নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি-নেট থেকে নেয়া
দেখেছো বন্ধু ,এই শহরের দেয়াল জুড়ে,
শত হাজার কবিতা ছাপানো হয়েছে আজ,
যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে মুহূর্তেই,
দেখ বুকের ক্ষতগুলো দেয়াল বেয়ে কেমন ঝড়ছে!
দেখেছো তুমি শহরের রাজপথগুলো?
তাজা তরুণ , বৃদ্ধ,শিশুদের রক্ত দিয়ে সেজে উঠে ছিলো সে জুলাই।
বাতাসে বারুদ ,রাবার বুলেট, টিয়ার শেলের মোহিতে
ওঁরাও লুটিয়ে পরে চির নিদ্রায় চলে গেছে।
কিন্তু আমি ,এখনো বেঁচে আছি সাক্ষী হয়ে,
একটি বিপ্লবের।
তুমি জানো বন্ধু ,অশ্রাব্য কাহনে শহরের কানগুলো
পঁচে গিয়েছিল একেবারে।
কিন্তু এখন ,এই শহর শুধু প্রাণের কথাই বোঝে
আর মানুষের প্রাণ সে তো মনুষ্যত্বের সাথেই চলে।
পশুর থাবায় না বিংশ শতাব্দীর ৫২,৭১ থেমেছিল
না একবিংশ শতাব্দির ২৪ থামবে।
এত কিছুর পরেও তুমি দেখবে একদল লোক
তাচ্ছিল্যের আশ্রয়ে নিজেদের বিষিয়ে তুলছে।
এসো বন্ধু, দেখো তোমার চোখ বেঁধে দেই তুমিও স্পষ্ট দেখবে।
দেখবে তুমি দেখলেই এ শহর ,ও শহর ,সারা দেশ ,সারা বিশ্ব দেখবে।
প্রিয় বন্ধু ,তুমি চিনে রাখো সাঈদকে
বুক পেতে ছেলেটি বলেছিল অধিকারে বাঁচতে চাই।
তুমি মুগ্ধকেও ভুলে যেও না।
পানি লাগবে পানি বলে যাচ্ছিলো শেষ অবধি ছেলেটি ।
এ রকম আরো শত শত শহীদের গল্পে আজ দেয়াল
সগৌরব।
তোমাকে আশ্চর্য করবো চলো আরো একটু সামনে,
ছেলেটির নাম সামির বয়স ১১ বছর ,
এক চোখের ভেতর দিয়ে গুলি ভেদ করে দেয়াল ছুঁয়ে গেছে গুলি
আর রিয়া গোপ তো ছাদে উঠেছিল খেলতে
মাত্র সাড়ে ৬ বছর বয়স তার
তাঁকেও প্রাণ দিতে হলো।
তুমি কখনও শুনেছো একটি জনবহুল শহরে
হেলিকল্পটর দিয়ে সাউন্ড গ্রেনেড,
আর গুলি ছোঁড়ার কথা ?
আমরা দেখেছি ,আমরা মরেছি, আমরা আর ছাড় দেবো না।
তাদের আমরা কখনই ক্ষমা করবো না।
সাথে দেশপ্রেমী বলে বলে যারা দেশকেই দেখেনি তাদের আমরা সাথে রাখিনি ,রাখবও না।
তাই বলছি,বন্ধু চলো পথে নামি ,প্রশ্ন রাখি,
আগামীর কোমড়ে কেন বাঁধবে কেউ দড়ি ?
বন্ধু সময় এখনি এসো একত্রে দেশ গড়ি।
তুমি আমি।
সা।হ।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৪
সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা।
২| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার প্রোপিক এমনিই লাল। এটা হবে? না চ্যাঞ্জ করব?
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৬
সামরিন হক বলেছেন: আপনার ইচ্ছা।
৩| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৮
মিথমেকার বলেছেন: অত্যন্ত সুন্দর হয়েছে কবিতাটি!
প্রত্যেক কবির বুকে ২৪ আসুক নেমে!
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫০
সামরিন হক বলেছেন: আপনাকে যে কি বলি ! সাবধানে থাকবেন।
শুভেচ্ছা ।
৪| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮
সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পাঠ করার জন্যে।
শুভেচ্ছা রইলো।
৫| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৭
মিথমেকার বলেছেন: লেখক বলেছেন: আপনাকে যে কি বলি ! সাবধানে থাকবেন।
শুভেচ্ছা ।
কবি!!!
সকল কবির ভাগ্যে কারাবরণ থাকে না। সকল কবি অমর হতে পারে না। সকল কবি বিদ্রোহী নজরুল হাতে পরে না।
একটাইতো জীবন সর্বোচ্চ মেরে ফেলবে! কিন্তু আমি নিশ্চিত হব; আমার কবিতার আঘাতে স্বৈরাচারীর মসনদ কাঁপে! এর থেকে বড় তৃপ্তির আর কী হতে পারে?
তখন না হয় সঙ্খচিল, শালিকের বেশে উড়ে বেড়াব। এই বাংলার মুক্ত আকাশে। এতেই আমি অমরত্বের সুখ পাবো!
আপনিও সাবধানে থাকবেন কবি। নিজের খেয়াল রাখবেন।
৬| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
মায়াস্পর্শ বলেছেন: লেখা চলুক , হোক প্রতিবাদ ।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৮
সামরিন হক বলেছেন: হোক।
শুভেচ্ছা ।
৭| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৪
জটিল ভাই বলেছেন:
এসো হাতে রাখি হাত,
সব আঁধার কেটে যাক!
৩১ শে জুলাই, ২০২৪ রাত ২:০০
সামরিন হক বলেছেন: কেটে যাক সব আধাঁর।
৮| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে। সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
৩১ শে জুলাই, ২০২৪ রাত ২:০১
সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।
৯| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৯
আরোগ্য বলেছেন: প্রতিবাদী লিখনি। চলুক প্রতিবাদ সদর্পে।
৩১ শে জুলাই, ২০২৪ রাত ২:০২
সামরিন হক বলেছেন: প্রতিবাদ হোক ।
শুভেচ্ছা আপনাকে।
১০| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৬
ধুলো মেঘ বলেছেন: খুনি যখন শোক পালন করে
সে শোকে থাকেনা কোন দীর্ঘশ্বাস - কোন বুক চাপা কান্না
চোখ থেকে ঝরেনা কোন হৃদয় ভাঙ্গা অশ্রু স্রোতের নদী,
থাকে কেবল লোক দেখানো হাউমাউ আর অসহ্য বিরক্তিকর কমেডী শো
ডাস্টবিনে ফেলো সে লোকদেখানো সার্কাস
প্রত্যাখান করো শোক পালনের আহবান
রক্তে লেগেছে যে আগুন,
তাকে পরিণত করো দাবানলে
স্রোতের মত ছড়িয়ে দাও রক্ত থেকে রক্তে
সে রক্তে আবক্ষ স্নান করে পরিশুদ্ধ হয়ে দাড়াও
আবার দাড়াও - জেগে ওঠো ধ্বংসস্তুপের মধ্য থেকে শ্বেত শুভ্র ডানা মেলে
চিৎকারে প্রকম্পিত করে চারদিক - জানাও তোমার নতুন জন্ম
১১| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় একদিন সব কি ফিরিয়ে দেবে ? সুন্দর কবিতায় +++
৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫২
সামরিন হক বলেছেন: প্রধান মন্ত্রীর জীবনী কিন্তু এক্ষেত্রে দৃষ্টান্ত হতে পারে। সব হারিয়েও সব পেয়েছিল কিন্তু কর্ম দোষে আবার সব হারাবার পথে সে।
১২| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে। সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ( আমারও একই অভিমত।
যতবার শিশুগুলোর মৃত্যুর দৃশ্য কল্পনা করি, শিউরে উঠতে হয়। নিজ ঘরে, নিজ চারদেয়ালের মাঝেও কত অসহায় এই জীবন।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৮
সামরিন হক বলেছেন: এত নিষ্ঠুর যারা ওরা মানুষ কি করে হয় ???!
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
করুণাধারা বলেছেন: অনেক রক্ত আর অনেক অশ্রু দিয়ে আমাদের বিজয় এসেছে! আরো কত তরুণের গল্প শোনানো বাকি আছে! সামরিন কোথায়?
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৪
সামরিন হক বলেছেন: আছি বেঁচে।
আপনি কেমন আছেন ?
পারিবারিক জটিলতায় ব্যস্ত অনেক আমি ।
ধন্যবাদ অনেক আমাকে স্মরণ করার জন্যে@করুণাধারা
ভালো লাগলো লগ ইন করে আপনার মন্তব্য পড়ে।
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিক।
শুভেচ্ছা।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনটা সামনে চলুক আনন্দ, কবিতা আর গানে গানে ।
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৬
সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৭
প্রামানিক বলেছেন: সুন্দর প্রতিবাদী কবিতা