নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
জীবনটা রেল লাইনের মতো সমান্তরাল নয়। এ কথা সকলেই জানি এবং বুঝিও। তবু উত্থান-পতনের স্বাভাবিক লয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না। চাকরি পাচ্ছি না, চাকরির পড়া হচ্ছে না ঠিক মতো, প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে সুপাত্রের সাথে, মোবাইলটা নষ্ট, জুতো ছিঁড়ে গেছে, মানিব্যাগ ফাঁকা- এ দৃশ্য আজ খুবই সুপরিচিত। হাজার তরুণের জীবন থেকে বয়ে যাচ্ছে এমনই রোলার কোস্টার। তবে কি আত্মহত্যার পথ বেছে নেয়াই ভালো? ব্যর্থদের গল্প ইতিহাসে জায়গা পায় না। সুতরাং মরণই ভালো। অথচ আমরা ভাবি না এমন পরিস্থিতির জন্য কেবল কি আমি দায়ী! কখনই না। পুঁজিবাদী অর্থনৈথিক কাঠামো, ধনতান্ত্রিক সমাজকাঠামো এবং মূল্যবোধহীন জীবনযাত্রাও দায়ী হাজারো তরুণের দুদর্শার জন্য। আমাদের এই মনুষ্য জনম আমাদের সৌভাগ্যের প্রমাণ। এ জীবনটাকে সফল ভাবে অতিবাহিত করা উচিত। নিজের মনকে প্রশ্ন করা উচিত 'তুমি কী চাও?' অর্থ-বিত্ত-খ্যাতির থেকে শান্তি-সুখ-আনন্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে জানতে হবে। নিজেকে জানার পাশাপাশি দেখতে হবে জগৎ ও জীবনকে। ঠিক এভাবেই নতুন করে শুরু হোক পথ চলা ব্যর্থদের।
©somewhere in net ltd.