নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
আমাদের মস্তিষ্কের ভেতর চিন্তা নামের একটি সাগর আছে।
মৃত্যুর পরোয়ানা নিয়ে সেই সাগরে ভেসে বেড়ায় কিছু কীট।
সেগুলো আমাদের নিথর করে,
অবশ হয় আমাদের হাত-পা।
কিন্তু আমাদের হৃদয়ের ভেতরও প্রবাহিত হয় একটি শান্ত নদী।
সে নদীর নাম প্রেম।
তাতে ভেসে বেড়ায় অন্যরকম কিছু কীট।
নদী যখন সাগরে গিয়ে মেশে-
অন্যরকম কীটগুলো ধ্বংস করে কীটগুলোকে।
আমরা নিথরতা থেকে মুক্তি পাই,
সচল হয় আমাদের হাত-পা।
মৃত্যু আর বেঁচে থাকার এ প্রক্রিয়া চিরন্তন।
কিন্তু সবই নশ্বর,
আমরাও।
তাই সবকিছুর মৃত্যু ঘটে একদিন-
এমনকি সব রকম কীটগুলোরও।
তবে নদী আর সাগর প্রবাহিত হয় অনন্তকাল।
চিন্তা আর প্রেমের কোনো মৃত্যু নেই।
সুব্রত দত্ত
৩১/০৭/২০১১ খ্রিস্টাব্দ।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৪
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫
অরূপ চৌহান বলেছেন: খুব সুন্দর একটি চিরন্তর দর্শন!!!!!!!!
ভাল তো বটেই.......।