নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
কতগুলো দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে-
নদীর তীরে নিশুতি রাত্রি নামে।
ঝলমল তারাদের আত্মীয়তাকে উপেক্ষা করে
চাঁদখানা নীলপরির সন্ধানে ঘোরে।
সেই কবেকার কথা! তুমি অথবা তোমার মতো এক মুখচ্ছবি
এঁকে গেল হৃদয়পটে-
তারপর যত্তসব বস্তা পঁচা ঢঙ নিয়ে কলম ধরা,
কবিতা না ছাই! হাবিজাবি আঁকিবুকি আর ব্যর্থ কালক্ষেপন।
কতগুলো দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে
নদীর তীরে হিংস্র হায়েনারা জেগে ওঠে।
চাঁদের আলোয় ওৎ পেতে থাকে শিকারি চোখ
চোখে তার বড় নেশা-
সাহসী সন্তান সে হাবিজাবি ঢঙে তার প্রবল অনীহা।
সুব্রত দত্ত
১০ জুন ২০১৬, রাত ১২টা ৩৫মিনিট।
১০ ই জুন, ২০১৬ সকাল ৮:১২
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:০৬
কল্লোল পথিক বলেছেন:
বেশ লিখেছন।
১০ ই জুন, ২০১৬ সকাল ৮:১৩
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১৫
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
৪| ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:০৬
সাহসী সন্তান বলেছেন: পোস্টের শিরোনামে এত বিরক্তি ঝড়ে পড়ছে কেন? তবে ভিতরের কথা গুলো কিন্তু খুব সুন্দর! কবিতা খুব ভাল লাগলো! শেষ লাইনটাটাতে এসে তো কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলাম!
কবিতা লেখার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই! চেষ্টা করলে আপনি আরো সুন্দর কিছু লিখতে পারবেন আমার বিশ্বাস! শুভ কামনা রইলো!
অফটপিকঃ কবিতার মধ্যে হায়নারা শব্দটা হায়েনারা এবং ওত শব্দটা ওৎ হলে ভাল হয়!
১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১৪
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ ভাই। বানান দুটো আসলে ভুল হয়েছে। লেখার সময় খেয়াল করিনি। এডিট করে দিচ্ছি। আর টুকটাক লেখালেখি করি অনেকদিন ধরেই তবে কবিতার সাথে প্রেম হয়নি কখনো। হাবিজাবি লেখি হঠাৎ হঠাৎ। আর শিরোনামে বিরক্তি হচ্ছে মস্তিষ্কের আর ভেতরের লাইনগুলো হলো মনের। সুন্দর মন্তব্যের জন্য আরেকবার ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৬ রাত ১:১৭
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল