নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর বর্তমান ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমি বেশ কয়েক বছর ধরে ভাবছিলাম সামুর ব্লগারদের নিয়ে একটা বই লিখবো। কিন্তু আমি তো কোন লেখক নয়।
এটা কি সাক্ষাৎকার ভিত্তিক হলে ভালো হয় নাকি ফিকশন টাইপের হলে ভালো হবে।
আমার মনে হয়, সামু নিয়ে আসলেই একটা বই থাকা উচিৎ।
আপনারা কি মনে করেন।
১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
ডার্ক ম্যান বলেছেন: জনাব, প্রুফ রিডিং বলে একটা কথা আছে।
প্রুফ রিডারের কাজ হচ্ছে লেখকের লেখাকে পরিমার্জন করা। সব কাজ লেখক শুদ্ধভাবে করে ফেললে প্রুফ রিডার কি করবেন।
আপনি নিজেও লেখক বানান ঠিকমত লিখতে পারেন নি। টাইপিং মিসটেক।
২| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
মিরোরডডল বলেছেন:
পোষ্টের সাবজেক্ট নিয়ে কি বলবো, মন্তব্য প্রতিমন্তব্য পড়ে হাসলাম।
টাইপো সবার কমবেশি হয়ে যায়, কারেকশন করে দিলেই হয়।
ছোট ছোট বিষয় ওভারলুক করতে হয় বা স্বাভাবিকভাবে নিলেই তর্ক বিতর্ক হয়না।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯
ডার্ক ম্যান বলেছেন: ভালো বলেছেন বুবু
৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
আজব লিংকন বলেছেন: ফ্রি উপদেশ চাচ্ছেন। ট্রিট দেন ভালো উপদেশ দেই। হা হা হা...
না সাক্ষাৎকারের ভিত্তিতে না ফিকশনাল। আপনার দেখা বিষয়গুলো। কার সাথে কিভাবে পরিচয় হলো। এ পর্যন্ত কার সম্পর্কে কি জানলেন। কোন দিনগুলোতে কি হয়েছিল। কি দেখে আপনার ভালো লেগেছিল। কি দেখে আপনার খারাপ লেগেছিল। ইত্যাদি। আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতে পারেন।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০০
ডার্ক ম্যান বলেছেন: আর পরামর্শ মাথায় রাখবো
৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
সোনাগাজী বলেছেন:
আমার টাইপো যখন ধরতে পেরেছেন, তা'হলে আপনি বই লিখে ফেলেন।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১
ডার্ক ম্যান বলেছেন: দেখি কতদূর কি করতে পারি
৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
মন থেকে বলি বলেছেন: আমার পরামর্শ হবে, আপনি নন-ফিকশনটাইপই লিখুন। সেটা বই আকারে বের করার আগে এখানে একটা ব্লগ আকারে লিখে পাঠকের মতামত নিতে পারেন। সেই আলোকে পরে না হয় বই লিখলেন।
তবে আপনার লেখাটা যে ধরণেরই হোক না কেন, সেটা আসলে কোন টপিকে লিখবেন, সেটা আগে ঠিক করেন। সাক্ষাৎকারও যদি নেন, তাহলে সেখানে কোন কোন ব্যাপার হাইলাইট করবেন, সেটা আগে ঠিক করেন।
তবে আইডিয়াটা ভালো লেগেছে। এগিয়ে যাওয়ার অনুরোধ থাকবে।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০২
ডার্ক ম্যান বলেছেন: কিছু ভালো পোস্ট সংযোজন করলে কেমন হবে।
যেমন ধরেন, কয়েক জন ব্লগার গেট টুগেদার করলেন। তারপর কিছু পোস্ট নিয়ে আলোচনা করলেন
৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭
শায়মা বলেছেন: গুড গুড আমাকে নিয়ে কি লিখবা?
পাঁচ লাইন লিখে প্রাকটিস করে দেখাও শিগগিলি!!!
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩
ডার্ক ম্যান বলেছেন: ছিলাম কোন কালে মমিন
তোমার ভালোবাসায় হয়েছিলাম চার্মিং
৭| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: লিখেই ফেলেন না। পাঠক হিসেবে আছি। আর গাজী সাহেবতো সার্টিফিকেট দিলেনই।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪
ডার্ক ম্যান বলেছেন: সার্টিফিকেটের কথা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল
৮| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২
কামাল১৮ বলেছেন: আপনি যে ভাবে লিখবেন আমরা সেটাই পড়বো।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫
ডার্ক ম্যান বলেছেন: আপনি কেন কিছু লিখেন না।
আপনার সাথে মেইলে যোগাযোগ করার সুযোগ থাকলে জানাবেন
৯| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৪
জুল ভার্ন বলেছেন: খুব ভালো সিদ্ধান্ত। শুরু করুন- সফলতা কামনা করি।
আয় ছাড়া ব্যয়ের একটা সীমা আছে..... সামু এখন অন্তিমকাল অতিক্রম করছে.....অত্যন্ত বেদনার হলেও যেকোনো সময় বাত্তি নিভে যাবে। কিন্তু সামহোয়্যারইন ব্লগ দেশ-বিদেশের অজস্র শিক্ষিত বাংলাদেশী তথা বাংলা ভাষাভাষীদের হৃদয়ে যে আলোকবর্তিকা প্রজ্বলিত করেছে তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। সেই ইতিহাস লেখা এবং সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬
ডার্ক ম্যান বলেছেন: চেষ্টা করি দেখি।
১০| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ কামনা থাকলো।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬
ডার্ক ম্যান বলেছেন: মামু আপনার বান্ধবী ব্লগার বিথীর সাথে কি যোগাযোগ হয়
১১| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬
শায়মা বলেছেন: ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩০
লেখক বলেছেন: ছিলাম কোন কালে মমিন
তোমার ভালোবাসায় হয়েছিলাম চার্মিং
এত্ত বড় মিছা কথা বলতে পারলে!!!!!!!!!!!!!!!
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০
ডার্ক ম্যান বলেছেন: ছিলাম না কোন কালে মমিন
তোমার ভালোবাসায় হয়েছিলাম চার্মিং ।
না শব্দটি বাদ পড়েছিল ।
১২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১০
জনারণ্যে একজন বলেছেন: সিরিয়াসলি?!
আপনি যদি ফুল টাইম বেকার এবং শুধুমাত্র শুয়ে-বসে-আড্ডা দিয়ে সময় পার করে থাকেন, তবে এই সিদ্ধান্ত/চিন্তা-ভাবনা ঠিক আছে।
খুব কষ্ট লাগে ভাবলে। কত সম্ভাবনা আছে দেশের মানুষের, আর কিভাবে; কত আনপ্রোডাক্টিভ কাজে তারা সময় নষ্ট করে।
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪১
ডার্ক ম্যান বলেছেন: আমি তো বেকারই ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: ঐ আবার মিছা কথা!!!!!!!!
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২
ডার্ক ম্যান বলেছেন: ঠিক আছে এটা বাদ।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: গুড গুড গুড গুড!!!
এইবার কাব্য ছেড়ে বই লেখা শুরু করে দাও!!!
১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮
ডার্ক ম্যান বলেছেন: ওকে
১৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬
জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: আমি তো বেকারই ।
গুড ফর ইউ, ম্যান!
বীরদর্পে এগিয়ে যান এবং এই ধরণের আরো কাজ খুঁজে নিয়ে তাতে মনোনিবেশ করে শশব্যস্ত-সময় পার করুন।
১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯
ডার্ক ম্যান বলেছেন: ঠিক আছে বস।
১৬| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এত্ত বড় মিছা কথা বলতে পারলে!!!!!!!!!!!!!!! (
............................................................................
আমরা মিছা কথার মিঠা মিঠা যুগে আছি ।
১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯
ডার্ক ম্যান বলেছেন: আমি ইমো দিতে পারি না
১৭| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পরিবার অনেক আর্থিক সামর্থ্যের অধিকারী সম্ভবত।
১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০০
ডার্ক ম্যান বলেছেন: এখানে পরিবারের আর্থিক সামর্থ্যের কথা আসলো কেন
১৮| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরাট খরচ আর পরিশ্রমের কাজ ।
এতো সময় কি দিতে পারবেন?
১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১
ডার্ক ম্যান বলেছেন: আমার হাতে ২ বছর সময় আছে।
আপনি কতদিন কলেজে শিক্ষকতা করেছিলেন?
১৯| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
দিলোয়ার হোসেন আখঞ্জী বলেছেন: তাহলে শুরু করুন।
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১০
ডার্ক ম্যান বলেছেন: শুরু করবো আগামী জানুয়ারি থেকে
২০| ১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
অপু তানভীর বলেছেন: যদি নিজের মনের শখ বা ইচ্ছে পূরণের জন্য করতে চান তাহলে অবশ্য করতে পারেন । তবে দরকারি নয় ।
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১২
ডার্ক ম্যান বলেছেন: এখন হয়তো দরকারি নয়। ২০/৩০ বছর পর দরকারি হয়ে উঠতে পারে
২১| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৪
জটিল ভাই বলেছেন:
আপনি চাইলে সবার আত্মকাহিণী লিখতে পারেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সোনাগাজী বলেছেন:
আপনার বাংলা বাক্য গঠন শুদ্ধ নয়, আগে সেটা ঠিক করেন।
আপনি লিখেছেন, " কিন্তু আমি তো কোন লেঝক *নয়"। এই বাক্যে ভুল আছে; শেষ লাইনের "যতিচিহ্ন" সঠিক নয়; ৫ লাইনে এত সমস্যা থাকলে কিভাবে কি?