নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

থাকি স্রষ্টার কাছাকাছি।

১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

মাঝে মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি !
ভুলে যাই কি আমি চাই,
ভুলে যাই কারো কেউই নেই !
শুধু মনে হয় আমার কেউই নেই ।
পুরো পৃথিবী যেন আমার বিপরীতে
আমি বনাম পুরো পৃথিবী ।
আর তখনি বেশি অনুভব করি ,স্রষ্টাই আমার একমাত্র সঙ্গী।
জীবনে -মরনে ,বিপদে-আপদে ,
মানে-অপমানে সব অবস্থায়
প্রচন্ড শক্তির উৎপত্তি করে চলেছে একক ভাবে তিনি।
তাই ভালো মানুষদের বদদুয়ায়ও আলহামদুলিললাহ আর ভয় পাই না।
স্বীকার করছি !
জীবনে আমার পাওয়াটাই বেশি আর যতটুকু না পাওয়া,
তা আমার না পাওয়ার কারন আমার স্রষ্টা ,
তাই আমার ক্ষতচিহ্নগুলোও বেশিদিন থাকেনা।
আলহামদুলিললাহ।

সা।হ।
18/10/18

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৮

আজব লিংকন বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ। হয়তো প্রতিটা মানুষের কোনো না কোনো সময় একা ফিল করে। তখন যারা উপলব্ধি করে যে ঈশ্বরই তার একমাত্র আপন। তারা কখনো হেরে যায় না। সত্যিই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

২০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:২৩

সামরিন হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপ্রভাত।

২| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্ ♥

২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৫

সামরিন হক বলেছেন: আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খইরন।

শুভেচ্ছা।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু মনে হয় আমার কেউই নেই ।
.................................................................
মন যখন অবসাদে আক্রান্ত হয়,
তখন অনেক ভাবনা এসে নিজকে বিভ্রান্ত করে ।
তাই ঐ সময় প্রিয় কোন গান শুনি বা
একশন মুভি দেখতে থাকি ব্যাস,
আমি আবার প্রানবন্ত হয়ে যাই ।
...................................................................

২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৪

সামরিন হক বলেছেন: কার গান আপনার প্রিয় শুনি ?

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গত রাতে শুনেছি
সতীনাথ মুখোপদ্যায়ের ।

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৯

সামরিন হক বলেছেন: অনেক পুরনো দিনের গায়ক ! নজরল সংগীত গাইতেন।?

৫| ৩০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: Click This Link
এই লিংক দেখুন আর হারায়ে যান অজানা দেশে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.