নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডার্ক ম্যান নিকের ১০ বছর পূর্ণ হল। প্রায় দশ বছর আগে একদিন সকাল বেলা হঠাৎ করে আইডি খুলেছিলাম । সৈকত নামটি অন্য কেউ রেজিস্ট্রি করেছিলেন ।
কিছুদিন আগে এক ব্লগার ডার্ক ম্যান নামটির রহস্য জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, কোন রহস্য নাই। এমনিতেই হয়ে গেছে। ডার্ক ম্যান নামে হলিউডে একটা মুভি আছে। সাবেক ব্লগার অনল দা জানতে চেয়েছিলেন সেই নামটির অনুকরণে আমার নিক নাকি। আমি বলেছিলাম , না। সেই মুভি কখনো দেখা হয় নি ।
ব্লগে আমার পরিচয়ে লেখা আছে,
আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়। এটাও হঠাৎ করে লিখা হয়েছিল। জীবনে কিছু জিনিস হঠাৎ করে হয়ে যায় । যেটার কোন ব্যাখ্যা থাকে না।
আহমদ ছফা বলেছিলেন ,
“জীবন সম্ভবত এ রকমই! আঘাত যত মারাত্মক হোক, দু:খ যত মর্মান্তিক হোক,একসময় জীবন সবকিছু মেনে নেয়। দুনিয়াতে সবচাইতে আশ্চর্য মানুষের জীবন।” -অলাতচক্র
আমাদের জীবনে নানা কিছু ঘটে । জীবনে যত বিপর্যয় আসুক। নোংরামি বা নষ্টামি করা যাবে না। নষ্টামি করে সাময়িক সময়ের জন্য কিছু উপার্জন করা যায় হয়তো কিন্তু ভালো কিছু অর্জন করা যায় না।
জীবনে নানা কিছু চেষ্টা করেছি কিন্তু হয় নি । আগে কখনো লেখক হতে চায় নি । কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম । সাহিত্যের কাছে তওবা করে ক্ষান্ত দিয়েছি।
কয়েকদিন আগে এক বন্ধুকে কল দিলাম, সে কল ধরল না। কবি আবুল হাসানের কবিতার কয়েকটি লাইন মনে পড়লো ।
অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!
দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্না হতে এই পৃথিবীর সাথে কোনদিন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
ডার্ক ম্যান বলেছেন: না ।
২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪
কামাল১৮ বলেছেন: জীবনে চলার পথে একেক সময় একেকটা জিনিস উলপব্ধিতে আসে।সেটাই চরম সত্য নয়।তথ্য প্রমান যুক্তি সহকারে যা প্রমানিত সেটাই সত্য।চুড়ান্ত বিশ্লেষণে চরম সত্য বলে কিছু নাই।সব কিছুই সর্ত সাপেক্ষে সত্য।কে কি বললো সেটা মেনে নেয়া হলো বিশ্বাস।বিশ্বাস আর সত্য এক না।সত্য হলো মানুষের চিন্তা নিরপেক্ষ বস্তুগত এক বাস্তবতা।
মানুষ একা না।একা মানুষের পক্ষে বাঁচা সম্ভব না।মানুষ সামাজিক জীব।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৪
ঢাবিয়ান বলেছেন: মানুষ পৃথীবিতে এসেছে একা , যেতেও হবে একা।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯
ডার্ক ম্যান বলেছেন: এটাই চিরন্তন সত্য
৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: একা আর হলেন কই ব্লগারদের সাথে মিলেমিসে ব্লগ পরিবারের সদস্য হয়ে গেলেন। েএমনি কোন না কোন ভাবে মানুষ তার একাকিত্ব দূর করে।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪০
ডার্ক ম্যান বলেছেন: কিছু একাকীত্ব কখনো দূর হয় না
৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: একা থাকাই ভালা।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১
ডার্ক ম্যান বলেছেন: একটা সময় এসে একা থাকা সম্ভব না
৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ১০ম বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সৈকত ভাই।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই
৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪
মিরোরডডল বলেছেন:
সৈকতকে দশ বছরপূর্তির অভিনন্দন!
আমি বিশুদ্ধ কোন মানব নই, তুমি তোমার মত করে শুদ্ধ করে নিও আমায়।
কথাটা খুব ভালো লেগেছে।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ ম্যাডাম
৮| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১
শেরজা তপন বলেছেন: ১০ম পুর্তিতে অভিনন্দন আপনাকে। দিনশেষে তো আমরা আসলে সবাই একা!
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৮
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৭
সোনাগাজী বলেছেন:
সম্ভব হলে, ডিগ্রী শেষ করে "ল" পড়েন।
মানুষের সাথে মিশবেন; একাকী থাকলে মানুষ হতাশ হয়ে যায়।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৯
ডার্ক ম্যান বলেছেন: মানুষের সাথে কম মিশি ।
আমার পক্ষে একাডেমীক পড়ালেখা সম্ভব না
১০| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
নয়ন বড়ুয়া বলেছেন: অভিনন্দন দাদা...
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ দাদা
১১| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫
বিজন রয় বলেছেন: অভিনন্দন ডার্ক ম্যান। ১০ বছর পূরণ করেছেন।
লাভ ইউ ডাকূ ম্যান।
এটাই কি আপনার প্রথম পোস্ট?
নাকি অন্যগুলো ড্রাফ্ট করেছেন, ঠিক মনে করতে পারছি না।
শুভকামনা রইল।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১
ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ ভাই। পোস্ট ড্রাফটে নিয়েছিলাম
১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৫
মিরোরডডল বলেছেন:
“জীবন সম্ভবত এ রকমই! আঘাত যত মারাত্মক হোক, দু:খ যত মর্মান্তিক হোক,একসময় জীবন সবকিছু মেনে নেয়।
মেনে নেয়, ঠিক তা না।
আসলে আঘাত যত মারাত্মক হোক, দু:খ যত মর্মান্তিক হোক এগুলো ক্ষণস্থায়ী।
সুখ যেমন মরীচিকা, সবসময় ধরা দেয়না।
সময়ের সাথে পরিবর্তন আসবেই।
So, nothing to worry about.
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩
ডার্ক ম্যান বলেছেন: আসলে আঘাত যত মারাত্মক হোক, দু:খ যত মর্মান্তিক হোক এগুলো ক্ষণস্থায়ী।
সুখ যেমন মরীচিকা, সবসময় ধরা দেয়না।
কিছু আঘাত এত মারাত্মক হয়ে থাকে, যেটার প্রভাব দীর্ঘস্থায়ী ।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১০
আহমেদ জী এস বলেছেন: ডার্ক ম্যান ,
এক দশক পূর্তির অভিনন্দন আর শুভেচ্ছা ।
শত সহস্র ভীড়ের মাঝেও মানুষ কিন্তু ভীষন একা!
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৪
আঁধারের যুবরাজ বলেছেন: অভিননদ্ন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: দশ বছর অনেক লম্বা সময়। আপনাকে অভিনন্দন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
কাছের-মানুষ বলেছেন: ১০ম বছর পুর্তিতে অভিনন্দন রইল।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: অভিনন্দন ভাইয়ু!
আর হ্যাঁ কথা সত্য। হাজার মানুষের ভীড়েও মানুষ আসলেই একা!
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ জন্মেছেই এমনিতেই একা থাকার জন্য।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
১৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
১০ বছর পূর্তিতে শুভেচ্ছা, ভালবাসা ও অভিনন্দন রইল। এখন চাইলে ব্লগাদের জন্য একটা কাচ্চি পার্টির আয়োজন করতে পারেন। আমরা মানা করব না। তাহলে আর একা থাকতে হবে না।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: কারো মন্তব্যের উত্তর দেন নি কেন?
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৮
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
সবার মন্তব্যর জবাব আজকে দিলাম
২১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দশ বছর পুর্তিতে অভিনন্দন। আমারও দশ বছর হয়েছে। অনেক বছর পর আবার ফিরে এলাম। অনেকেই আমার কাছে জানতে চাইত শেষ রাতের আঁধার কেনো? সে প্রশ্নের কোনো উত্তর আমার কাছেও নেই।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯
নতুন বলেছেন: মানুষ একা আসে একা চলে যায়।
মাঝের সময়টা মানুষের কাছাকাছি এসে এক সাথে থাকার চেস্টা করে।
খুব ভালো বন্ধু জীবনে খুব কমই পাওয়া যায়।
মানুষ বেশির ভাগ সময়ই অন্যকে বোঝে না, হয়ও বা বুঝতে চায় না অথবা ঠিক মতন বুঝতে পারেনা...
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দশক পূর্তির অভিনন্দন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২২
মনিরা সুলতানা বলেছেন: ১০ম পুর্তিতে অভিনন্দন !
অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!
দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্না হতে এই পৃথিবীর সাথে কোনদিন।
প্রিয় কবির লেখা খুব পছন্দের কিছু লাইন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬
করুণাধারা বলেছেন: দশ বছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি আগে নিয়মিত ছিলেন। সব পোস্ট ড্রাফট করে এখন অনিয়মিত হয়ে গেছেন।
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
২৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: ব্লগে দশ বছর পূর্তিতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
দশম বর্ষপূর্তির পোস্টে চমৎকার কিছু কথা বলেছেন।
দিন শেষে হয়তো মানুষ একাই থাকে, একাই হয়ে যায়, তবে দিনভর তার সহযাত্রী অনেকের কথা তার মনে থাকে।
দশম বর্ষপূর্তির পোস্টে নবম প্লাস। + +
০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
ডার্ক ম্যান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
সোনাগাজী বলেছেন:
অভিননদ্ন।
আপনি চাইলে কি "ল" পড়তে পারবেন?