নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
আমাকে আপনি চাইলেই গালি দিতে পারেন। কারণ-
১. আপনি যদি অহিন্দু হন, আমাকে মালাউন বলতে আপনার অধিকার আছে।
২. আমি পুরুষ, সুতরাং নারীবাদী হলে সকাল-বিকাল গালি দিতে পারেন।
৩. আমি প্রাতিষ্ঠানিক ধর্মে আস্থাশীল নই জেনে আমাকে 'নাস্তিক' বলে গালি দিতে পারেন [এই দেশে নাস্তিক শব্দটা শতকরা অন্তত ৭০ ভাগ মানুষ গালি হিসেবে ব্যবহার করে]
৪. আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, প্রগতিশীলরা আমাকে 'বেকডেটেড' বলে তাচ্ছিল্য করতেই পারেন।
৫. আমি এমন কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি যার নাম শুনেই অনেকের যৌন শুড়শুড়ি জাগে, তারা আমাকে নিয়ে ব্যঙ্গ করতে পারেন।
৬. আমি এমন পেশায় নিয়োজিত যে পেশাকে একই সঙ্গে আপনারা 'মানুষ গড়ার কারিগর' বলেই 'মূর্খর বাচ্চা' 'আহাম্মক' ইত্যাদি বলে থাকেন। এবং এই পেশাকে 'শেষ অপশন' 'অযোগ্যদের স্থান' ইত্যাদি বিবেচনা করেন।
৭. নিঃসন্দেহে এমন একটি ফালতু পোস্টের জন্য আমি আরো কিছু গালির যোগ্য।
[বি. দ্র.: একটু আবেগধর্মী লেখা। মনটা খারাপ। গালি খেতে খেতে নাজেহাল। ক্ষমা করবেন।]
০১ লা জুন, ২০১৬ রাত ১২:৫৫
সুব্রত দত্ত বলেছেন: এটা জেনে ভালো লাগল যে আমার নেগেটিভ কথাগুলোর ভেতর দিয়ে কেউ পজিটিভ চিন্তার খোরাক পেয়েছে। আমি আপনাকে চিনি না এবং আপনিও আমাকে চেনেন না। তবু আমার পোস্টটা যেমন আপনাকে আমার সম্পর্কে ধারনা দিয়েছে তেমনি আপনার মন্তব্য থেকে আপনার সম্পর্কে ধারনা পেয়েছি। ধারনার কতটুকু ঠিক বা ভুল চেষ্টা মূল কথা নয়, মূল কথা হলো ভাবনার মিল। আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি চমৎকার কিছু ভাবতে পারেন এবং তা লেখার সামর্থ্যও রাখেন। আপনার মন্তব্যটা ভালো লেগেছে। আর মন ভালো করে ভালো থাকার চেষ্টায় আছি। আপনিও ভালো থাকবেন। শুভ রাত্রি।
২| ০১ লা জুন, ২০১৬ রাত ১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একজন সব ক্যাটাগরিতে গালি খাবে না। আপনি যে কোন একটা বেছে নেন। তারপর ভেবে দেখবো, আপনারে কোন অপশানে গালি দেয়া যায়। আপাতত ৭ নং..
০১ লা জুন, ২০১৬ রাত ২:০৭
সুব্রত দত্ত বলেছেন: ভাই একেক সময় একেক ক্যাটাগরিতে গালি খাই। যা হোক, বর্তমান সময়ে ৬নং টা বেশি প্রাসঙ্গিক। ভাববেন।
৩| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০৮
বাংলার জামিনদার বলেছেন: সব কয়টার স্যম্পল এক পিস দিলাম, একটা, মানে নারী কেসটা বাদ।
৪| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৩
রিয়ানা তৃনা বলেছেন: স্যার আমার লেখা যদি আপনার মনকষ্টের কারন হয়ে থাকে, তবে দয়া করে ক্ষমা করবেন। আঘাত করার জন্য লেখাটি ছিল না। বর্তমানের আক্ষেপ থেকে লেখা। দেশ থেকে বহু বছর হল বাহিরে আমি। বর্তমান শিক্ষা ব্যাবস্থা সম্পর্কে আমরা যথেষ্ট পরিমান চিন্তিত। আপনারা আমাদের চেয়ে আরও ভাল জানবেন বিষয়টা। হয়ত দূর থেকে যা ভাল মতো দেখতে পাচ্ছি না আপনারা সেটাই ভাল মতো দেখছেন, বুঝচ্ছেন। তমে সমস্যা যখন তৈরি হচ্ছে সমাধান ও নিশ্চয়ই আপনাদের জানা আছে, এ বাপারে আমি নিশ্চিত।
৫| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:০৪
সুব্রত দত্ত বলেছেন: @রিয়ানা তৃনা ম্যাডাম, আপনার ক্ষমা চাওয়াটা ভালো লাগল না। ক্ষমা তো আমার চাওয়া উচিত, যে আমি কিছু না করে অভিযোগ করছি শুধু। তবে দোয়া রাখবেন, যদি বেঁচে থাকি, বয়স তো বেশি না, অবশ্যই ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব। নিজের ইচ্ছায় শিক্ষকতা পেশায় গিয়েছে। আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব করছি। ভবিষ্যতে ভালো অবস্থানে গেলে অবশ্যই আরও কিছু করব। কেবল দুঃখ লাগে যখন মানুষ কেবল ধর্ম, লিঙ্গ, পেশাকে কেন্দ্র করে একপেশে মন্তব্য করে, অপমান ও আঘাত করে। তবে আপনার মন্তব্য ভালো লেগেছে। কেবল ক্ষমা চাওয়াটা প্রত্যাখ্যান করলে খুশি হব।
৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১:১০
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন্তব্য প্রতিউত্তরে ভালোলাগা
৭| ০৩ রা জুন, ২০১৬ সকাল ৮:৩৪
সুব্রত দত্ত বলেছেন: প্রতিউত্তরের পর কী থাকে? আমার জানা নেই। তাতেও ভালো লাগা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:০৬
মনিরা সুলতানা বলেছেন: আসলে সত্যি না জেনে যদি ও মন্তব্য করা ঠিক না
তবুও বলছি এগুলো লাইফ এর পার্ট, সবাই কোন না কোন ভাবে এভাবে নানা কারনে গালী খেয়ে যাচ্ছে।
আপনি মন খারাপ করবেন না, আপনি যে কারন গুলো দেখিয়েছেন প্রতিটা ব্যপারে আপনি কতখানি প্রশংসা পাবার যোগ্য আমি লিখতে পারি, প্রমান করে দিতে পারি, মোবাইলে তাই সম্ভব হল না।
আপনি নেগেটিভ টা পেরেছেন, আমি শিউর আপনি পজিটিভ গুলো আরো সুন্দর গুছিয়ে লিখতে পারবেন।
আপনার লেখা পড়ে আমি আমার নিজের ভালো কিছু নিয়ে চিন্তার সুজোগ পেলাম বলে ধন্যবাদ আপনাকে চমৎকার লেখার জন্য
অনেক অনেক ভালো থাকুন স্মাইল প্লীজ