নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ অপরাধীর নাম কখনো মুখেও লইবো না বইলা প্রতিজ্ঞা করছিল দেশটার প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান।
সে পার্লামেন্টে দাঁড়ায়া কইছিল, যদি নাম লইতেই হয়, তাইলে নিহতদের নাম লইবো। যেই ব্যক্তি তাদের প্রাণ কাইড়া নিছে, তার নাম মুখে না লওনের জন্য অনুরোধও করছিল সে।
বাংলাদেশেও এখন অভিযুক্তের নাম না নেয়ার চর্চা দেখা যাইতেছে। তারা অভিযুক্তের নামের চাইতে ভিকটিমের নাম নিতেছে এবং ভিকটিমের ছবি আনকাট রাইখা অভিযুক্তের ছবি ব্লার কইরা দিতেছে।
প্রসঙ্গত, মামুনুল হকের ব্যাপারে মিডিয়ার যেই দ্বিচারী নীতি দেখাইছে, এতেই তাদের নগ্ন অভিলাষ বুঝা যায়। মামুনুল হক তার কোনো পত্নীর সাথে ন্যুনতম নির্যাতনও করে নাই, তবুও সেইটা মিডিয়া গুরুত্বের সাথে ব্রডকাস্ট কইরা গেছে, অথচ তারা আজ সায়েম সোবহান আনভিরের নাম মুখে পর্যন্ত নিতে পারতেছে না।
যাই হোক, আমি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের নাম নিলাম। কারণ, আমি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী না।
২| ০৫ ই মে, ২০২১ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: ্মানুষের পরিচয় কর্মে।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের বড়াই করোনাকো
নাম দিয়ে কি হয়?
নামের মাঝে পাবেনাকে
সবার পরিচয় !!