নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
একটা নিস্তব্ধ রাত।
অনেক না পাওয়ার হিসাব কষে-
লাইট অফ করে শুয়ে পড়া।
স্মৃতিরা ডান ঝাপাটাতে থাকে অনবরত।
কবিতারা ছন্দ হারায়,
হারায় শব্দ।
তবু নিয়ত ঘূর্ণায়মান ফ্যানের মতো-
এক একটি দিন, এক একটি রাত কাটে।
শুধু নিস্তব্ধ রাত মাঝে মাঝে থমকে দাঁড়ায়
জীবনানন্দের কবিতা নিয়ে
অথবা,
স্যামুয়েল বেকেটের রচনার অনুবাদ হাতে।
প্রেয়সী চলে যাওয়ার মতো ন্যাকা ন্যাকা ঘটনার সঙ্গে
মিশে যায় অনন্তের শূন্যতা।
পড়ে থাকে, কেবল ধূসর স্মৃতি আর অনাগত কৃষ্ণপক্ষের ভবিষ্যৎ।
সুব্রত দত্ত
রাত: ১টা ২০মিনিট
৩১ মে ২০১৬ খ্রি:
৩১ শে মে, ২০১৬ রাত ২:১৮
সুব্রত দত্ত বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভ রাত।
২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ রাত ১:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: প্রেয়সী চলে যাওয়ার মতো ন্যাকা ন্যাকা ঘটনার সঙ্গে
মিশে যায় অনন্তের শূন্যতা।
ভালো লেগেছে।শুভরাত্রি