নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
এই দেশে সুখে থাকা হিন্দু নামের কিছু সুযোগ সন্ধানী যখন আরাম আয়েশে থেকে ফেক ভিডিও বানিয়ে পোষ্ট করে নিজেদের নির্যাতিত সংখ্যা লঘু বলে প্রচারে ব্যস্ত । সেই সুযোগে ভারতীর স্বরাষ্ট্র মন্ত্রীর পদ দখলকারী অমিত শাহ্ নামের এক হিজরা বাংলাদেশীদের ঝুলিয়ে পেটানোর হুমকি দেবার মতো সাহস দেখাচ্ছে । নূপুর নামের আর এক সন্ত্রাসী মসজিদে মসজিদে ঢুকে মুসলমানদের পেটানো হুমকি দিচ্ছে । শুধু তাই নয় , এক হিন্দু ঠাকুর দেখতে শয়তানের মতো ( নাম লিখতে রুচিতে কুলালো না ) মহানবী হযরত মুহাম্মদ স: কে নিয়ে কটূক্তি করে সরাসরি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো স্পর্ধা দেখাচ্ছে । ভুলে যাবেন না মুসলিমরাও কিন্তু মানুষ তাদেরও ধৈর্যের একটা সীমা আছে ।
বিজিপি শাসিত ভারতের সন্ত্রাসী গোষ্ঠী চাইতে যে করে হোক ভারত এবং বাংলাদেশে একটা বড় ধরনের দাঙ্গা লাগাতে । বাংলাদেশে অবস্থানরত ভারত প্রেমী হিন্দুদের বলবো , "আলতু ফালতু আন্দোলনের নামে ঢাকার রাস্তায় মুসলিমদের নামতে বাধ্য কইরেন না । তাহলে কিন্তু ভারত প্রেমী হিন্দু সন্ত্রাসীদের অবস্থান হবে ভারতে এই দেশে না । এ দেশে শুধু শান্তি প্রিয় হিন্দুরাই মুসলিমদের সাথে মিলে মিশে ভাইয়ের মতো পাশে থেকে দেশকে ভালবাসবে ।
ভেবে দেখুন , গরু খাওয়া অপরাধে যদি মানুষ হত্যা করা হয় তাহলে কাছিম,কাঁকড়া খাওয়া, কুকুর বেড়ালের সঙ্গে মানুষের বিয়ে, মাটির পুতলা পূজা এ সবের বিরুদ্ধে যদি এদেশে মুসলিমরা সোচ্চার হয়ে রাস্তায় নামে তাহলে কোথায় পালাবেন ?
অতএব ,যার যার ধর্ম তাকে সেটা পালন করতে দিন । নিজের টা নিজে পালন করেন । মুসলিমরা কখনোই অন্য ধর্মের মানুষের জন্য হুমকি নয় । হিন্দুরাই এখন হিন্দুদের জন্য হুমকি ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬
অগ্নিবেশ বলেছেন: প্রশ্ন হচ্ছে, সর্বশক্তিমানের ইজ্জত বাঁচাতে আপনাকে কেন গুজবের সাহায্য নিতে হবে? কেনু কেনু?
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
কামাল১৮ বলেছেন: মুসলমানরা মানুষ না মুসলমান হিসাবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪০
রানার ব্লগ বলেছেন: আপনি নিজে কি শান্তিপ্রীয়?
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭
আহরণ বলেছেন: ভাইয়া, আপনার জন্য করুণা!! মুসলমানরা নিজেরাই নিজেদের মসজিদের ভিতর তান্ডব চালায়, মারামারি করে। এত জেহাদ করার ইচ্ছা হলে গাজাতে যেয়ে কান্দেন। ধন্যবাদ।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩
নীল আকাশ বলেছেন: যে কোনো ধর্ম বিশ্বাসের উপর ইচ্ছাকৃতভাবে আঘাত করা অপরাধ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: একটু খোঁজ নিয়ে দেখুন তো এটা ভারতের নাকি পূর্ব তিমুরের?