নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
মাসুদ, তুমি কেমন ছেলে জানি আমি তাও
শেষ বারের মতো বলছি এবার ভালো হয়ে যাও৷
উপরে তুমি মধুর মতো তলে অন্য কাজ করো,
পকেটভারির বিষয়গুলো নিজের মতো ভাজ করো।
সবকিছুই ধরতে পারি বুঝি আমি সবই;
কোনটা আসল কোনটা নকল কোনটা কীসের ছবি৷
কোন কথার কোনটা মানে কোনটা সরল সোজা
কোন জিনিসটা হালকা আবার কোনটা বড় বোঝা৷
মিস্টি খেতে কেমন লাগে গোল মরিচের জ্বালা কী!
এরপরেও আমার সাথে তোমার এত্ত বড় চালাকি৷
ভালো তুমি হবেনা এটা কেমন তোমার আড়ি
আম ছালা সবই যাবে করলে বাড়াবাড়ি;
সুযোগ বুঝে পুরান খেলা নতুন করে খেলতে চাও
বোয়াল মাছের মতো কেন একা একা গিলতে যাও৷
অনেক সময় দিয়ে গেছি এবার কিন্তু আর নয়
ধরা হবে এক সাথে সব এবার কোন ছাড় নয়৷
কত টাকা কামাই তোমার কত আছে ব্যাংকে
সবই জানি কত কামায় কে কোন রেংকে।
একটা কথা জানতে চাই বলো আসল কিসসা
তোমার কী নাইরে কোন ভালো হওয়ার ইচ্ছা?
এত্ত কথা বলতে গিয়ে নিজেই মরি লাজে
এরপরেও কী এসব করা তোমার জন্য সাজে ?
দেখতে এমন; উল্টে পাল্টে কেমনে খাবে মাছ,
ভালো হয়ে যাও রে মাসুদ এটাই তোমার কাজ৷
০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫৭
সায়েমুজজ্জামান বলেছেন: এপিক ছিল সেটা। তবে মাসুদরা ভালো হয়না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:২০
এম ডি মুসা বলেছেন: মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেই সেই ছিল কথাটা।