নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর হৃদয় কি ভরাই ছিল ?
তোকে বলার চেয়ে বেশি
কিছু জানার ছিল ।
আছিস কি ভালো ?
তোর চোখে তা দেখার ছিল ।
বন্ধুত্ব কি শুধু নামই ছিল ?
বলবি জানি ,পিছু টানও ছিল ।
তবে কি পথ বাঁকা ছিল ?
রঙ্গিন স্বপ্ন আঁকা ছিল ।
রাস্তার মোড়ে কি সুখ রাখা ছিল ?
বুকের মাঝে ছবি ঢাকা ছিল ।
ফেরার পথ তোর খোলা ছিল
তাই আজীবন অপেক্ষার
প্রতিশ্রুতি ,এই বন্ধুই দিল ।
২০ জুন ২০২০
সা•হ•
১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩০
সামরিন হক বলেছেন: স্বাগতম এবং ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১০:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মনে হলো অভিমান উগরে দিলেন আর জানিয়ে দিলেন বন্ধুত্ব এখনও রেয়ে গেছে সুপ্তাবস্থায় ।
ভালো লাগলো বরবাবরের মত , তবে পূর্বেরগুলোতে যে স্বাদ ও মুগ্ধতায় ভেসেছিলাম তা এবার পেলাম না ।
শুভকামনা রৈল সা:হ: ।
১২ ই জুলাই, ২০২৩ রাত ১:০৩
সামরিন হক বলেছেন: বন্ধুত্বে মান অভিমান তো থাকেই। সুস্থ একটা বন্ধুত্ব ছিলো আমাদের।।নিজেদের ব্যস্ততায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা ।
আপনাকেও ধন্যবাদ।
৩| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: "তবে কি পথ বাকা ছিল?" - প্রেমের পথ তো সব সময় আঁকাবাকাই হয়ে থাকে!
১২ ই জুলাই, ২০২৩ রাত ১:০৯
সামরিন হক বলেছেন: বন্ধুত্ব একটা প্রেম সত্য কিন্তু বন্ধু ভাইয়ের মতন ।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে একটা কথা বলা হয়নি ,
আপনার এই কবিতা আমার এক বন্ধুকে মনে করিয়ে দিল , মোনা !!
হ্যাঁ ঠিক বলেছেন বন্ধু ভাই/বোনের মত , সেও আমার বোনের মত , কিন্তু কোন এক অভিমানে সেও লাপাত্তা !!
৫| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৫
শায়মা বলেছেন: হুম।
সুন্দর কষ্ট কষ্ট আক্ষেপের কাব্য।
এমন কবিতা অনেকখানিই কষ্ট কমিয়ে দেয় কিন্তু সামরিন আপুনি!
৬| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
এম ডি মুসা বলেছেন: সুন্দর ছিল
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৯
সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।
শুভ সকাল।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৬
শাহ আজিজ বলেছেন: বাহ আজ বেশ কবিদের আসর বসেছে সামুতে ।
ভাল লাগছে খুব ।