নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আপনি কোন এলাকার মানুষ ? খাবার দিয়ে বুঝিয়ে দিন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭



‘হায় রে মজার তিলের খাজা খেয়ে দেখলি না মন কেমন মজা;
লালন কয়, বেজাতের রাজা হয়ে রইলাম এ ভুবনে...।




আমাদের বিখ্যাত কুলফি মালাইয়ের স্বাদ সব জায়গার থেকে ভিন্ন। যে স্বাদ পূরণ করেছে স্বয়ং রবি ঠাকুরের রসনার বাসনা।
সেই তিলের খাজাও নাই , কুলফিও নাই।
কুলফি খাওয়ার জন্য টাকা জমানো হয় না আর।

আমি কোন জেলার মানুষ এতক্ষনে বুঝে গেছেন নিশ্চয়ই। এইবার জানি আপনার টা।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

রানার ব্লগ বলেছেন: চিতই পিঠা, রুটি পিঠা, হাসের মাংশ, নারিকেলের ঝাল ঝোল৷।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছবি দেন। খাই। আজ আবহাওয়া ভালো।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

সমূদ্র সফেন বলেছেন: আমিও কুস্টিয়া ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কুষ্টিয়া কোথায় ? শহরে ?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

কামাল১৮ বলেছেন: আমি যশোর।আমার একজন দেশি আছে কবিতা ও গল্প লেখে ইদানিং কম দেখছি।আমার প্রিয় খেজুরের রশের পায়েশ এবং নলেন গুড়।ডায়াবেটিকসের কারণে দুটিই বাদ।

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি কি ইসিয়াকের কথা বলছেন ?

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২০

শায়মা বলেছেন: .......... কই (মাছ)
........... গুড়/ পাটালী
............ স্টিচ শাড়ি ( খাওয়া যায় না)
............ বড়ি
......... ঝাল খাসীর মাংস
........ কোল ( কচুঘন্ট)
হ্যালা ( হা হা মনে হয় হালুয়া থেকে এই নাম এসেছে)
....... রুটি
ডিম আমড়ার খাট্টা বলেই দিলাম
রসের ক্ষীর
সরুই পিঠা



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.