নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেশা সাহিত্য, পেশা শিক্ষকতা।

সুব্রত দত্ত

পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।

সুব্রত দত্ত › বিস্তারিত পোস্টঃ

‘ব্লগ ও ব্লগারের গল্প’- একেবারে বানোয়াট ও কল্পনাপ্রসূত যুক্তির আলোকে

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী ভাইয়ের একটা পোস্ট দেখে এই লেখাটার আগ্রহ জন্মালো। সত্যি বলতে অনেক ব্লগারকেই আজকাল পোস্ট দিতে দেখা যায় না। ব্লগ কিন্তু খালি থাকে না। প্রতি ঘণ্টায় অনেক অনেক পোস্ট পড়ে। তবু কোন এক শূন্যতা থেকে যায়। আমি একেবারেই নতুন ব্লগার। ২০১৬-এর মে মাসে যোগ দিয়েছি। তখন একটু অবসর ছিলাম। দিনে বারবার ঢুকতাম ব্লগে। লিখতাম, অন্যের পোস্টে কমেন্ট করতাম। ব্যস্ততা বাড়ল। লেখার সময় কমল। এখন মাঝেমাঝে ঢুকি। দেখি অনেক পোস্ট। প্রিয়দের কম পাই। এসবের কিছু কারণ আমি নিজের মতো দাঁড় করলাম।
১। ব্লগে ‘অতি সন্ন্যাসিতে গাঁজন নষ্ট’ দশার দেখা দিয়েছি। বেশি বেশি পোস্টের কারণে ব্লগের পোস্টের মান নিম্নগামী। কর্তৃপক্ষ সবগুলো পোস্টকেই অনুমতি দেয়। ফলে অনেক পোস্টের ভিড়ে গুরুত্বপূর্ণগুলো হারিয়ে যায়।
২। ব্লগার মাত্রই কিছুটা উন্নাসিকগোছের। তাদের লেখার নিজস্ব ধাঁচ থাকে। সেটা পাঠক ধরতে পারুক তা তারা কামনা করে কিন্তু ব্লগে এখন পাঠক কম, লেখক বেশি।
৩। ব্লগ নিয়মিত আপডেট বা যথাযথ পর্যবেক্ষণ হচ্ছে বলে মনে হয় না।
৪। ৫৭-ধারার ঠাট্টা। ৫৭ ধারাকে ভয় পাই বললে অনেকে তেড়ে এসে বলবেন ব্লগার বা লেখককে হতে হয় সাহসী। যে ভীতু সে তো লেখকই না। কিন্তু এসব ধোপে টিকবে না। ভয় পেতে হয়। রাষ্ট্র ভয় পাওয়াতে জানে। অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখতে গিয়ে থেমে যেতে হয় ৫৭ ধারার ভয়ে।
৫। প্রবীণ, আমাদের অগ্রজ ব্লগারদের অনেকেই অনুপস্থিত কেন তার ব্যক্তিগত কারণ তো আমার জানা নেই তবে আমার মনে হয় তারা লেখার স্বাদ আর পান না। এর অনেক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ থাকতে পারে।
৬। একটা রাষ্ট্র যখন কানা হয়ে যেতে থাকে তখন সেখানে প্রচুর লেখক-কবির উদ্ভব হয়। তারা ‘আমি তুমি’ ‘তুমি আমি’ রসে রসাতলে তলিয়ে যেতে যেতে বলে ‘Art for art's sake' । আমরা কী সে সময়ে নেই?

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক দিন পর ব্লগে আসলাম। এসে মাত্র একটা বা দুটো ব্লগ পড়েছি। আপনার লেখাটিও সামনেই আছে দেখে পড়লাম। খুব ভালো লাগলো আপনার মূল্যবান মতামতের জন্য।যেহেতু অনেকদিন ব্লগে আসিনি তাই এখানকার পরিস্থিতি জানা সম্ভব হয়নাই। আপনি সুন্দর করে সেটা জানিয়ে দিলেন। ধন্যবাদ আপনার মূল্যাবান পোস্টের জন্য। হ্যাঁ আফসোসের বিষয়তো বটেই লিবারেল লেখকেরা সব সময়েই চাপে থাকেন। এখনতো অনেক টাফ টাইম যাচ্ছে। ভালো থাকুন।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সুব্রত দত্ত বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। লিখবেন সময় নিয়ে। ভালো লেখার বড়ই অভাব।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ই্শতিয়াক বলেছেন: সহমত ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫

সুব্রত দত্ত বলেছেন: শুনে ভালো লাগল। ধন্যবাদ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ডার্ক ম্যান বলেছেন: শেষোক্ত কথাগুলি মূল কারণ। আপনাকে পোস্টের জন্য ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

সুব্রত দত্ত বলেছেন: হতে পারে। আমি আমার ধারনা প্রকাশ করলাম মাত্র। আপনাকেও ধন্যবাদ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রিপ্লাইয়ের জন্য। আপনিও ভালো থাকুন। ভালো ভালো লিখে প্রিয় ব্লগকে সজীব রাখুন এই প্রত্যশা রইলো।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

ধ্রুবক আলো বলেছেন: এই বিষয়ে কিছু লিখতে চাইছিলাম কিন্তু লিখি নাই! নিয়মিত ব্লগাররা কেন আসেন না এর কিছু কারন জানা আছে!
যাই হোক যুক্তি গুলো ভালোই হইছে!!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮

সুব্রত দত্ত বলেছেন: আসলে আমি তেমন কিছু জানি না। যা মনে হলো বললাম। এই বিষয়ে আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



৫৭ ধারা দেয়া হয়েছে ব্লগ থেকে তরুণদের দুরে রাখার জন্য; ব্লগারদের আয়নায় প্রশাসনের গর্দভদের প্রতিবিম্ব পড়ছে, সেটা উহাদের জন্য সমস্যা

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

কালীদাস বলেছেন: ২ আর ৪ কারণ না। ১ নাম্বারটা পুরোপুরি ঠিক না, বেশি ব্লগার হওয়াতে পোস্টে কোয়ালিটি ডাউন খায়নি তবে মডারেশনে চাপ পড়েছে অনেক বেশি। বাকিগুলো মুটামুটি ঠিকই বলেছেন। অলরাইট ৫ নাম্বারটা কিছু টাচ করি এখন।

পুরানদের ঝরে পড়ার মেইন কারণ হচ্ছে ব্লগের কোয়ালিটি ব্যাপক মাত্রায় ডাউন হয়ে যাওয়া। আপনি ২০০৯/১০ পর্যন্ত যেকোন দিনের ফার্স্ট পেজ চেক করে দেখতে পারেন, আপনি এডিক্ট হয়ে যাবেন ব্লগের। কনটেন্ট এবং কমেন্ট দুইদিক থেকেই। ব্লগের চরম দুর্দিন চলছে এখন। একটা কম্যুনিটি ব্লগে ইন্টারএকশনটাই প্রাণ, সেটা অন্তত ৬০ভাগ কমে যায় ২০১১ তে। এই জিনিষটা চেইনের মত, যখন দেখবেন আপনার সমসাময়িক কাছাকাছি মেন্টালিটির লোকজন নেই, আপনি একা; এটা আপনাকেও সেইম পথে হাঁটতে চিন্তা করাবে। ২০১২তে ইন্টারএকশনের যে গ্যাপ সেটা খানিকটা কমে মেকিভাবে কিছু অসুস্হ পিঠ থাবড়ানি সিন্ডিকেটের ভাইয়া, আপুনি এবং এক বিখ্যাত সিনামা আড্ডার বদৌলতে। যেটা লং রানে আরও কিছু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্লগের ইতিহাসে সবচেয়ে দুর্ভোগ আনা আড্ডা ছিল এটা।

তবে আমার মত অনেকেরই লাইফে ট্রান্জিশনাল পিরিয়ড ব্লগের ইরেগুলার করে ফেলে। এমএসের স্টুডেন্ট থাকা অবস্হায় ব্লগিং শুরু করি। কর্মজীবনেও ইরেগুলার ছিলাম, কিন্তু দেশ ছাড়ার পর ব্যাপক ইরেগুলার হয়ে গেছি সময়ের অভাবে। সেখানে যাকে রুটি/রুজির চিন্তা করতে হয় তার অবস্হা আরও খারাপ হওয়াই স্বাভাবিক। সংসারে জীবন শুরু করেছে তখনকার অনেক ভাল ভাল ব্লগার, এটাও একটা মেজর কারণ ছিল। তবে কোয়ালিটি এতটা ডাউন না খেলে সপ্তাহে অন্তত একবার উঁকি মারার সময়টা মানুষ ঠিকই বের করত, যেটা এখন নেই।

সবাই লেখক। কেউ পড়ে না, একটা সুচিন্তিত মতামত রাখে না একটা লেখায়। একটা জিনিষ পড়ে প্রোপার ফিডব্যাক পাওয়াটা বিশাল এক জিনিষ। ইদানিং বিশেষ দুয়েকজনকে দাবি করতে দেখি যে তারা পড়েন, তাদের একেকজনের ফিডব্যাকের নমুনা দেখলে পেট মোচড় দিয়ে বমি আসে।

প্রথম পাতার নীতিতে কিছু পরিবর্তন এসেছে বিগত বছরগুলোতে। আমার নিজের সেফ হতে ২মাস লেগেছিল, এখন যে কেউই সম্ভবত কমেন্টের এক্সেস পায় নিক খোলার সাথে সাথে। এমন কিছু লোককে এটার সুবিধা নিতে দেখি যে নিজের মনেই প্রশ্ন জাগে, এটাই কি সেই সামহ্যোয়ারইনব্লগ?

৫৭ ধারা নিয়ে খানিকটা বলা যায়। ওভারঅল, বাংলা ব্লগোস্ফিয়ারের একটা বিশাল ক্ষতি করেছে মাহমুদুর রহমান। "ব্লগার মানেই নাস্তিক" জিনিষটার উৎস সম্পূর্ণরুপে এই লোক। অথচ সে সময়ে বিএনপির অন্তত শখানেক এক্টিভ ব্লগার ছিল সামহ্যোয়ারইনে।

ধুর!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

সুব্রত দত্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শেষে ধুর! বললেন কেন? বুঝলাম না। ব্লগের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দিকই টার্চ করেছেন। আপনার মন্তব্য পড়ে ভালো লাগল। অনেক কিছু জানলাম, আঁচ করতে পারলাম। তেমন কিছু বুঝি না। ব্লগে মাত্র কয়েক মাস থেকেই একটা পরিবর্তন উপলব্ধি করলাম বলেই পোস্টটা দিয়েছিলাম।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৬। একটা রাষ্ট্র যখন কানা হয়ে যেতে থাকে তখন সেখানে প্রচুর লেখক-কবির উদ্ভব হয়। তারা ‘আমি তুমি’ ‘তুমি আমি’ রসে রসাতলে তলিয়ে যেতে যেতে বলে ‘Art for art's sake' । আমরা কী সে সময়ে নেই?

কথায় আছে গভীরতা
বুঝে ক'জনা?
আসবে কি সুসময়
আজো অজানা।

দেয়ালেরো আছে কান
বেশী কথা কয়া মানা;
বেড়াতে চাইনে বাপু
রাজ মোহাফেজখানা।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

সুব্রত দত্ত বলেছেন: হাছা কথাই কইছেন। তাই তো কী করি আজ ভেবে না পাই অবস্থায় আছি। ধন্যবাদ আপনার মতের জন্য। ভালো থাকবেন।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সোনালী যুগের ব্লগাররা আর কেন লিখেন না?
আগের মতো কেন ভালো লেখা পাই না।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

সুব্রত দত্ত বলেছেন: সেটাই তো প্রশ্ন। সোনালি যুগ ফিরে আসবে।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: ভালোই বলেছেন। তবে ৭ নং মন্তব্যটাই পোস্টের প্রাণ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

সুব্রত দত্ত বলেছেন: একদম ঠিক বলেছেন। কখনো কখনো পোস্টের থেকে মন্তব্য অনেক বেশি তাৎপর্য বহন করে। এক্ষেত্রে জরুরি বিষয়ের পোস্ট দেয়াও গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.