নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন অভিমানি সব চোখ,জলে ভরে উঠবে ।
একদিন তোমারআমার ক্ষোভ ওপারে ফিরবে ।
২৫শে জুলাই ২০২০
একদিন আধাঁর ,আলোকিত করবে সব বোধ।
একদিন তোমারআমার হাসি ,আকাশের নেবে কোল।
২৮শে জুলাই ২০২০
একদিন ধু ধু মরুভূমি , নির্লিপ্ত জানাবে শুপ্রভাত;
সেখানে বালিঝড় ,খুঁজে দেবে হারানো প্রপাত ।
একদিন তোমারআমার তৃষ্ণায় সার্থক হবে জল।
২রা অগাস্ট ২০২০
একদিন কবিতার মত গেঁথে যাবে ,
আমার শব্দমালা তোমার অন্তরে।
২৯শে নভেম্বর ২০২৩
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪৮
সামরিন হক বলেছেন: লল।
ওটা ছিল -আবার আসিব ফিরে.......।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪৯
সামরিন হক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভ রাত্রি।
২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:১৪
আঁধারের যুবরাজ বলেছেন: হৃদয়ের কথা মালা কবির অভিমানী ভেজা চোখে , প্রেম ও ভাবনার নীরব সমন্বিত রূপ হয়ে ফুটে উঠেছে ।
৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩৫
সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
সুপ্রভাত।
৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখক বলেছেন: লল।
ওটা ছিল -আবার আসিব ফিরে.......।
.................................................................................................
হ্যাঁ কথাটা তখনই সঠিক যখন কেউ একজন অপেক্ষায় আছে দীর্ঘদিন যাবত ।
শৈশবের স্মৃতির কাছে আকাঙ্খায় একদিন বলা হয়েছে ।
৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:৩৮
স্প্যানকড বলেছেন: একটা গোটা কবিতা? না খন্ড খন্ড অংশ ? ভালো থাকবেন
৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৪৯
সামরিন হক বলেছেন: ঠিক ধরেছেন খন্ডাংশ।
সুপ্রভাত।
৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:৩৩
মিরোরডডল বলেছেন:
একদিন যেতে হবে সব কিছু ছেড়ে
আজ এই যজ্ঞ সেই দিনকে ঘিরে
৩০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৫১
সামরিন হক বলেছেন: স্বাগতম আপনাকে ব্লগে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপ্রভাত।
৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬
বাকপ্রবাস বলেছেন: সেইদিন বাঁচিয়ে রাখুন এই দিন কে
এই দিন কেটে যাকা সেই দিনের আশায়
৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮
সামরিন হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ।
৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১
সামরিন হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এই দারুণ শব্দটি অনেক শক্তিশালী । আবারো ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
৮| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬
বিজন রয় বলেছেন: জীবনটা হলো আশা , ভালবাসা, অভিমান এসবের খেলা। একদিন সব ছেড়ে যেতে হবে।
ভাল লেগেছে ।
৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩
সামরিন হক বলেছেন: আপনার ভালো লাগায় আমি অনুপ্রাণিত। ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
৯| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
সামরিন হক বলেছেন: অনেক শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ
১০| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১০
সামরিন হক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
১১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
মনিরা সুলতানা বলেছেন: একদিন কবিতার মত গেঁথে যাবে ,
আমার শব্দমালা তোমার অন্তরে।
সুন্দর !
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২
সামরিন হক বলেছেন: আসসালামু আলাইকুম ! ভালো আছেন নিশ্চয়ই? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আশা- হতাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি এসবেইতো জীবনের উৎপ্রেক্ষা অলংকার। সুন্দর সবকয়টি স্তবক।
৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৫
সামরিন হক বলেছেন: আপনার মন্তব্যটি আমার অনুপ্রেরণা জোগাবে । ধন্যবাদ।
শুভ রাত্রি।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদিন আসিব ফিরে
এই ধাঁনশিড়ি নদীর তীরে
আমার শৈশবের ছেলে বেলায় ।
....................................................................
কবিতার ধারাবাহিকতা দেখে
তাই ............
কবিতায় প্রানে আসে স্পন্দন ! ++