নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথায় বাঁশের ছাতা
আর কাঁধে ঝোলা
সকাল সকাল ছোটে
বাগানে , শ্রমিকেরা ।
বেলা বেড়ে ওঠার সাথে
ভরে ওঠে ঝুলি
নারী চা-শ্রমিকের যাদু,
হাতের অঙ্গুলি ।
কাটছে জীবন তাদের মানবেতর
আহারও জোটে না তাদের
দু’বেলা এক মুঠো
এ সবই জানে তাদের মালিকপক্ষ
দেয় না তবুও দাম ,শ্রমের সঠিক মূল্য ।
ক্ষুধার জ্বালায় ,না পেরে যখন
এই শ্রমিকেরাই নামে পথে ,
করে আন্দোলন ।
ন্যায্য দাবী তাদের ,
মানার এই আহবান ।
জ্বলে ওঠে শ্রমিকপক্ষ তখন
একটাই তাদের স্লোগান ।
জেগে ওঠে
ভাড়াউড়া , খাইছড়া
আর সারা বাংলা
চা-বাগান উত্তাল
কাজে তারা যাবেনা ।
দিতে হবে যুগোপযোগী
তাদের শ্রমের মূল্য
নইলে এই আমরাই
চিরকাল লড়ব ।
ভেবে দেখ
পাহাড়ি ঢালুতে
সবুজের সারি
চা-শ্রমিক নেই সেথা
যেন প্রাণহীন ভূতপুরী।
২১ আগস্ট ২০২২
সা•হ•
০১ লা মে, ২০২৪ রাত ৮:২৯
সামরিন হক বলেছেন: ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা ।
২| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
এম ডি মুসা বলেছেন: চমৎকার
০১ লা মে, ২০২৪ রাত ৮:৩৩
সামরিন হক বলেছেন: কেমন আছেন ?
আপনি যখন বলছেন চমৎকার তখন নিশ্চয়ই। ধন্যবাদ।
শুভ রাত্রি।
৩| ০১ লা মে, ২০২৪ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল
০১ লা মে, ২০২৪ রাত ৮:৩৪
সামরিন হক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও ভালো লাগলো।ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
৪| ০২ রা মে, ২০২৪ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। মালিকদের আল্লাহ হিদায়েত দান করুন
০২ রা মে, ২০২৪ বিকাল ৫:৪৯
সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।
আমিন।
শুভেচ্ছা রইলো।
৫| ০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৬:০১
মায়াস্পর্শ বলেছেন: চা শ্রমিকদের জীবনটাই অন্যরকম । সুন্দর করে লিখেছেন।
০২ রা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। মে দিবসের শুভেচ্ছা।