নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হতে হতে বুড়ো হয়ে গেলাম

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস)

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

আবদুর রহমান (রোমাস) › বিস্তারিত পোস্টঃ

''দেশের বর্তমান অবস্থা ও ১৬ কোটি মানুষের ভাগ্য''

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

আওয়ামিলীগ-বিএনপি দুই দলের মাঝখানে ব্যাপারটা এখন আর ইগোর মধ্যে সীমাবদ্ধ নেই! বিএনপি এখন জামাত শিবিরের মাঝে বিলিন হয়ে যাওয়ার পথে! প্রথানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থেকে অব্যাহতি নিলেও বিএনপি নির্বাচনে আসতে পারবে না যথেষ্ট সন্দেহ আছে কারন জামাত-শিবির তাদেরকে আসতে দিবে না। বর্তমানে বিএনপির দলিয় সিদ্ধান্ত/কর্মসূচি আসার আগে জামাতের কাছে যায় সেন্সর হওয়ার জন্যে, তারপর জামাতে-শিবিরের অনুমতিসাপেক্ষে সেটা জনসম্মুখে আসে! এইমুহুর্তে জামাত-শিবির এর লক্ষ্য একটাই শেষ রক্তবিন্ধু দিয়ে হলেও নির্বাচন ঠেকানো, দেশে একটা জরুরী অবস্থা সৃষ্টিকরে তৃতীয়পক্ষকের হাতে ক্ষমতা হস্তান্তরের পায়তারা! তারপর যুদ্ধাপরাধের দায়ে জামাতের নরপশুদের বীরের বেশে মুক্ত করে আনা! আর যেখানে আওয়ামীলীগের প্রশ্ন সেটা হলো ছাড় দিতে দিতে জামাত-শিবির-বিএনপির হাতে দেশটা তুলে দেওয়ার ভুলটা করতে চাইছে না কারন যদি এটা করেই ফেলে..তবে নিশ্চিত বাংলাদেশ তার অস্তিত্ব হারিয়ে ভবিষ্যতে একটা মৌলবাদপূর্ন বাংলাস্থান, আফগানিস্থান হবে! এমনকি এটাও নিশ্চিত যে আগামীতি বিএনপি-জামাত ক্ষমতায় আসলে সেটা হবে বিএনপির জন্যও রাজনৈতিক আত্মহত্যা কারন জামাত-শিবির বিএনপির রাজনীতিকে জাদুগরে পাঠিয়ে নিজেদের আদর্শ ও বিশ্বাস প্রতিষ্ঠা করবে আর সেই পথে বলি হবে বর্তমান বিএনপির নেতা কর্মীরাই!



এতক্ষনতো অচলাবস্থার কথা বললাম এবার আসি এই অবস্থা থেকে উত্তরনের পথে, হ্যা সম্ভব অবশ্যই সম্ভব... কারন এটা সত্য দেশের ৮৫ ভাগ মানুষ এই মুহুর্তে নির্বাচন চায়! নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য এখনও সময় পুরিয়ে যায় নি! বিএনপি অন্তত নিজেকে রাজনৈতিক আত্মহত্যার হাত থেকে বাছানোর জন্য হলেও জামাত ছেড়ে নির্বাচন কালীন সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসার ঘোষনা দিক (অবশ্য বিএনপির মধ্যে যদি নিজস্বতা বলতে কিছু থাকে তবেই জামাত-শিবিরের চোখ রাঙানী উপেক্ষা করে নির্বাচনে আসা সম্ভব)! আর প্রধানমন্ত্রী তার পদ থেকে অব্যাহতি নিয়ে যে কোন একজনকে নির্বাচনকালীন সরকারের প্রধান করুক! ঘোষিত তফশিল বহাল রেখেই নির্বাচনের তারিখ পেছানো ও নতুন করে মনোয়নয়ন প্রত্র দাখিলের সুযোগ দেওয়া যেতে পারে! তারপর জনগন নিজেই তাদের ভাগ্য নির্ধারন করবে তারা কি চায়!

বাংলাদেশের ১৬ কোটি মানুষের দিকে তাকিয়ে অন্তত দুদলের এতটুকু ছাড় দেওয়া প্রয়োজন! আর জামাতে শিবিরের প্রশ্নে কথা হলো এতটুকুই আওয়ামী লীগ-বিএনপি নির্বাচনে আসলে ওদের আস্ফালন অনেকটাই কমে যাবে! আর যেগুলোর কমবে না সেগুলোকে সিটি কর্পোরেশন যেমন জলাতঙ্ক রোগে আক্রান্ত্র কুকুর নিধন অভিযান পরিচালনা করে তদ্রুপ যৌথ বাহিনী দিয়ে জামাত-শিবিরের জলাতঙ্ক রোগে আক্রন্ত পশুদের নিধন অভিযান চালাতে হবে!

পরিশেষে আহবান করি বিএনপিকে জামাত ছেড়ে নির্বাচনে আসুন! আওয়ামীলীগকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিন! অব্যাহতি আপনার পরাজয় নয় এটা আপনার উদারতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবে!



জয় বাংলা!

জয় বঙ্গবন্ধু..

জয় জনতা!

জয় বাংলাদেশ...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

মদন বলেছেন: হাসান নি কি যেন নাম ছিলো বিচাপরপতির। সেই বিচারপতি ছাত্র অবস্থায় ছাত্রদল করতো। সেই বিচারপতিকে তত্বাবধায়ক প্রধান মানে নাই আওয়ামীলীগ নিরপেক্ষতার অযুহাতে।

যেখানে স্বয়ং হাসিনা এই সরকারের প্রধানমন্ত্রী সেখানে নিরপেক্ষতা কি আসমান থেকে নাজিল হবে?

নিজের সুবিধার জন্যই তত্বাবধায়ক আবার প্রয়োজন শেষ তত্বাবধায়ক অগনতান্ত্রিক কইয়া বাতিল করন আওয়ামীলীগের জন্য মোটেও সুখের হবে না। জনগন এখন এতোটা অন্ধ না।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আবদুর রহমান (রোমাস) বলেছেন: তত্বাবধায়কের ধোয় তোলার সুযোগ নেই! ওটা আদালত কর্তৃক নিস্পত্তি হয়েছে!

আর পুরো পোষ্ট ভালো করে পড়ুন, এখানে আহবান করা হয়েছে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্যে আর বিএনপিকে জামাত-শিবির ছাড়ার জন্য!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মদন বলেছেন: তত্বাবধায়কের ধোয়া উঠবে ভাইডু, কারন এই তত্বাবধায়ক ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা করে জ্বালাওপোড়াও করে জামায়াত-আওয়ামীলীগ মিলে তত্বাবধায়ক আমদানী করেছিলো। ২ দিন না যেতেই প্রয়োজন শেষ হওয়াতে সেটি বাতিল হলে তো চলবে না।

দেশে ইলেকশন প্রয়োজন, সিলেকশন নয়। এরজন্য কি করতে হবে হাসিনা-খালেদা করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.