটা গা*লি হিসেবে আখ্যা পেল! "তুই মেধাবী"
কথায় আছে, শিক্ষার্থীদের কমল হৃদয় তারা অপরাধের কাছে মাথা নত করে না। সেই মেধাবী শিক্ষার্থীরা যে ধ্বংসলীলায় মেতে উঠেছে এর শেষ কোথায়? যুগের শ্রেষ্ঠ বিদ্যাপিট ঢাবি ও জাবির শিক্ষার্থীদের এহেন কর্মকাণ্ডে বিস্মিত দেশবাসী। যাদের হাতে আগামীর বাংলাদেশ তাদের হাতে লাঠি মানুষকে সাপের মত পিটুনি দেয়! এর থেকে লজ্জা আর কি হতে পারে? আবরার হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির রায় ও যাবত জীবন কারাদণ্ড কি শিক্ষার্থীদের কিছু শেখাতে পারেনি?

"স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাস আর পেলাম কই মেধাবীরা স্বাধীনতার উপর দিচ্ছে মই"
৫২, ৭০,৭১, ২৪ এ সূচনার কেন্দ্র থেকেই ২৪ স্বাধীনতার কবর রচিত হচ্ছে। আমরা অবাক এবং একই সাথে নির্বাক দর্শক-শ্রোতা!

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই পুরোনো বর্বরোচিত কায়দায় নির্যাতন গণপিটুনির মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায় এড়াতে পারে না। তারা কেসো চুপচাপ?

News এ দেখলাম, তোফাজ্জলের ভাবী বললেন, একটি নম্বর থেকে ফোনে বলা হয়, ‘আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নম্বরে ২ লাখ টাকা পাঠান। তা না হলে আমরা ওরে মেরে ফেলব’।” [এটা মেধাবীদের নমুনা, ওদের এতই টাকার দরকার!]

ভার্সিটি কালচারাল আমরা সবাই জানি বই ও লেকচারের জ্ঞান মস্তিষ্কে সাময়িক উদ্দীপনা জাগায় কিন্তু পরিবশটা ভয়ংকর, হোক সে ছেলে কিংবা মেয়ে বর্বর তৈরির কারখানা বিশ্বদ্যালয় মানেন আর না মানেন, বিশ্ববিদ্যালয়ে পর চাকরি পরবর্তি জীবন কেউ সাধু কেউ ঘুষখোর এটা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত হওয়ার পরেই।

আজকে TV News দেখার সময় আব্বুকে বললাম, ডাকাত আক্রমণ করলে টাকা নিয়ে ছেড়ে দিবে, সন্ত্রাস ধরলে মারবে আর ঢাবি বা এসব মেধাবীরা আক্রমণ করলে মে*রে দিবে ওদের দয়ামায়া নাই! কারণ ওদের সংসার নাই দায়িত্ব নাই, মানুষকে বুঝতে পারার মনুষ্যত্বের বিকাশ হয় নাই।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেই কি দেশটা তাদের হাতে মুড়ির মোয়া যত খুশি যা খুশি করবে?
২৪ শের মেধাবীদের জন্য;
কেউ হারাচ্ছে সন্তান,
কেউ হারাচ্ছে ভাই,
কেউ হারাচ্ছে আত্মীয়,
কেউ হারাচ্ছে স্বামী!
কেউ হারাচ্ছে বাবা!
কেউবা বড় ভাই বন্ধু!
দায় কে নিবে, শামীম আর তোফাজ্জেলের রক্তের দাগে মানচিত্রে তথা বাংলার আকাশ বাতাস লাল। জাতিস্বত্বার বুকে ছুরিকাঘাত! লাল-সবুজের পতাকায় ক্রমশ লাল বৃদ্ধি পাচ্ছে সবুজ রঙের ছোঁয়া বিলিন হতে চলছে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৪

প্রহররাজা বলেছেন: এখন কিছু বলা যাবে না, বললেই গর্ত থেকে শিৎকার আসবে " ১৫ বছর কই ছিলেন"

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৫

নূর সজিব বলেছেন: গর্তের কুনুব্যাঙ পৃথিবীতে নতুন, বড় একটা জায়গা পাইছে কত কিছুর হিসাব চাইবে!

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

এক্সম্যান বলেছেন: যা হচ্ছে তা আগেও হয়েছিল কিন্তু বিচার হয় নাই, বা বিচারের নামে বিরোধীদের শায়েস্তা করা হয়েছে। বর্তমান সরকার যদি সঠিক বিচার করতে পারে তাহলেই আমি খুশি। আমি ১০০% সিউর আইনের শাষন চালু করতে পারলে অপরাধ এমনিতেই কমে যাবে। যারা মব জাস্টিসের নামে হত্যা করতেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবেই।


তবে আফসোসলীগের এগুলো নিয়ে বলার অধিকার নাই, কারন তাদের সময় ঘটা ঘটনা নিয়ে তারা চুপ ছিল।

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

নূর সজিব বলেছেন: যে সরকার হয় সেই দমাতে চায় সাধারণের কথা শোনার সরকার কই? দোষীদের শাস্তি চাই। ইউনুসের উপদেষ্টা পরিষদের ক্ষমতা A Big Zero. এতো হত্যা জ্বালাপোড়া কমে না কেন। নতুন বাংলাদেশ আরো অপরাধ প্রবণ, পার্থক্য নাই।

আফসোস লীগের সবাই কিন্তু দোষী না দলের সকল কাজে অন্ধভক্ত সবাই না, ট্যাগ দিলেই হবে না। আওয়ামীলীগের সু-বুদ্ধিসম্পূর্ণ লোকেরা কোঠা আন্দোলনের পক্ষে ছিলো। ১ দফার পক্ষে নয়। যেকোনো মহল্লার সরকার বংশের লোক খারাপ, সবাই কিন্তু খারাপ না, ৫ জনের জন্য নিরীহ ১০ জনকে মারা সমীচীন নহে

সবাই কি ছাত্র ছিলো? AK47 বা Beryl M762 Assault Rifle (৭.৬২mm) এর সাপ্লায়ার কারা সুশীলগণ বের করে না কেন!
এখন বিম্পি দাবী করছে সবাই ছাত্র না বিম্পির লোক It was just a banner of ছাত্র।
তারেক জিয়ার চাটা তারেকের বক্তব্য শুনেন নাই প্লাণ কিভাবে এক্সিকিউট করছে মোহাম্মদপুর, লিংক রোড, যাত্রাবাড়ীর সংঘর্ষে, কুষ্টিয়ার থানা পোড়া যুবদল নেতার ভাষণ এখন কেন সবাই চুপ থাকছে। এতগুলো সব অপরাধের মধ্যে পড়ে দোষী উভয় দলের লোক। বাট এক পক্ষ না

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: যে সরকার হয় সেই দমাতে চায় সাধারণের কথা শোনার সরকার কই? দোষীদের শাস্তি চাই। ইউনুসের উপদেষ্টা পরিষদের ক্ষমতা A Big Zero. এতো হত্যা জ্বালাপোড়া কমে না কেন। নতুন বাংলাদেশ আরো অপরাধ প্রবণ, পার্থক্য নাই।

আফসোস লীগের সবাই কিন্তু দোষী না দলের সকল কাজে অন্ধভক্ত সবাই না, ট্যাগ দিলেই হবে না। আওয়ামীলীগের সু-বুদ্ধিসম্পূর্ণ লোকেরা কোঠা আন্দোলনের পক্ষে ছিলো। ১ দফার পক্ষে নয়। যেকোনো মহল্লার সরকার বংশের লোক খারাপ, সবাই কিন্তু খারাপ না, ৫ জনের জন্য নিরীহ ১০ জনকে মারা সমীচীন নহে

সবাই কি ছাত্র ছিলো? AK47 বা Beryl M762 Assault Rifle (৭.৬২mm) এর সাপ্লায়ার কারা সুশীলগণ বের করে না কেন!
এখন বিম্পি দাবী করছে সবাই ছাত্র না বিম্পির লোক It was just a banner of ছাত্র।
তারেক জিয়ার চাটা তারেকের বক্তব্য শুনেন নাই প্লাণ কিভাবে এক্সিকিউট করছে মোহাম্মদপুর, লিংক রোড, যাত্রাবাড়ীর সংঘর্ষে, কুষ্টিয়ার থানা পোড়া যুবদল নেতার ভাষণ এখন কেন সবাই চুপ থাকছে। এতগুলো সব অপরাধের মধ্যে পড়ে দোষী উভয় দলের লোক। বাট এক পক্ষ না


ভাইটি এত অধর্য হলে হপে? ইউনুসের উপদেষ্টা পরিষদের হাতে আলাদিনের চ্যারাগ নেই যে সাথে সাথেই সবকিছু ঠিক করে দেবে। যারা ক্ষমতায় ছিল তারা শান্তিতে থাকতে দেবে এটা চিন্তা করাও ভুল। সুতরাং সবকিছুর ইনস্ট্যান্ট সমাধান দাবী না করে সকলের উচিৎ যার যার অবস্থান থেকে সহযোগীতা করা এবং সময় দেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.