নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন। যেকোনো প্রয়োজনে ইমেইল করতে পারেন। [email protected]
মানবী
কাজী সায়েমুজ্জামান
আমার এই ভালবাসায় কোন খাদ নেই, দাগ নেই,
নদীর জলের মতোই স্বচ্ছ, অবিচ্ছেদ্য, ভাগ নেই।
মানবী, দেবার মতো বেশি নেই, সবটাই, যা আছে,
অকাতরে ঢেলে দিতে চাই- তোমার পায়ের কাছে।
এখনও অনুকূল, তবু হতে পারে হিসাবে কোনদিন
দেউলিয়া হতে বেড়ে যাবে আমার ভালবাসার ঋণ।
তোমার পাণিপ্রার্থী হবে অসংখ্য হাত; রূপার জলে,
চারদিকের সোনালী স্মৃতিচিহ্ণ মুছে দেবে মখমলে।
আকাশ ঢেকে যাবে মেঘে রংধনু হয়ে যাবে ফিকে
সময়ের স্রোতে পুরো পৃথিবী দাড়াবে উল্টো দিকে,
আমাকেই নি:শেষ করার প্রমাণ দিতে হবে জানি,
শুধু তুমি আমার এইটুকু অনুভবে শক্তি কতখানি।
ভয় করিনা, পাশে থেকো, রাজি আগাম লিখে দিতে
"কসম খোদার, লড়াই শেষে এই প্রেম যাবে জিতে।"
সংশোধিত
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩
সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ।
এই কথাটাই বলা হলো মানবীর কানে কানে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা। সহজ ভাষায় সরল অভিব্যক্তি।
মানবী
হইয়ো না দানবী।
মানবতা নিয়ে চলে এসো
বাহুবন্ধনে মম
এই মিনতি করি তব পানে
ভালবাসা দারুণ সত্য সকলেই তা জানে।
হ্যাপী ব্লগিং ।