নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃভূমির সংকটময় কালে
নয় মাস যুদ্ধের পর,১৯৭১ সালে
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
আত্মসমর্পণে বাধ্য হয়
পাকিস্তানি বাহিনী,যৌথবাহিনীর অধীনে
বিকাল ৪ বেজে ৩১ মিনিট
ঢাকার রমনা রেস কোর্স ময়দানে
যুদ্ধের সমাপ্তি ঘটে ,১৬ ডিসেম্বরে
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়
স্বীকৃতি মেলে বিশ্বের দরবারে
প্রতি বছর এই দিনটিতে স্লোগানে
বিজয় শপথ পাঠ হয় বর্ণিলভাবে
ফিরে আসে বাঙালি জীবনে
বিজয়ের আনন্দ বারে বারে
উত্তোলিত হয় জাতীয় পতাকা
প্রিয় ভূমির সম্মানে ।
১৬ই ডিসেম্বর ২০২২
সা•হ•
২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২২
সামরিন হক বলেছেন: ধন্যবাদ। আমি খুবই খুশী যে আপনি এমন মন্তব্য করেছেন। আমি মনে করি আপনাদের মন্তব্য আমাকে সাহায্য করবে ভালো কিছু করতে। আপনি ঠিকই বলেছেন ।আমি তথ্য দিয়েই একটি কবিতা সাজাতে চেয়েছিলাম।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: অল্প কয়েক লাইনে অনেক কিছু প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০
সামরিন হক বলেছেন: ধন্যবাদ।
অভিনন্দন আর্জেন্টিনার জয়ের জন্য।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতার নাম ব্যাপ্তি কেন?
১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
সামরিন হক বলেছেন: দেশ ও স্বাধীনতার প্রসার অর্থে ।
খুব বেশি ইনফরমেশন বেইজড হয়ে গেছে লেখাটা।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেহেতু কবিতার ফরম্যাট ব্যবহার করেছেন, এবং আমি মোটামুটি নিশ্চিত যে আপনি এটাকে কবিতা হিসাবেই পোস্ট করেছেন, সেজন্য একটু সমালোচনা করি। আশা করি কিছু মনে করবেন না। এ পোস্টে বাংলাদেশের মহান স্বাধীনতার উপর কিছু তথ্য সন্নিবেশ করেছেন মাত্র, যা আমাদের সবার জানা। কথাগুলো প্লেইন টেক্সট, যা গদ্যাকারে লেখলে হয় :
মাতৃভূমির সংকটময় কালে নয় মাস যুদ্ধের পর, ১৯৭১ সালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী, যৌথবাহিনীর অধীনে বিকাল ৪ বেজে ৩১ মিনিট ঢাকার রমনা রেস কোর্স ময়দানে যুদ্ধের সমাপ্তি ঘটে, ১৬ ডিসেম্বরে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, স্বীকৃতি মেলে বিশ্বের দরবারে। প্রতি বছর এই দিনটিতে স্লোগানে বিজয় শপথ পাঠ হয় বর্ণিলভাবে,
ফিরে আসে বাঙালি জীবনে, বিজয়ের আনন্দ বারে বারে উত্তোলিত হয় জাতীয় পতাকা প্রিয় ভূমির সম্মানে।
এখানে কাব্যিকতা অনুপস্থিত। কোনো বাক্যে কাব্যিকতা থাকলে ফরম্যাট সেখানে নিতান্তই গৌন ব্যাপার।