নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
কতটা দীর্ঘায়িত হলে পথ
নৈঋতে এগিয়ে যাওয়া তোমার বিপরীতে-
আমার ক্রমশ সরে যাওয়া।
পৃথিবীর আকৃতি সম্পর্কিত প্রচলিত ধারণা মানলে তো
আমরা নিয়ত নিকটবর্তী হই।
ভূগোলে বরাবরই কাঁচা আমি-
এক পথে বারবার গেলেও, হারিয়ে ফেলি নিশানা।
তাই আমাদের দেখা হওয়ার সম্ভাবনা গাণিতিক সূত্রে বাঁধা।
সম্ভাব্যতার সূত্রও বুঝি না আমি।
তবু দীর্ঘায়িত পথ নিমেষেই মুছে যায় বিজ্ঞানের ছোঁয়ায়।
হৃদয় থেকে হৃদয়ের দূরত্ব মাপার হয়তো কোন সূত্র নেই।
আমার পাশ দিয়ে হেঁটে যাওয়া তুমিও তাই, সেই তুমি নও।
একশো বিশ দিনে রক্ত বদলে গেলে, আত্মাও কি বদলে যায় না?
সুব্রত দত্ত
১৬/০৮/২০১৮
১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভালো লিখেছেন।
১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ লিখেছেন। +++