নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
১.
তুমি যখন আমায় যন্ত্রণা দাও
জেনে রেখো সেই যন্ত্রণার বীজ-
একদিন ফুল হয়ে ফুটবে,
সেই ফুলের গন্ধে বিমোহিত হবে তুমি। (২২/০৯/২০১১)
২.
পরিশ্রমকে সঙ্গী করে
কত মানুষ উর্দ্ধে গেল,
আকাশের ঐ তারার দলে।
চিরদিনই অলস আমি
আছি পড়ে অনন্তকাল,
এই ধরনীর গাছের তলে। (১৩/১১/২০১১)
৩.
আকাশ থেকে আসলো নেমে
সুন্দরী এক পরী,
তাকে আমি ধরতে গিয়ে-
গলায় দিলাম দড়ি। (১৫/০১/২০১২)
৪.
সময় পেরিয়ে যায়,
জীবন আপন স্রোতে বয়ে চলে-
শুধু, আশা
হায়, সে-ই থাকে বেঁধে-
গলায় মাছের কাঁটার মতো সবার হৃদয়ে। (২৫/০৫/২০১২)
৫.
নতুন করে বাঁচব বলে
ভাবছি দিবানিশি,
নতুন, নতুন করে শুধু-
পুরাতনই আছি। (২৫/০৮/২০১২)
৬.
নীল নীল ব্যথা
হৃদয়ে আমার,
সবুজ প্রেমিকা তুমি
ভুলে যাও সাদা সাদা প্রেম। (২৩/০৯/২০১২)
৭.
গর্জে উঠবার পর
থেমে যাওয়া মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে যায়। (০৭/০৩/২০১৩)
৮.
জানি, তুমি আন্না কারেনিনা নও-
অমিতের লাবণ্যও না।
তবু তোমার সাহিত্যিকী ঢঙ-
চোখে বড় নেশা জাগায়। (১৫/১১/২০১৩)
৯.
কবি, কবিতার বাণী নিয়ে চিন্তিত!
এদিকে চেয়ে দেখো, আমার জীবনই তো উচ্ছন্নে গেছে। (২৪/০২/২০১৪)
১০.
বাহ্! বেশ একটি কবিতা লেখা হলো।
কিন্তু কই! প্রেমিকা তো আমায় পাগল বলছে! (২৪/০২/২০১৪)
১১.
বন্ধু, এই তোমার নিয়তি-
জানো এ চক্রে মৃত্যু,
তবু তোমার চক্রে আক্রান্তি। (০৮/০৫/২০১৪)
১২.
জীবনকে সমৃদ্ধ করতে চাও?
খুব বেশি কঠিন না তা।
কেবল হৃদয়টাকে সমৃদ্ধ করো। (০৯/০৫/২০১৪)
২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:১৭
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: সুন্দর সব কথামালা।
+++++