নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০৪
সামরিন হক বলেছেন: আছে তো। এই যে এই শিক্ষার্থীবৃন্দের এই স্পষ্ট বিবৃতিগুলো এক একটি ঝন্ ঝন্ বাজছে মনে। চঞ্চলতা অনুভূত হচ্ছে । তা-ই তো প্রকাশ করলাম।
ঝঙ্কার লিখে।
বড় করে গদ্য লিখে চক্ষুশূল হতে চাই না।
শুভেচ্ছা আপনাকে।
২| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১৮
মেঠোপথ২৩ বলেছেন: বাচ্চাগুলো যে বন্দুকের মুখে দাঁড়িয়ে আন্দোলন প্রত্যাহার করেছে , তাতেতো সন্দেহ নাই। তবে মানবতা জাগ্রত হোক সবার মাঝে। মুক্তিযুদ্ধে শুধু বাচ্চারা যায়নি , এই দেশের সব মানুষ জোট বেধে মুক্তিযুদ্ধে অনগশগ্রহন করেছে বলেই দেশটা আজ স্বাধীন। এই দেশ স্বৈরাচারমুক্ত করার দায় শুধু বাচ্চাদের নয় , এ দ্বায়িত্ব আমাদের সবার।
৩| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি চাই শিবিরের সন্ত্রাসী দের পাশাপাশি ওবাইদুল কাদের সহ যারা ছাত্রলীগ কে উস্কে ও প্রশ্রয় দিসে ও যারা লীগের হয়েও আগুন সন্ত্রাসে জড়িত তাদের সবাইকে দল থেকে কানে ধরে বের করে দেয়া হোক।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:০৩
সামরিন হক বলেছেন: ওবাইদুল কাদেরের মত বলতে হচ্ছে শিবিরের প্রেতাত্মারা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উপর ভর করেছে !
৪| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:১৩
ধুলো মেঘ বলেছেন: ছাত্ররা প্রত্যাহার করছে। সরকার কি ভেবে নিয়েছে যে এই আন্দোলনে সমন্বয়কেরাই সব। এই আন্দোলন আর কোটা আন্দোলনে সীমাবদ্ধ আছে? কোটাওয়ালারা কোটা পেয়ে গেছে, কিন্তু এই আন্দোলনে যে এখন লোটা আর কম্বলের দাবিও জুড়ে গেছে, তার কি হবে? সেই আন্দোলনের নেতাদের কি খুঁজে পাওয়া গেছে? তাদেরকে কি ডিবি হেফাজতে নেয়ার কোন ব্যবস্থা হয়েছে? সরকার জানে ভবিষ্যৎ আন্দোলন কাদের হাত ধরে শুরু হবে?
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:২৭
সামরিন হক বলেছেন: সরকার যদি এত চালাক হতো তাহলে তো হয়েই যেত। তারা জানে শুধু সন্ত্রাস করতে।
আগে মনে হয় এমনটা ছিলো না তারা। ক্ষমতার লোভ পেয়ে বসেছে।
৫| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এখন কান্নাকাটি করে লাভ নেই। আপনাদের পরাজয় অলরেডি হয়ে গেছে।
এগুলো কিসের আন্দোলনের কথা বলছেন, কিসের জন্য আন্দোলন স্বপ্ন এখনো দেখে যাচ্ছেন? যেখানে কোতা দাবী সব মিটে গেছে।
আর আন্দোলন প্রত্যাহার না করলেও লাভ হবে না। কারন আপনারা পরাজিত হয়েছেন।
২০১৪-১৫ তে বিএনপি জামাতের বিরতিহীন লাগাতার অবরোধ বিফলে গেলে নেতারা বাসায় ফিরে যায়। কিন্তু বিরতিহীন লাগাতার অবরোধ অফিসিয়ালী এখনো প্রত্যাহার করেনি। এটাও সেরকমই হবে।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫৫
সামরিন হক বলেছেন: আপনি কি ভবিষ্যৎ নির্ধারণকারী নাকি যে যা বলবেন তাই হবে!!!
জ্বরের ঘোরে আছেন মনে হচ্ছে।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৫১
ধুলো মেঘ বলেছেন: আমরা পরাজিত হয়েছি? এত সহজে? হাসান সাহেব, বেড়াল দেখেছেন, কিন্তু বেড়ালের ল্যাঞ্জা দেখেননি।
২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:০০
সামরিন হক বলেছেন:
৭| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৪
নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
এখন কান্নাকাটি করে লাভ নেই। আপনাদের পরাজয় অলরেডি হয়ে গেছে।
এগুলো কিসের আন্দোলনের কথা বলছেন, কিসের জন্য আন্দোলন স্বপ্ন এখনো দেখে যাচ্ছেন? যেখানে কোতা দাবী সব মিটে গেছে।
হাকা ভাই আপনি, আয়ামীলীগ এবং শেখ হাসিনা জয়ী হয়েছে, পুরুস্কার হিসেবে তার সংগ্রহে আছে ২০০ এর বেশি প্রান।
৮| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৫
প্রহররাজা বলেছেন: এটা ১৯৫২ সাল না, ২০২৪ সাল। রাস্তায় বিপ্লব করে কিছু হবে না। চিন ভারতের প্রভাবে আরব বসন্তের মতো আমেরিকার চাপ কিংবা ইউনুসের লবিং এখানে কোন কাজে আসেনি। একমাত্র ভরসা ছিলো লন্ডন থেকে হুন্ডি করে আসা টাকা, কারফিউ এর জন্য সেটাও ঠিকমতো বন্টন হতে পারলো না।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৮
সামরিন হক বলেছেন: আমার মনে হচ্ছে আপনি ধারণা করে এসব বলছেন। সত্যতা যাচাই ছাড়া। অথচ যে সত্য স্পষ্ট তা মানতে চাইছেন না।
শুভেচ্ছা আপনাকে।
৯| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৬
প্রহররাজা বলেছেন: কম্পিউটারে যে কেউ এটা কম্পোজ করতে পারে।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৭
সামরিন হক বলেছেন: সবাই তো আর চোর না!
১০| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫১
বাউন্ডেলে বলেছেন: একটি ভুল ও আক্রোশ মুলক ইস্যুতে এতোগুলো মানুষ কেন ? একজন মানুষের মৃত্যুও কাম্য নয়। কিন্তু জামাত-বিএনপির মাষ্টার মাইন্ডরা তা করতে পেরেছে। দেশের সবচেয়ে সফল সরকারের গায়ে একটি কলন্ক লাগাতে পেরেছে।
ছাত্রদের চমৎকার ভাবে ব্রেন-ওয়াশ করে মাঠে নামাতে পেরেছে। কার সাথে কত টাকায় রফা হয়েছে জামাত-বিএনপির সাথে - একদিন বের হবে । তারা ভাড়াটে খুনি, ধর্মান্ধ কিছু ট্রান্স রাজাকার ও বালক-বালিকাদের ঢাল হিসেবে ব্যবহার করে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছে - আর দেশের সচেতন মানুষ তামশা দেখতে থাকবে ? েএমনটা ভাবার কোন কারন নাই।
আদালতের রায়ের অপেক্ষা না করে “কমপ্লিট শাটডাউন” ডাকা হয়েছিলো কার স্বার্থে ?
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৯
সামরিন হক বলেছেন: মগজকে এত চাপ দিবেন না।
শুভেচ্ছা রইলো।
১১| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২১
জটিল ভাই বলেছেন:
এর শেষ কি হবে? নাকি.......
৩১ শে জুলাই, ২০২৪ রাত ২:১০
সামরিন হক বলেছেন: সব অন্যায় শেষ হোক এই প্রার্থনা।
১২| ০১ লা আগস্ট, ২০২৪ ভোর ৫:০২
প্রহররাজা বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হচ্ছে আপনি ধারণা করে এসব বলছেন। সত্যতা যাচাই ছাড়া। অথচ যে সত্য স্পষ্ট তা মানতে চাইছেন না।[/su
সত্য টা কি, নিজে জানেন? ফেসবুক রিল দেখে উস্কানী পেয়ে ছাত্রদের বিপ্লবী হবার সাধ মিটে গেছে।
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৭:১১
সামরিন হক বলেছেন: দেখুন এখনো আপনি অন্যের মনের কথা নিজের মনের মত করে বলে যাচ্ছেন।এরপরেও যদি কিছু বলেন আপনি অন্ততো আমি তো বিশ্বাস করতে পারবো না। দুঃখিত।
১৩| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৭:২৪
করুণাধারা বলেছেন:
যোগ দিচ্ছেন সবাই। এটা বুয়েটের শিক্ষকদের বিবৃতি।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:৩৪
সোনাগাজী বলেছেন:
আপনার কোন ভাবনাচিন্তা, বক্তব্য, কিছুই নেই?