নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

আবার বাটন ফোন ব্যবহার শুরু করলাম

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯


প্রতি বছর এই মৌসুমে স্মার্ট ফোন কোম্পানি গুলো তাদের ফ্ল্যাগ শিপ মডেলের মোবাইল ফোন বাজারে ছাড়ে। ইতিমধ্যে গুগল এর পিক্সেল ৯ , অ্যাপল এর আইফোন ১৬ , স্যামসং এর দুটি মডেল জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ , হুয়াওয়ে মেট এক্সটি মডেলের ফোল্ডিং তিন পর্দার ফোন বাজারে এনেছে ।নতুন জেনারেশনের মোবাইল ফোন গুলোতে আপডেট কেমেরা ,প্রসেসর ,রেম সহ বিভিন্ন নতুন ফিচার যুক্ত হয়েছে এমনকি গুগল ও অ্যাপল প্রথম বারের মতো তাদের ফোনে এআই প্রযুক্রি ব্যাবহার করেছে । এতো কিছুর পরও স্মার্ট ফোন এর বিক্রি দিন দিন কমছে। যেখানে ২০১৩ সালে স্মার্ট ফোন বিক্রি হয়েছিল ৩ কোটি সেখানে এই বছর বিক্রির টার্গেট মাত্র ১ কোটি ৩৫ লক্ষ মোবাইল ফোন । মোবাইল ফোনের বিক্রি কমে যাওয়ার কারণ নির্ণয়ে রীতিমতো কেইস স্টাডি হতে পারে।

অন্যদের বিষয়ে বলতে পারবো না আমি নিজেই এক সময় গেজেট ফ্রিক ছিলাম। নতুন মডেলের ফোন বাংলাদেশের বাজারে আসার আগেই আমার হাতে চলে আসতো। আমি কখন কোন মডেলের ফোন ব্যাবহার করতেছি তা নিয়ে মানুষের মাঝে ছিলো ব্যাপক আগ্রহ । অথচ সেই আমি এখন স্মার্ট ফোন দেখলে উলটা দিকে দৌড় দেই ।ইদানিং স্মার্ট ফোনের এলার্জি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে স্মার্ট ফোন ব্যাবহার বাদ দিয়ে মুরুব্বিদের বাটন ফোন ব্যবহার শুরু করেছি ।শুরুর দিকে মানুষ বাকা চোখে তাকাতো আমার ও একটু অস্বস্থি লাগতো এখন অবশ্য অভ্যাস হওয়া গেছে । পাচ মাস বাটন ফোন ব্যাবহার করার পর এখন নিজেকে স্বাধীন মনে হচ্ছে।মনে হচ্ছে এতো দিন অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করতো ।

২৪ ঘণ্টা ফেসবুক মেসেঞ্জার ইমো ভাইবার হোয়াটস অ্যাপ জীবনটাকে তেজপাতা বানায় ফেলছে । কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ হওয়ার কারণে স্মার্ট ফোন এখন আরো ভয়কর রূপ ধারণ করছে ।রাতের বেলা ফোন সাইলেন্ট করে বউ এর সাথে গল্প করবেন কিছুক্ষন পর স্মার্ট ফোন খুলে ইউটিউবে ঢুকবেন দেখবেন বউ এর সাথে যেই টপিক নিয়ে গল্প করছেন ইউটিউবে আপনাকে সেই টপিকের ভিডিও সাজেস্ট করতেছে ।তার মানে স্মার্ট ফোন আপনার প্রত্যেকটা কথা শুনে প্রত্যেকটা মুভমেন্ট অনুসরণ করে। আপনি কখন কোথায় যান ,কোন রেস্টুরেন্টে কি ধরনের খাবার খাইতে ভালোবাসেন , মার্কেটে কতো টাকা খরচ করে কি জিনিস কিনেন এ টু জেড সব কিছু আপনার স্মার্ট ফোন নোট করে । এই সংবেদনশীল তথ্য গুলো ব্যাবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা সময় আপনাকে মাকড়শার জলের মাঝে আটকে ফেলবে ।

নানা রকম ঝামেলার মাঝে থেকে দিন পার করি ।দিন শেষে ঘরে যাওয়ার পর পরিবার কে সময় দেই ঘুমানোর আগে কিছু সময় নিজের জন্য বরাদ্দ রেখেছি এই সময়টা আমি আমার যা মন চায় তাই করি এটা আমার রিল্যাক্স হওয়ার কৌশল ।কখনো নাটক দেখি ,কখনো বই পরি, কখনো ব্লগ দেখি যখন যা ভালো লাগে তাই করি । যখন স্মার্ট ফোন ব্যাবহার করতাম তখন ফেইসবুকে ইনস্টাগ্রামে ঢুকতাম একবার ফীড দেখা মনে হাজারটা মানুষের সমস্যার সাথে নিজেকে জড়িয়ে ফেলা । রিল্যাক্স তো দূরের কথা উলটা মানসিক যন্ত্রণা নিয়ে ঘুমাতে যেতাম পরের দিন কাজে এনার্জি পেতাম না ।এখন বাটন ফোন ব্যবহারের ফলে সেই সমস্যা থেকে মুক্ত হয়েছি ।

শুরুতে ভাবতাম এই প্রবণতা মনে হয় শুধু আমার মাঝেই আছে সেই জন্য কাউকে কিছু বলতাম না ।এখন দেখি আন্তর্জাতিক ভাবে স্মার্ট ফোনের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে ।আমার মতো অনেকেই স্মার্ট ফোনে স্ক্রীন টাইম কমিয়ে অনার চেষ্টা করছে ।সেই জন্য অনেকেই স্মার্ট ফোন বাদ দিয়ে বাটন ফোন ফেরত যাচ্ছে ।মজার বিষয় স্মার্ট ফোন বিরোধী মনোভাবটা শুধু বয়স্কদের মাঝে সীমাবদ্ধ না জেন জেড প্রজন্ম কেও বাটন ফোন ব্যাবহার করতে দেখা যাচ্ছে । খোদ আমেরিকার বাজারে এই বছর বিক্রি হওয়া ফোনের শতকরা দুই শতাংশ ফোন বাটন ফোন এবং এই সংখ্যা সমানের দিন গুলোতে আরো বাড়বে বলে মনে হচ্ছে ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.