নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

খালি বোতল, কাপ, প্যাকেট ফেরত দিন, ৫ টাকা বুঝে নিন

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

গত এক বছর ধরে বিমানের যাত্রী হিসেবে নিয়মিত ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করি। ঢাকার হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে অপেক্ষার সময় একটা জিনিস আমার সঙ্গী হয়। এক কাপ কফি। বিমানবন্দরের ভেতরে দোকান থেকেই এই কফি কিনি। এই কফি কিনতে গিয়েই আমার এই উদ্ভাবনী আইডিয়ার সাথে পরিচয়। এক বছর আগে দেখতাম, নেসক্যাফে কফির দাম ছিল ৩০ টাকা। এখন কফি কিনতে গেলে দোকানী দাম রাখেন ৩৫ টাকা। বলেন, কাপ ফেরত দিলেই ৫ টাকা ফেরত পাবেন। দোকানীদের জিজ্ঞাসা করতে হয়নি, কেন? আইডিয়াটা জানি। জবাবটা নিজেই পেয়ে যাই, যখন বিমানবন্দরের ভেতরের দিকে তাকাই। এক বছর আগেও যাত্রীদের বসার চেয়ারগুলোর নিচে লুটোপুটি খেতো কফির কাপ। পানির বোতল, চিপসের প্যাকেট। কত কি! অথচ পাশেই আছে ডাস্টবিন। কিন্তু কে কষ্ট করে এসব ফেলতে যায় ডাস্টবিনে। এখন একটা কফির কাপ, পানির বোতল আর চিপসের প্যাকেটের দাম ৫ টাকা। মেঝেতে পড়ে থাকার জিনিস নয়। এ কারণে বদলে গেছে, বিমানবন্দরের ভেতরের দৃশ্যপট। একটা কফির কাপও মেঝেতে খুজেঁ পাবেন না আপনি। জাস্ট একটা আইডিয়া। বদলে দিয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। পেছনে যে ব্যক্তিটি রয়েছেন। তিনি মুহাম্মদ ইউসুফ স্যার। এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এখানকার প্রতিটি দোকানেই একটা নোটিশ দেখা যায়। তাতে লেখা রয়েছে, 'এয়ারপোর্ট এলাকায় যেকোন ধরণের ময়লা/বর্জ্য নির্ধারিত ডাস্টবিনের বাইরে ফেললে ৫০০০ টাকা জরিমানা এবং/অথবা এক বছরের কারাদন্ড হতে পারে।'
আমার দেখামতে দেশের প্রচলিত আইনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অপরাধে এটাই সবচেয়ে কঠিন শাস্তির বিধান। এরপরেও তা রোধ করা যায়নি। সবার দিকে তো আর তাকিয়ে থাকা যায়না। কে কখন কোথায় কফির কাপটা ফেলে বিমান ধরতে দৌড় দেন। একারণেই নোটিশের নিচে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। লেখা হয়েছে, 'খাওয়ার পর খালি বোতল, কাপ, প্যাকেট ইত্যাদি ফেরত দিয়ে অথবা দোকানের বিনে ফেলে ৫ টাকা ফেরত নিন। ' শাস্তি প্রদান অপেক্ষা পুরস্কার বেশি কার্যকর আবারো প্রমাণিত হলো।

আমি প্রথম এ ধরণের আইডিয়ার সাথে পরিচিত হই, সাভারের পিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ নেয়ার সময়। সেটা ২০১২ সালে। বিসিএস ২৪ ব্যাচের ওবায়দুল্লাহ স্যার ছিলেন এর রূপকার। তিনি পরীক্ষায় প্রশ্ন করেছিলেন, ধরুন আপনি কক্সবাজার শহরের মেয়র। আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সি বিচ পরিস্কার রাখা। হাজার হাজার মানুষ সেখানে বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি নিয়ে সমূদ্রের ধারে গিয়ে বসেন। খেয়ে দেয়ে খালি প্যাকেটগুলো সেখানেই ফেলে রাখেন। প্রতি ঘন্টায় ঘন্টায় এগুলো সাফ রাখতে প্রচুর জনবল নিয়োগ দিতে হয়েছে। অনেক অর্থ ব্যয় হচ্ছে। আপনি এ সমস্যার সমাধান কীভাবে করবেন?

অনেকেই অনেক রকম আইডিয়া দিয়েছিলো। আমি লিখেছিলাম, সৈকতে পাওয়া প্রতিটি বর্জ্যর মূল্য ঘোষণা করলে এগুলো সাফ করার জন্য আর লোক নিয়োগ করতে হবেনা। কর্তৃপক্ষেকে শুধু একটা বুথ রাখতে হবে। সেখানে জমা দিয়ে টাকা নেয়ার ব্যবস্থা থাকলেই আর কেউ সৈকতে ফেলবেন না। পর্যটক নিজেই টাকার জন্য রেখে দেবেন। নয়তো এগুলো কুড়ানোর জন্য অন্যরা তৈরী হয়ে থাকবে। লোক নিয়োগের চেয়ে কম খরচে সি বিচ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। সম্ভবত, বিশ্বের কোন একটি দেশের সি বিচে এমনি একটি ব্যবস্থা আছে। আমি সেটাই লিখেছিলাম।

অনেক বছর পর এয়ারপোর্টে এই আইডিয়ার বাস্তাবয়ন দেখে আপ্লুত হলাম।

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৯

আরইউ বলেছেন: চমৎকার!

ধন্যবাদ সায়েমুজজ্জামান।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

সায়েমুজজ্জামান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

চোরাবালি- বলেছেন: খুব ভালো উদ্যোগ, বাইরে ফেলবা ফেল টাকা কাটা যাবে। টাকা ফেরত পেতে চাইলে জায়গা মত রিটার্ন কর

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

সায়েমুজজ্জামান বলেছেন: সবখানেই এই আইডিয়ার বাস্তবায়ন করা দরকার। ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: কক্সবাজার সমূদ্র সৈকতে এমন করলে ভালই হবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

সায়েমুজজ্জামান বলেছেন: আসলেই। এত অপরিচ্ছন্ন সী বিচ বিশ্বে কমই আছে। অথচ এটাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমূদ্র সৈকত। সবার ভাবা উচিত। যেকোন মূল্যে বিচটাকে পরিচ্ছন্ন রাখা দরকার।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর আইডিয়া।

শেয়ারে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ আপানকেও।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫ টাকা ফেরত চাই
নইলে কিন্তু রক্ষা না্ই!!

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

সায়েমুজজ্জামান বলেছেন: টাকা পাওয়া অধিকার,
জায়গা হলো পরিস্কার।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

ক্স বলেছেন: লাভ নাই। অনেকে টাকার গরম দেখাতে ইচ্ছা করেই বাইরে ফেলবে - বিশেষ করে আওয়ামী লীগ নেতারা। যত ছোট নেতা, তত বেশি তার দাপট।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

সায়েমুজজ্জামান বলেছেন: অন্যরা কুড়িয়ে জমা দিয়ে টাকা নেবে।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ উদ্দ্যেগ।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। আপানকে।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রসংসনিয় উদ্দ্যোগ। তবে দোষ হলো সাধারণ জনগণের। কারণ, এরা সব জানে এবং বুঝে। তারপরও পালন করে না। আইন করে কখনও এটা ১০০% রোধ সম্ভব না যদি না সাধারণ মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭

সায়েমুজজ্জামান বলেছেন: একমত। তবে আইন যেহেতু কাজ করেনা, আইডিয়া বাস্তবায়ন করা দরকার।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

নতুন নকিব বলেছেন:



চমৎকার আইডিয়া! লেখার হাতও বেশ ঝরঝরে!

মোবারকবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

সায়েমুজজ্জামান বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

ভুয়া মফিজ বলেছেন: ভালো আইডিয়া, সব জায়গায় এটা চালু করা উচিত।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। বিশেষ করে পর্যটন এরিয়াতে এটা করা দরকার।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার আইডিয়া।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

স্মার্ট দুনিয়া বলেছেন: গুড আইডিয়া

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব জাগায় এমন নিয়ম করা উচিত।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই ক্রিয়েটিভ আইডিয়া। আপনাকে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। আপনাকে।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

নূর আলম হিরণ বলেছেন: উনার আরেকটি প্রজেক্ট আছে, প্রজেক্ট টুকিটাকি। কোন ছোটখাটো অপরাধী ধরা পড়লে তাদের বই পড়তে দেওয়া হয়।এরপর সেই বইয়ের উপর পরিক্ষা নেওয়া হয় লিখিত, মৌখিক। বেশিরভাগ বইই মুক্তিযুদ্ধ বিষয়ক।

১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

সায়েমুজজ্জামান বলেছেন: Click This Link

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

সায়েমুজজ্জামান বলেছেন: Click This Link

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নতুন নতুন আইডিয়া পাওয়া যায় এই জন্য ব্লগ আমার আরও ভালো লাগে। তো যাই হোক পেপার হাতে পেয়ে প্রথম পড়তে গেলে একটা ঘ্রাণ পাওয়া যায় এমন একটা উৎফুল্লতা পেলাম। খুব ভালো লাগল নতুন আইডিয়া শেয়ার করার জন্য। শুভেচ্ছা জানবেন

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

সায়েমুজজ্জামান বলেছেন: আপনিও ভালো থাকবেন। হ্যাপি ব্লগিং। সাথে থাকুন। আমি আইডিয়া নিয়ে কাজ করি। আইডিয়াগুলো শেয়ার করবো বলে আশা করি।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: এরকম আইডিয়া বাসস্ট্যান্ড গুলোতেও করা উচিত

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

সায়েমুজজ্জামান বলেছেন: বাসস্ট্যান্ডগুলোতে এটা খুবই দরকার। প্রত্যেকটা বাসস্টান্ড যেন এক একটা বিরাট ময়লার ভাগাড়।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোঃ সাকিব বলেছেন: হ্যারে হ্যায় এই ধরণের আইডয়াগুলি যদি আমাদের দেশের ক্ষমতাবাদী রাজনৈতিক দল গুলির মধ্যে এবং রাজনৈতিক নেতার মধ্যে উদ্ভাবন হইত আমরা কতই না এগিয়ে যেতাম।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

সায়েমুজজ্জামান বলেছেন: আমরা এখনো আইডিয়া উদ্ভাবন সরকারি কর্মকর্তাদের মধ্যে সীমিত রেখেছি। আগামীতে রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের মধ্যে উদ্ভাবন ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা করবো। তাদের সমানুভূতির প্রশিক্ষণ দেবো। আশা করছি তারাও উদ্ভাবন সংস্কৃতিতে যুক্ত হবেন।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আখেনাটেন বলেছেন: চমৎকার আইডিয়া; কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে ভালো আইডিয়াবাজের অভাব নেই; ঠিক তেমনি এই চমৎকার আইডিয়াগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার লোকও মজুদ রয়েছে স্তরে স্তরে।

তবুও কিছু পরিবর্তন তো হচ্ছে এতেই খুশি।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

সায়েমুজজ্জামান বলেছেন: পরিবর্তন আসছে। আপনি এয়ারপোর্টে গেলেই বুঝতে পারবেন।

২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

সোহানী বলেছেন: ভালো আইডিয়া কিন্তু দরকার জনসচেতনতা। স্কুল থেকেই বাচ্চাদের এ ব্যাপারে শিক্ষা দিতে হবে সাথে প্রচারনা।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

সায়েমুজজ্জামান বলেছেন: এটা আসলে প্রাকটিসের ব্যাপার। একটা সংস্কৃতি গড়ে তোলা দরকার। খোলা টয়লেটের ব্যাপারে আমরা যেহেতু সফল হয়েছি, এর উদ্যোগ নিলেও সফল হবো।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: ভালো আইডিয়া।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫২

বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষের মন মানসিকার পরিবর্তন দরকার। লোভ দেখিয়ে তো সব সময় করা সম্ভব নয়। যদি না তার মাঝে বিবেক জাগ্রত হয়।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

সায়েমুজজ্জামান বলেছেন: মানুষকে সিস্টেমে আটকে ফেলা দরকার। যেমন ধরুন, ভেন্ডিং মেশিন। টাকা দিলেই কেবল খাবার বের হবে।

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

সনেট কবি বলেছেন: ভালো আইডিয়া।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

ইমরান আশফাক বলেছেন: দারুন আইডিয়া তো! আমাদের অর্থাৎ বাংগালীদের জন্য পারফেক্ট।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১

সায়েমুজজ্জামান বলেছেন: ভালোই বলেছেন। প্যাকেটের দাম রাখতে হবে তাদের কাছ থেকে। ফেরত দিলেই টাকা পাবে।

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: এ ধরনের একটি পোস্ট আগে পড়েছিলাম। চমৎকার আইডিয়া।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯

সায়েমুজজ্জামান বলেছেন: এই আইডিয়া বাস্তবায়ন করা দরকার। কোম্পানীগুলো ঘোষণা করতে পারে, কোকের ক্যানের দাম ৫ টাকা। বিস্কুটের প্যাকেটের দাম ৫ টাকা। চিপসের প্যাকেটের দাম ৫ টাকা। তাহলেই কিন্তু এগুলো আর কেউ রাস্তায় ফেলবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.