নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
১.
আমার তো সব আছে তয় এত ব্যথা কিসের!
বুকটা কেবল ধড়ফড় করে সারা রাত।
বৌ আমারে জড়ায়ে ধইরা বেঘোরে ঘুমায়,
আমি শুধু জাইগা জাইগা ভাবি।
কত কি যে ভাবি! তার আর ইয়ত্তা নাই।
আমার ঘর আছে, বৌ আছে, ছাওয়াল-পাওয়ালও আইতাছে
চাকরি একখান খারাপ করি না।
তয় কিসের লাইগা? কিসের লাইগা বুকে আমার ব্যথা!
তয় কি টলস্টয়, দস্তয়ভস্কি, মার্কেজ, কাফকা, দেরিদা-
পড়াই আমার পাপ হইছে!
নাকি ঐ ভুল যাওয়া প্রেমিকার ঠোঁটে ছিল বিষ?
সে কি তার ঠোঁট দিয়া সমস্ত আত্মাকেই ঢুকাইয়া দিছিল আমার ভেতর?
আমি কেবল রাত জাইগা ভাবি, ভাবি আর ভাবি।
মাইনসে আজকাল আমারে কয় কবি!
আমি শুইনা মনে মনে হাসি-
কবে আমি কবি হইলাম!
প্রেম ভাইঙ্গা গেলে কি হক্কলেই কবি হইয়া যায়
নাকি প্রেম আর কবি মিলামিশা সৃষ্টি হয় কবিতা!
কবিতা, বিচ্ছেদ, গুরু কিংবা প্রেম কি আলাদা কিছু?
নাকি অপূর্ব মিশ্রণে গড়া নূরে-রাসূল!
১৬ এপ্রিল ২০১৬
রাত: ৭টা।
২.
অনেক তো হইলো তোমার প্যাচাল পারা
এইবার ক্ষান্ত হও।
এইবার একটু চুপচাপ থাকতে দাও আমারে।
আমি তো মানুষ, যন্ত্র না-
তয় এতো যন্ত্রণা দাও কেন তুমি?
তোমার কি মায়া নাই, দরদ নাই আমার তরে!
এইডা চাই, ওইডা চাই-
খালি চাই আর চাই।
এত্ত চাওয়া-চাওয়ি দিয়া কি করবা তুমি?
তার থাইকা চল ঘুইরা আছি
কোন জঙ্গল, পাহাড় বা সমুদ্রের বুক থাইকা।
অথবা চল অতীতে যাই, যাই ভবিষ্যতে।
এই বর্তমান থাইকা পালাতে দাও আমারে,
একটু প্রেম করতে দাও,
একটু সোহাগ করতে দাও,
একটু আদর কইরা জড়ায়ে ধরো আমারে।
কি! কি কইলা!
আমিও কেবল চাই, চাই করি!
তয় আমিও চুপ যাই।
চুপটি মাইরা দু’জনে বইস্সা থাহি।
চলো নিরবেই কাইটা যাক, এই বৃষ্টিস্নাত রাত।
০১ মে ২০১৬
রাত: ১১টা।
©somewhere in net ltd.